ETV Bharat / bharat

ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের, জবাব ভারতের - বিএসএফ

ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তান রেঞ্জার্সের ৷ BSF জওয়ানদের পালটা জবাব ৷ কোনও হতাহতের খবর নেই ৷ নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনা গতবারের তুলনায় বেশি ৷

pak_violates_ceasefire_along_ib_in_jks-kathua
ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তান রেঞ্জার্সের
author img

By

Published : Oct 17, 2020, 8:21 PM IST

জম্মু, 17 অক্টোবর : ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান রেঞ্জার্স৷ কোনও প্ররোচনা ছাড়াই জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় আন্তর্জাতিক সীমান্ত এলাকার সেনা ছাউনি ও গ্রাম লক্ষ্য করে গতকাল রাতে আচমকাই গুলি ও শেল-বর্ষণ শুরু হয়৷ আজ জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, পানসার-মান্য়রি এলাকায় রাত 9টা 15 মিনিট থেকে লাগাতার রাতভর এই হামলা চালায় পাকিস্তানের রেঞ্জার্স ৷ স্থানীয় বাসিন্দাদের ভূগর্ভস্থ বাঙ্কারে আশ্রয় নিতে হয় ৷ আন্তর্জাতিক সীমান্তে (IB) টহলরত বিএসএফ জওয়ানরা পালটা জবাব দিতে থাকেন৷ যদিও কোনও হতাহতের খবর নেই ৷ দু-পক্ষের গুলিচালনা চলে ভোর 5টা 55 মিনিট অবধি ৷

যদিও জানা গিয়েছে, মান্যরি গ্রামের বছর আটচল্লিশের এক বাসিন্দা অল্প আঘাত পেয়েছেন৷ একটি দোকানের কিছু ক্ষতি হয়েছে৷ সেনা সূত্রে খবর, নিয়ন্ত্রণরেখা বা লাইন অব কন্ট্রোলে (LoC)-এ 6 অক্টোবর পর্যন্ত পাকিস্তানের সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনার সংখ্যা বেড়ে হয়েছে 3,589টি, গত বছরে সংখ্যাটি ছিল 3,168৷ গত সেপ্টেম্বরে সবচেয়ে বেশি 427টি সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে পাকিস্তান৷ মার্চ মাসে সংখ্যাটি ছিল 411, অগস্টে 408৷ জুলাইয়ে 398, এপ্রিল ও জুনে 387টি করে, মে মাসে 382, জানুয়ারিতে 367 ও ফেব্রুয়ারিতে সংঘর্ষবিরতি লঙ্ঘনের সংখ্যা 366৷ চলতি মাসে গত 6 দিনেই সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে 62টি৷

জম্মু, 17 অক্টোবর : ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান রেঞ্জার্স৷ কোনও প্ররোচনা ছাড়াই জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় আন্তর্জাতিক সীমান্ত এলাকার সেনা ছাউনি ও গ্রাম লক্ষ্য করে গতকাল রাতে আচমকাই গুলি ও শেল-বর্ষণ শুরু হয়৷ আজ জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, পানসার-মান্য়রি এলাকায় রাত 9টা 15 মিনিট থেকে লাগাতার রাতভর এই হামলা চালায় পাকিস্তানের রেঞ্জার্স ৷ স্থানীয় বাসিন্দাদের ভূগর্ভস্থ বাঙ্কারে আশ্রয় নিতে হয় ৷ আন্তর্জাতিক সীমান্তে (IB) টহলরত বিএসএফ জওয়ানরা পালটা জবাব দিতে থাকেন৷ যদিও কোনও হতাহতের খবর নেই ৷ দু-পক্ষের গুলিচালনা চলে ভোর 5টা 55 মিনিট অবধি ৷

যদিও জানা গিয়েছে, মান্যরি গ্রামের বছর আটচল্লিশের এক বাসিন্দা অল্প আঘাত পেয়েছেন৷ একটি দোকানের কিছু ক্ষতি হয়েছে৷ সেনা সূত্রে খবর, নিয়ন্ত্রণরেখা বা লাইন অব কন্ট্রোলে (LoC)-এ 6 অক্টোবর পর্যন্ত পাকিস্তানের সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনার সংখ্যা বেড়ে হয়েছে 3,589টি, গত বছরে সংখ্যাটি ছিল 3,168৷ গত সেপ্টেম্বরে সবচেয়ে বেশি 427টি সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে পাকিস্তান৷ মার্চ মাসে সংখ্যাটি ছিল 411, অগস্টে 408৷ জুলাইয়ে 398, এপ্রিল ও জুনে 387টি করে, মে মাসে 382, জানুয়ারিতে 367 ও ফেব্রুয়ারিতে সংঘর্ষবিরতি লঙ্ঘনের সংখ্যা 366৷ চলতি মাসে গত 6 দিনেই সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে 62টি৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.