পুঞ্চ(জম্মু ও কাশ্মীর), 1 নভেম্বর : ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান ৷ আজ সকাল সাড়ে 7 টা নাগাদ জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার শাহপুর-কিরনি-কাসবা সেক্টরের ঘটনা ৷ নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানি সেনারা গুলি ও মর্টার নিক্ষেপ করে ৷ যোগ্য জবাব দেয় ভারতীয় সেনাও ৷
তবে এখনও পর্যন্ত ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি ৷
প্রায়দিনই সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান ৷ বিগত মাসেও বেশ কয়েকবার তা লঙ্ঘন করেছে ৷ সেনা সূত্রের খবর, জানুয়ারি থেকে এখনও পর্যন্ত 3 হাজার 190-র বেশি বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান ৷ এর জেরে বেশ কয়েকজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে ৷ আহতের সংখ্যা 100 ছাড়িয়েছে ৷