ETV Bharat / bharat

সন্ত্রাসবাদে খোলাখুলি মদত দেয় পাকিস্তান, আলোচনায় বসার সম্ভাবনা নেই : বিদেশমন্ত্রী - ভারত

সন্ত্রাসবাদে খোলাখুলি মদত দেয় পাকিস্তান ৷ তা বন্ধ না করা পর্যন্ত আলোচনায় বসার সম্ভাবনা নেই ৷ বললেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷

বিদেশমন্ত্রী
author img

By

Published : Sep 3, 2019, 4:45 AM IST

ব্রাসেলস, 3 সেপ্টেম্বর : সন্ত্রাসবাদে খোলাখুলি মদত দেয় পাকিস্তান ৷ আর্থিক সাহায্য করে জঙ্গি সংগঠনগুলিকে ৷ এগুলি বন্ধ না করা পর্যন্ত পাকিস্তানের সঙ্গে আলোচনার টেবিলে বসার কোনও সম্ভাবনা নেই ৷ সাফ জানিয়ে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷

ইউরোপিয়ান ইউনিয়নের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকের জন্য গত সপ্তাহে ব্রাসেলস গিয়েছেন বিদেশমন্ত্রী ৷ সেদেশের একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন তিনি ৷ সম্প্রতি অ্যামেরিকার একটি সংবাদপত্রে প্রকাশিত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কলাম নিয়ে তাঁকে প্রশ্ন করা হয় ৷ কলামে ইমরান দাবি করেছিলেন, দক্ষিণ এশিয়ার উপর "পরমাণু ছায়া (নিউক্লিয়ার শ্যাডো)" তৈরি হয়েছে ৷ সেজন্য ভারত-পাকিস্তানকে অবিলম্বে আলোচনায় বসতে হবে ৷ এপ্রসঙ্গে তিনি বলেন, ইমরানের কলামটি পড়ার মতো সময় হয়নি তাঁর ৷ তবে পাকিস্তানকে তোপ দেগে বলেন, "এমন নয় যে অন্ধকারের মধ্যে পাকিস্তানে সন্ত্রাসবাদী কার্যকলাপ চলে ৷ বরং তা একেবারে দিবালোকেই হয় ৷"

এই সংক্রান্ত আরও খবর : প্রথমে পরমাণু অস্ত্র প্রয়োগ করব না : ইমরান

সাক্ষাৎকারে কাশ্মীর প্রসঙ্গও উঠে আসে ৷ সংবিধানের 370 ধারা প্রত্যাহারের আগে থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল কাশ্মীরকে ৷ মাঝেমধ্যেই কাশ্মীরের বিভিন্ন এলাকায় জারি হয়েছে 144 ধারা ৷ আবার কখনও শিথিলও হয়েছে ৷ আগামীদিনে ধাপে ধাপে কাশ্মীর থেকে বিধিনিষেধ তুলে নেওয়া হবে বলে আশ্বস্ত করেন বিদেশমন্ত্রী ৷ বলেন, অশান্তির আশঙ্কায় মোতায়েন অতিরিক্ত আধাসামরিক বাহিনীও সরিয়ে নেওয়া হবে ৷ তিনি আরও বলেন, "সত্যি কথা বলতে, ওদের (আধাসামরিক বাহিনী) অন্য কাজও আছে ৷ "

এই সংক্রান্ত আরও খবর : জঙ্গি অনুপ্রবেশে মদত না দিয়ে পাকিস্তানের উচিত স্বাভাবিক আচরণ করা : বিদেশমন্ত্রক

370 ধারা প্রত্যাহারের পর থেকে কাশ্মীরে ব্যাহত হয়েছে ফোন, ইন্টারনেট পরিষেবাও ৷ ল্যান্ডলাইন পরিষেবা কিছুটা স্বাভাবিক হলেও এখনও অমিল মোবাইল ও ইন্টারনেট পরিষেবা ৷ কী কারণে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে সেই ব্যাখ্যাও দেন বিদেশমন্ত্রী ৷ তাঁর কথায়, "কীভাবে একইসঙ্গে একদিকে জঙ্গিদের মধ্যে যোগাযোগ বন্ধ রাখতাম আর অন্যদিকে সাধারণ মানুষের জন্য ইন্টারনেট পরিষেবা চালু রাখতাম ? তা জানতে পারলে খুশি হব আমি ৷"

