ETV Bharat / bharat

রাজস্থানে BSF-এর গুলিতে খতম পাকিস্তানি অনুপ্রবেশকারী

BSF
BSF-এর গুলিতে খতম পাকিস্তানি অনুপ্রবেশকারী
author img

By

Published : Aug 8, 2020, 8:51 AM IST

Updated : Aug 8, 2020, 11:05 AM IST

08:46 August 08

বার্মের , 8 অগাস্ট : রাজস্থানের বার্মেরে BSF জওয়ানের গুলিতে খতম এক পাকিস্তানি অনুপ্রবেশকারী । বার্মের জেলায় আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল সে। সেইসময় গুলি চালায় BSF। নিকেশ হয় ওই অনুপ্রবেশকারী ।

বার্মের জেলা সংলগ্ন ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তে জালনোট পাচারের চেষ্টার পর থেকেই সতর্ক রয়েছেন BSF জওয়ানরা । গতকাল গভীর রাতে বার্মের এলাকার বাখাসরে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানের দিক থেকে এক ব্যক্তি সীমানা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল । সেইসময় ওই ব্যক্তিকে জওয়ানরা তিনবার সতর্ক করেন । কিন্তু, তারপরেও সে অনুপ্রবেশের চেষ্টা করে । তখনই গুলি চালান BSF জওয়ানরা ।

তিনদিন আগে একই সীমান্ত থেকে চার পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছিল । তাদের কাছ থেকে ছয় লাখ টাকার বেশি জালনোট উদ্ধার করা হয়েছিল । এই জালনোট পাকিস্তান থেকে পাঠানো হচ্ছিল ভারতীয় অর্থনীতির ক্ষতি করার জন্য । শুক্রবার সন্ধেয় এমনটাই জানিয়েছিল বার্মের পুলিশ । তবে যেভাবে সীমান্তে অনুপ্রবেশ বেড়েছে তা ভারতীয় গোয়েন্দা সংস্থা ও সুরক্ষা সংস্থাগুলিকে সতর্ক করেছে ।

08:46 August 08

বার্মের , 8 অগাস্ট : রাজস্থানের বার্মেরে BSF জওয়ানের গুলিতে খতম এক পাকিস্তানি অনুপ্রবেশকারী । বার্মের জেলায় আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল সে। সেইসময় গুলি চালায় BSF। নিকেশ হয় ওই অনুপ্রবেশকারী ।

বার্মের জেলা সংলগ্ন ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তে জালনোট পাচারের চেষ্টার পর থেকেই সতর্ক রয়েছেন BSF জওয়ানরা । গতকাল গভীর রাতে বার্মের এলাকার বাখাসরে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানের দিক থেকে এক ব্যক্তি সীমানা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল । সেইসময় ওই ব্যক্তিকে জওয়ানরা তিনবার সতর্ক করেন । কিন্তু, তারপরেও সে অনুপ্রবেশের চেষ্টা করে । তখনই গুলি চালান BSF জওয়ানরা ।

তিনদিন আগে একই সীমান্ত থেকে চার পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছিল । তাদের কাছ থেকে ছয় লাখ টাকার বেশি জালনোট উদ্ধার করা হয়েছিল । এই জালনোট পাকিস্তান থেকে পাঠানো হচ্ছিল ভারতীয় অর্থনীতির ক্ষতি করার জন্য । শুক্রবার সন্ধেয় এমনটাই জানিয়েছিল বার্মের পুলিশ । তবে যেভাবে সীমান্তে অনুপ্রবেশ বেড়েছে তা ভারতীয় গোয়েন্দা সংস্থা ও সুরক্ষা সংস্থাগুলিকে সতর্ক করেছে ।

Last Updated : Aug 8, 2020, 11:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.