ETV Bharat / bharat

SCO-র সম্মেলনে ইমরানকে আমন্ত্রণ জানাচ্ছে ভারত - দিল্লিতে সাংঘাই কোঅপারেশন অরগানাইজেশনের সম্মেলন

বছরের শেষ দিকে দিল্লিতে সাংহাই কো-অপারেশন অরগানাইজেশনের সম্মেলন হবে । সেখানে আমন্ত্রণ জানানো হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে।

ছবি
ছবি
author img

By

Published : Jan 16, 2020, 9:38 PM IST

দিল্লি, 16 জানুয়ারি : সাংহাই কো-অপারেশন অরগানাইজেশনের সম্মেলনে (SCO) ইমরান খানকে আমন্ত্রণ জানাবে ভারত । আজ সাংবাদিক বৈঠকে একথা জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার । বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, চলতি বছরের শেষের দিকে দিল্লিতে এই সম্মেলন হবে । বিধি অনুযায়ী, SCO-র আট সদস্য দেশ, চার পর্যবেক্ষক রাষ্ট্র ও অন্য কয়েকটি দেশ (ডায়ালক পার্টনার)-কে আমন্ত্রণ জানানো হবে ।

আমন্ত্রণ পেলেও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সম্মেলনে যোগ দেবেন কি না, তা নিয়ে ইতিমধ্যে জল্পনা তৈরি হয়েছে । গত বছর পুলওয়ামায় জঙ্গি হামলা, তারপর বালাকোটে সার্জিকাল স্ট্রাইক ইত্যাদি ইশুতে দুই দেশের সম্পর্ক এখন তলানিতে । সম্প্রতি CAA ইশুতেও সরগরম দুই দেশের রাজনীতি । তাই পাকিস্তানের প্রধানমন্ত্রীর আসার সম্ভাবনা কতটা তা নিয়ে প্রশ্ন উঠেছে কূটনৈতিক মহলে । তবে গতবারের সম্মেলনে দুই দেশের প্রধানমন্ত্রীই যোগ দিয়েছিলেন । সেখানে উঠে এসেছিল সন্ত্রাসবাদ ইশু ।

উল্লেখ্য, নিরাপত্তা ও অর্থনীতির উন্নতিতে চিনের নেতৃত্বে মোট আট সদস্যের সংগঠন SCO গড়ে ওঠে । 2017 সালে সদস্য দেশ হিসেবে সেখানে ভারত ও পাকিস্তানের অন্তর্ভুক্তি হয় । 2001 সালে রাশিয়া, চিন, তাজ়িকিস্তান, উজ়বেকিস্তান, কাজ়াখস্তান ও কিরঘিজ় রিপাবলিককে নিয়ে SCO গঠিত হয় । SCO-র চার পর্যবেক্ষক দেশ হল আফগানিস্তান, বেলারুশ, ইরান ও মঙ্গোলিয়া ।

উল্লেখ্য, আজ ভারত সরকারের তরফে অভিযোগ আনা হয়েছিল, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অপব্যবহার করছে পাকিস্তান । ঠিক তার কয়েক ঘণ্টা পরেই ভারতের বিদেশ মন্ত্রকের তরফে SCO সম্মেলনে ইমরান খানকে আমন্ত্রণের বিষয়টি জানানো হয় ।

দিল্লি, 16 জানুয়ারি : সাংহাই কো-অপারেশন অরগানাইজেশনের সম্মেলনে (SCO) ইমরান খানকে আমন্ত্রণ জানাবে ভারত । আজ সাংবাদিক বৈঠকে একথা জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার । বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, চলতি বছরের শেষের দিকে দিল্লিতে এই সম্মেলন হবে । বিধি অনুযায়ী, SCO-র আট সদস্য দেশ, চার পর্যবেক্ষক রাষ্ট্র ও অন্য কয়েকটি দেশ (ডায়ালক পার্টনার)-কে আমন্ত্রণ জানানো হবে ।

আমন্ত্রণ পেলেও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সম্মেলনে যোগ দেবেন কি না, তা নিয়ে ইতিমধ্যে জল্পনা তৈরি হয়েছে । গত বছর পুলওয়ামায় জঙ্গি হামলা, তারপর বালাকোটে সার্জিকাল স্ট্রাইক ইত্যাদি ইশুতে দুই দেশের সম্পর্ক এখন তলানিতে । সম্প্রতি CAA ইশুতেও সরগরম দুই দেশের রাজনীতি । তাই পাকিস্তানের প্রধানমন্ত্রীর আসার সম্ভাবনা কতটা তা নিয়ে প্রশ্ন উঠেছে কূটনৈতিক মহলে । তবে গতবারের সম্মেলনে দুই দেশের প্রধানমন্ত্রীই যোগ দিয়েছিলেন । সেখানে উঠে এসেছিল সন্ত্রাসবাদ ইশু ।

উল্লেখ্য, নিরাপত্তা ও অর্থনীতির উন্নতিতে চিনের নেতৃত্বে মোট আট সদস্যের সংগঠন SCO গড়ে ওঠে । 2017 সালে সদস্য দেশ হিসেবে সেখানে ভারত ও পাকিস্তানের অন্তর্ভুক্তি হয় । 2001 সালে রাশিয়া, চিন, তাজ়িকিস্তান, উজ়বেকিস্তান, কাজ়াখস্তান ও কিরঘিজ় রিপাবলিককে নিয়ে SCO গঠিত হয় । SCO-র চার পর্যবেক্ষক দেশ হল আফগানিস্তান, বেলারুশ, ইরান ও মঙ্গোলিয়া ।

উল্লেখ্য, আজ ভারত সরকারের তরফে অভিযোগ আনা হয়েছিল, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অপব্যবহার করছে পাকিস্তান । ঠিক তার কয়েক ঘণ্টা পরেই ভারতের বিদেশ মন্ত্রকের তরফে SCO সম্মেলনে ইমরান খানকে আমন্ত্রণের বিষয়টি জানানো হয় ।

New Delhi, Jan 16 (ANI): MEA Spokesperson Raveesh Kumar on January 16 held the weekly press conference in New Delhi. While addressing the mediapersons, he cleared Ministry's stance on China holding informal closed-door consultation on Kashmir in UNSC. He said that an attempt was made by Pakistan through UNSC member China to misuse the platform but overwhelming majority of UNSC said that UNSC was not the right forum for such issues and it should be discussed bilaterally. "Attempt was made by Pak, through a UNSC member, to misuse the platform. Overwhelming majority of UNSC was of view that UNSC was not the right forum for such issues and it should be discussed bilaterally." "The informal closed door meeting concluded without any outcome. Pakistan's desperate measures to peddle baseless allegation, and present and alarming scenario, it lacked any credibility." He said.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.