এই সংক্রান্ত আরও খবর : এখনও থমথমে অন্ততনাগ, বন্ধ দোকানপাট

ব্রাসেলস, 3 সেপ্টেম্বর : সন্ত্রাসবাদে খোলাখুলি মদত দেয় পাকিস্তান ৷ আর্থিক সাহায্য করে জঙ্গি সংগঠনগুলিকে ৷ এগুলি বন্ধ না করা পর্যন্ত পাকিস্তানের সঙ্গে আলোচনার টেবিলে বসার কোনও সম্ভাবনা নেই ৷ সাফ জানিয়ে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷

ইউরোপিয়ান ইউনিয়নের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকের জন্য গত সপ্তাহে ব্রাসেলস গিয়েছেন বিদেশমন্ত্রী ৷ সেদেশের একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন তিনি ৷ সম্প্রতি অ্যামেরিকার একটি সংবাদপত্রে প্রকাশিত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কলাম নিয়ে তাঁকে প্রশ্ন করা হয় ৷ কলামে ইমরান দাবি করেছিলেন, দক্ষিণ এশিয়ার উপর "পরমাণু ছায়া (নিউক্লিয়ার শ্যাডো)" তৈরি হয়েছে ৷ সেজন্য ভারত-পাকিস্তানকে অবিলম্বে আলোচনায় বসতে হবে ৷ এপ্রসঙ্গে তিনি বলেন, ইমরানের কলামটি পড়ার মতো সময় হয়নি তাঁর ৷ তবে পাকিস্তানকে তোপ দেগে বলেন, "এমন নয় যে অন্ধকারের মধ্যে পাকিস্তানে সন্ত্রাসবাদী কার্যকলাপ চলে ৷ বরং তা একেবারে দিবালোকেই হয় ৷"

এই সংক্রান্ত আরও খবর : প্রথমে পরমাণু অস্ত্র প্রয়োগ করব না : ইমরান

সাক্ষাৎকারে কাশ্মীর প্রসঙ্গও উঠে আসে ৷ সংবিধানের 370 ধারা প্রত্যাহারের আগে থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল কাশ্মীরকে ৷ মাঝেমধ্যেই কাশ্মীরের বিভিন্ন এলাকায় জারি হয়েছে 144 ধারা ৷ আবার কখনও শিথিলও হয়েছে ৷ আগামীদিনে ধাপে ধাপে কাশ্মীর থেকে বিধিনিষেধ তুলে নেওয়া হবে বলে আশ্বস্ত করেন বিদেশমন্ত্রী ৷ বলেন, অশান্তির আশঙ্কায় মোতায়েন অতিরিক্ত আধাসামরিক বাহিনীও সরিয়ে নেওয়া হবে ৷ তিনি আরও বলেন, "সত্যি কথা বলতে, ওদের (আধাসামরিক বাহিনী) অন্য কাজও আছে ৷ "

এই সংক্রান্ত আরও খবর : জঙ্গি অনুপ্রবেশে মদত না দিয়ে পাকিস্তানের উচিত স্বাভাবিক আচরণ করা : বিদেশমন্ত্রক

370 ধারা প্রত্যাহারের পর থেকে কাশ্মীরে ব্যাহত হয়েছে ফোন, ইন্টারনেট পরিষেবাও ৷ ল্যান্ডলাইন পরিষেবা কিছুটা স্বাভাবিক হলেও এখনও অমিল মোবাইল ও ইন্টারনেট পরিষেবা ৷ কী কারণে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে সেই ব্যাখ্যাও দেন বিদেশমন্ত্রী ৷ তাঁর কথায়, "কীভাবে একইসঙ্গে একদিকে জঙ্গিদের মধ্যে যোগাযোগ বন্ধ রাখতাম আর অন্যদিকে সাধারণ মানুষের জন্য ইন্টারনেট পরিষেবা চালু রাখতাম ? তা জানতে পারলে খুশি হব আমি ৷"

এই সংক্রান্ত আরও খবর : এখনও থমথমে অন্ততনাগ, বন্ধ দোকানপাট

Sirsa (Haryana), Sep 03 (ANI): Several people staged protest against the abduction and forceful conversion of Sikh girls in Pakistan. The protest was led by Sarabjit Singh's sister Dalbir Kaur. Slogans were raised against Pakistan and Imran Khan. Effigy of Pakistan Prime Minister was burnt by protestors.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.