ETV Bharat / bharat

সীমান্তে ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের - পাকিস্তান ভারতের খবর

আজ রাষ্ট্রসংঘের 74তম সাধারণ অধিবেশনে বক্তব্য পেশ করার কথা নরেন্দ্র মোদির ৷ তাঁর পরে ভাষণ দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷ তার আগেই জম্মু ও কাশ্মীর সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের ৷

Pak
author img

By

Published : Sep 27, 2019, 5:18 PM IST

Updated : Sep 27, 2019, 6:24 PM IST

দিল্লি , 27 সেপ্টেম্বর : সীমান্তে ফের সংঘর্ষবিরতির চুক্তি লঙ্ঘন পাকিস্তানের ৷ রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে হল পাকিস্তান হামলা ৷ শহিদ ভারতীয় সেনা বিকাস গুরুঙ্গ ৷

আজ রাষ্ট্রসংঘের 74তম সাধারণ অধিবেশনে বক্তব্য জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর পরে ভাষণ দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷ তার আগেই জম্মু ও কাশ্মীর সীমান্ত রেখায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের ৷

ভারতীয় সেনা সূত্রে খবর , পাকিস্তানের সেনা ঘাঁটি থেকে আজ সকালে হামলা করা হয় ৷ সংবিধানের 370 ধারা প্রত্যাহারের পর থেকেই সীমান্তে শান্তি বজায় রাখেনি পাকিস্তান ৷ 5 অগাস্ট জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷

ভারতের অভিযোগ, পাকিস্তান সীমান্তে শান্তি বজায় রাখেনি ৷ সীমান্ত সন্ত্রাস বাড়িয়ে চলেছে ৷ জম্মু ও কাশ্মীর ভারতের আভ্যন্তরীণ বিষয় ৷ কিন্তু, ইসলামাবাদ বার বার সে-বিষয়ে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ দিল্লির ৷ অ্নযদিকে, পাকিস্তানের অভিযোগ, ভারত জম্মু-কাশ্মীরের সাধারণ মানুষদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করছে ৷

দিল্লি , 27 সেপ্টেম্বর : সীমান্তে ফের সংঘর্ষবিরতির চুক্তি লঙ্ঘন পাকিস্তানের ৷ রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে হল পাকিস্তান হামলা ৷ শহিদ ভারতীয় সেনা বিকাস গুরুঙ্গ ৷

আজ রাষ্ট্রসংঘের 74তম সাধারণ অধিবেশনে বক্তব্য জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর পরে ভাষণ দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷ তার আগেই জম্মু ও কাশ্মীর সীমান্ত রেখায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের ৷

ভারতীয় সেনা সূত্রে খবর , পাকিস্তানের সেনা ঘাঁটি থেকে আজ সকালে হামলা করা হয় ৷ সংবিধানের 370 ধারা প্রত্যাহারের পর থেকেই সীমান্তে শান্তি বজায় রাখেনি পাকিস্তান ৷ 5 অগাস্ট জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷

ভারতের অভিযোগ, পাকিস্তান সীমান্তে শান্তি বজায় রাখেনি ৷ সীমান্ত সন্ত্রাস বাড়িয়ে চলেছে ৷ জম্মু ও কাশ্মীর ভারতের আভ্যন্তরীণ বিষয় ৷ কিন্তু, ইসলামাবাদ বার বার সে-বিষয়ে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ দিল্লির ৷ অ্নযদিকে, পাকিস্তানের অভিযোগ, ভারত জম্মু-কাশ্মীরের সাধারণ মানুষদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করছে ৷

Mumbai, Sep 27 (ANI): Sec 144 CrPC has been imposed in Mumbai's Ballard Estate, where the office of Enforcement Directorate is situated. NCP Chief Sharad Pawar will visit ED office on September 27. The agency will conduct investigation in money laundering case in which he has been named. NCP workers had earlier staged protests after Sharad Pawar along with party leader Ajit Pawar and others were named in Enforcement Case Information Report in Rs 5,000 crore Maharashtra State Co-operative Bank (MSCB) scam case.
Last Updated : Sep 27, 2019, 6:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.