দিল্লি, 16 জানুয়ারি : সাংহাই কো-অপারেশন অরগানাইজেশনের সম্মেলনে (SCO) ইমরান খানকে আমন্ত্রণ জানাবে ভারত । আজ সাংবাদিক বৈঠকে একথা জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার । বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, চলতি বছরের শেষের দিকে দিল্লিতে এই সম্মেলন হবে । বিধি অনুযায়ী, SCO-র আট সদস্য দেশ, চার পর্যবেক্ষক রাষ্ট্র ও অন্য কয়েকটি দেশ (ডায়ালক পার্টনার)-কে আমন্ত্রণ জানানো হবে ।
আমন্ত্রণ পেলেও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সম্মেলনে যোগ দেবেন কি না, তা নিয়ে ইতিমধ্যে জল্পনা তৈরি হয়েছে । গত বছর পুলওয়ামায় জঙ্গি হামলা, তারপর বালাকোটে সার্জিকাল স্ট্রাইক ইত্যাদি ইশুতে দুই দেশের সম্পর্ক এখন তলানিতে । সম্প্রতি CAA ইশুতেও সরগরম দুই দেশের রাজনীতি । তাই পাকিস্তানের প্রধানমন্ত্রীর আসার সম্ভাবনা কতটা তা নিয়ে প্রশ্ন উঠেছে কূটনৈতিক মহলে । তবে গতবারের সম্মেলনে দুই দেশের প্রধানমন্ত্রীই যোগ দিয়েছিলেন । সেখানে উঠে এসেছিল সন্ত্রাসবাদ ইশু ।
উল্লেখ্য, নিরাপত্তা ও অর্থনীতির উন্নতিতে চিনের নেতৃত্বে মোট আট সদস্যের সংগঠন SCO গড়ে ওঠে । 2017 সালে সদস্য দেশ হিসেবে সেখানে ভারত ও পাকিস্তানের অন্তর্ভুক্তি হয় । 2001 সালে রাশিয়া, চিন, তাজ়িকিস্তান, উজ়বেকিস্তান, কাজ়াখস্তান ও কিরঘিজ় রিপাবলিককে নিয়ে SCO গঠিত হয় । SCO-র চার পর্যবেক্ষক দেশ হল আফগানিস্তান, বেলারুশ, ইরান ও মঙ্গোলিয়া ।
উল্লেখ্য, আজ ভারত সরকারের তরফে অভিযোগ আনা হয়েছিল, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অপব্যবহার করছে পাকিস্তান । ঠিক তার কয়েক ঘণ্টা পরেই ভারতের বিদেশ মন্ত্রকের তরফে SCO সম্মেলনে ইমরান খানকে আমন্ত্রণের বিষয়টি জানানো হয় ।