দিল্লি , 27 সেপ্টেম্বর : সীমান্তে ফের সংঘর্ষবিরতির চুক্তি লঙ্ঘন পাকিস্তানের ৷ রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে হল পাকিস্তান হামলা ৷ শহিদ ভারতীয় সেনা বিকাস গুরুঙ্গ ৷
আজ রাষ্ট্রসংঘের 74তম সাধারণ অধিবেশনে বক্তব্য জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর পরে ভাষণ দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷ তার আগেই জম্মু ও কাশ্মীর সীমান্ত রেখায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের ৷
ভারতীয় সেনা সূত্রে খবর , পাকিস্তানের সেনা ঘাঁটি থেকে আজ সকালে হামলা করা হয় ৷ সংবিধানের 370 ধারা প্রত্যাহারের পর থেকেই সীমান্তে শান্তি বজায় রাখেনি পাকিস্তান ৷ 5 অগাস্ট জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷
ভারতের অভিযোগ, পাকিস্তান সীমান্তে শান্তি বজায় রাখেনি ৷ সীমান্ত সন্ত্রাস বাড়িয়ে চলেছে ৷ জম্মু ও কাশ্মীর ভারতের আভ্যন্তরীণ বিষয় ৷ কিন্তু, ইসলামাবাদ বার বার সে-বিষয়ে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ দিল্লির ৷ অ্নযদিকে, পাকিস্তানের অভিযোগ, ভারত জম্মু-কাশ্মীরের সাধারণ মানুষদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করছে ৷