ETV Bharat / bharat

পুঞ্চে সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের - সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের

রবিবারই শোপিয়ানে নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই হয় ৷ এরই মাঝে নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান ৷

pak violates ceasefire
ফাইল ফোটো
author img

By

Published : Jun 9, 2020, 4:20 AM IST

শ্রীনগর, 9 জুন : জম্মু-কাশ্মীরের পুঞ্চের খারি কারমারায় নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান ৷ সোমবার সন্ধে প্রায় 7টা 45 থেকে থেকে গুলি চালাতে শুরু করে সেদেশের সেনা ৷ যোগ্য জবাব দেয় ভারতীয় সেনাও ৷

রবিবারও কুপওয়ারা ও বারামুলার কেরান ও রামপুর সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান সেনা ৷ আর সোমবার সেই একই ছবি ধরা পড়ল পুঞ্চে ৷

এদিকে গত কয়েকদিন ধরে জম্মু-কাশ্মীরে বেড়েছে জঙ্গি হানা ৷ প্রায়ই সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলছে ৷ রবিবারই শোপিয়ানে নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই হয় ৷ মৃত্যু হয় পাঁচ জঙ্গির ৷ কয়েকদিন আগে পুলওয়ামায় জঙ্গিদের সঙ্গে জওয়ানদের সংঘর্ষ বাধে ৷ মৃত্যু হয়

শ্রীনগর, 9 জুন : জম্মু-কাশ্মীরের পুঞ্চের খারি কারমারায় নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান ৷ সোমবার সন্ধে প্রায় 7টা 45 থেকে থেকে গুলি চালাতে শুরু করে সেদেশের সেনা ৷ যোগ্য জবাব দেয় ভারতীয় সেনাও ৷

রবিবারও কুপওয়ারা ও বারামুলার কেরান ও রামপুর সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান সেনা ৷ আর সোমবার সেই একই ছবি ধরা পড়ল পুঞ্চে ৷

এদিকে গত কয়েকদিন ধরে জম্মু-কাশ্মীরে বেড়েছে জঙ্গি হানা ৷ প্রায়ই সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলছে ৷ রবিবারই শোপিয়ানে নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই হয় ৷ মৃত্যু হয় পাঁচ জঙ্গির ৷ কয়েকদিন আগে পুলওয়ামায় জঙ্গিদের সঙ্গে জওয়ানদের সংঘর্ষ বাধে ৷ মৃত্যু হয়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.