ETV Bharat / bharat

ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের - Poonch district

আজ সকাল 10:30 নাগাদ পুঞ্চের মানকোট সেক্টরে মর্টার শেল ছোড়ে পাকিস্তানি সেনা ।

Pakistan violates ceasefire in Jammu-Kashmir's Poonch
Pakistan violates ceasefire in Jammu-Kashmir's Poonch
author img

By

Published : Jul 27, 2020, 1:13 PM IST

পুঞ্চ, 27 জুলাই : ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের । আজ সকালে জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালায় পাকিস্তান সেনা । আজ সকাল 10:30 নাগাদ পুঞ্চের মানকোট সেক্টরে মর্টার শেল ছোড়ে তারা । ভারতীয় জওয়ানরাও যোগ্য জবাব দেয় ।

এর আগে 23 জুলাই পুঞ্চ ও কুপওয়ারা জেলার কাসবা সেক্টরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালায় পাকিস্তানি সেনা । ঘটনায় একজন স্থানীয় জখম হন । চলতি বছরে পাকিস্তানের যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন ও হামলার জেরে 94 জন জখম হয়েছেন ৷ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 21 জন সাধারণ মানুষের ।

পুঞ্চ, 27 জুলাই : ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের । আজ সকালে জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালায় পাকিস্তান সেনা । আজ সকাল 10:30 নাগাদ পুঞ্চের মানকোট সেক্টরে মর্টার শেল ছোড়ে তারা । ভারতীয় জওয়ানরাও যোগ্য জবাব দেয় ।

এর আগে 23 জুলাই পুঞ্চ ও কুপওয়ারা জেলার কাসবা সেক্টরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালায় পাকিস্তানি সেনা । ঘটনায় একজন স্থানীয় জখম হন । চলতি বছরে পাকিস্তানের যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন ও হামলার জেরে 94 জন জখম হয়েছেন ৷ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 21 জন সাধারণ মানুষের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.