ETV Bharat / bharat

সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ , নিকেশ পাকিস্তানি জঙ্গি - Pakistani terrorist killed Rajouri

আজ রাজৌরি জেলার LOC বরাবর কয়েকজন জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করে । সেনার গুলিতে একজন নিহত হয় ।

Rajouri
রাজৌরি
author img

By

Published : Jul 1, 2020, 11:01 AM IST

Updated : Jul 1, 2020, 12:32 PM IST

রাজৌরি , 1 জুলাই : জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় LOC বরাবর কয়েকজন জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করে । সেইসময় ভারতীয় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম এক পাকিস্তানি জঙ্গি ।

আজ ভোর 5টা 55 মিনিট নাগাদ রাজৌরি জেলায় কেরি এলাকায় LOC অর্থাৎ সীমান্তরেখা বরাবর একদল জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করে । ভারতের দিকে নিয়ন্ত্রণরেখায় 400 মিটার প্রবেশ করার পর জঙ্গিরা গুলি চালাতে শুরু করে । পালটা গুলি চালায় ভারতীয় সেনা । ঘটনায় নিহত হয়েছে এক পাকিস্তানি জঙ্গি । এছাড়া একটি AK47 এবং ম্যাগাজ়িন উদ্ধার করা হয়েছে । এলাকায় এখনও তল্লাশি অভিযান চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী ।

এর আগেও জম্মু কাশ্মীরের রাজৌরি জেলায় সীমান্তরেখা বরাবর জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করেছিল । সেইসময় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছিল তিন পাকিস্তানি জঙ্গি । এরপর আজ ফের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল ভারতীয় সেনাবাহিনী ।

রাজৌরি , 1 জুলাই : জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় LOC বরাবর কয়েকজন জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করে । সেইসময় ভারতীয় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম এক পাকিস্তানি জঙ্গি ।

আজ ভোর 5টা 55 মিনিট নাগাদ রাজৌরি জেলায় কেরি এলাকায় LOC অর্থাৎ সীমান্তরেখা বরাবর একদল জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করে । ভারতের দিকে নিয়ন্ত্রণরেখায় 400 মিটার প্রবেশ করার পর জঙ্গিরা গুলি চালাতে শুরু করে । পালটা গুলি চালায় ভারতীয় সেনা । ঘটনায় নিহত হয়েছে এক পাকিস্তানি জঙ্গি । এছাড়া একটি AK47 এবং ম্যাগাজ়িন উদ্ধার করা হয়েছে । এলাকায় এখনও তল্লাশি অভিযান চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী ।

এর আগেও জম্মু কাশ্মীরের রাজৌরি জেলায় সীমান্তরেখা বরাবর জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করেছিল । সেইসময় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছিল তিন পাকিস্তানি জঙ্গি । এরপর আজ ফের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল ভারতীয় সেনাবাহিনী ।

Last Updated : Jul 1, 2020, 12:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.