ETV Bharat / bharat

নিয়ন্ত্রণরেখার ওপার থেকে ফের গুলি, জখম জওয়ান - নিয়ন্ত্রণরেখার ওপার থেকে ফের গুলি পাকিস্তানের, জখম জওয়ান

ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান । যোগ্য জবাব দেয় ভারতীয় জওয়ানরাও ।

ফাইল ফোটো
author img

By

Published : Oct 1, 2019, 10:33 AM IST

Updated : Oct 1, 2019, 10:40 AM IST

জম্মু ও কাশ্মীর, 1 অক্টোবর : ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান । আজ সকালে জম্মু ও কাশ্মীরের পুঞ্চের শাহপুর ও কিরনি সেক্টরে নিয়ন্ত্রণরেখার ওপার থেকে গুলি চালাতে শুরু করে তারা । যোগ্য জবাব দেয় ভারতীয় জওয়ানরা । এই ঘটনায় খাটুয়া জেলার হীরানগরের মান্যরি পোস্টের এক জওয়ান জখম হয়েছেন । তাঁর চিকিৎসা চলছে ।

আজ সকাল 7টা 45 মিনিট নাগাদ নিয়ন্ত্রণরেখার ওপার থেকে গুলি চালাতে শুরু করে পাকিস্তান । চলতি বছরে পাকিস্তান বিনা প্ররোচনায় 2050 বারের বেশি সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ৷ চলতি বছরে এখনও পর্যন্ত নিয়ন্ত্রণরেখার ওপার থেকে পাকিস্তানের চালানো গুলিতে মারা গেছে 21 জন ভারতীয় জওয়ান ।

জম্মু ও কাশ্মীর, 1 অক্টোবর : ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান । আজ সকালে জম্মু ও কাশ্মীরের পুঞ্চের শাহপুর ও কিরনি সেক্টরে নিয়ন্ত্রণরেখার ওপার থেকে গুলি চালাতে শুরু করে তারা । যোগ্য জবাব দেয় ভারতীয় জওয়ানরা । এই ঘটনায় খাটুয়া জেলার হীরানগরের মান্যরি পোস্টের এক জওয়ান জখম হয়েছেন । তাঁর চিকিৎসা চলছে ।

আজ সকাল 7টা 45 মিনিট নাগাদ নিয়ন্ত্রণরেখার ওপার থেকে গুলি চালাতে শুরু করে পাকিস্তান । চলতি বছরে পাকিস্তান বিনা প্ররোচনায় 2050 বারের বেশি সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ৷ চলতি বছরে এখনও পর্যন্ত নিয়ন্ত্রণরেখার ওপার থেকে পাকিস্তানের চালানো গুলিতে মারা গেছে 21 জন ভারতীয় জওয়ান ।



New Delhi, Oct 01 (ANI): Spotify has added a new feature for podcast lovers. Users can now make their own podcast playlists, combining music and podcasts in a single list. As the official blog explains, users can add podcasts to existing playlists as well. On mobile, simply navigate to a podcast episode you want to listen to, tap on the three dots and then on 'Add to playlist'. Users can choose to add to an existing playlist or create a new playlist from scratch. These custom playlists can also be shared with friends or made public. The feature to create podcast playlists is currently supported only on a mobile.

Last Updated : Oct 1, 2019, 10:40 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.