দিল্লি, 20 সেপ্টেম্বর : পাকিস্থান ইশুতে ফারুক আবদুল্লাকে কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালের । আজ জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার উদ্দেশে তিনি বলেন, " ভারত সবসময় শান্তি চায় । কিন্তু, পাকিস্তান সবসময় বিশ্বাসঘাতকতা করে । ফারুক আবদুল্লার মনে করা উচিত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির কথা । তিনি কথা বলা শুরু করেছিলেন। পাকিস্থানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশারফ ভারতেও এসেছিলেন । কিন্তু, তার বদলে ভারত কী পেল? "
উল্লেখ্য, শনিবার লোকসভার অধিবেশন সীমান্তে উত্তেজনার প্রসঙ্গ তোলেন ফারুক আবদুল্লা । তিনি বলেন, জম্মু কাশ্মীরে উত্তেজনা দিনে দিনে বেড়েই চলেছে । এই পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে ভারতের আলোচনায় বসা উচিত বলে বলেন তিনি ।
এপ্রসঙ্গে আজ কেন্দ্রীয় মন্ত্রী বলেন, " প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 2014 সালে তাঁর শপথ গ্রহণের সময় পাকিস্তানকে আমন্ত্রণ জানান । এর থেকেই স্পষ্ট বোঝা যায় ভারত শান্তি চায় । কিন্তু এর পরিবর্তে ভারত কী পাচ্ছে? " এছাড়াও তিনি বলেন, ভারত সবসময়ই কথা বলতে চায় । জম্মু কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় । তাই, পাকিস্তা অধিকৃত কাশ্মীর ফিরিয়ে দেওয়ার জন্য পাকিস্থানকে বলাও হয়েছে বলেও বলেন কেন্দ্রীয় মন্ত্রী ।
উল্লেখ্য, জম্মু কাশ্মীরে 370 ধারা বাতিলের পর ফারুক আবদুল্লা সহ বেশ কয়েকজন বিচ্ছিন্নতাবাদী নেতাকে গৃহবন্দী রাখা হয় । জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখমন্ত্রীর দাবি, 370 ধারা বাতিলের পর উপত্যকায় কোনও উন্নয়ন হয়নি । এমনকি 4জি নেটওয়ার্ক না থাকায় সাধারণ মানুষ আরও সমস্যায় পড়েছেন বলে দাবি করেন তিনি । এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ছাত্র ছাত্রীরা । কারণ, এখন বেশিরভাগ ক্ষেত্রেই অনলাইনে ক্লাস চলছে । কিন্তু, ইন্টারনেট ঠিকঠাক না থাকায় তাঁরা ঠিক মতো ক্লাস করতে পারছেন না বলে বলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ।