লাহোর, 19 জানুয়ারি : কাশ্মীর ইশুতে পাকিস্তান "দুর্বলতা" প্রকাশ করেছে ৷ নিজের সরকারের সমালোচনা করে এই মন্তব্য করেন পাকিস্তানের রেলমন্ত্রী তথা প্রধানমন্ত্রী ইমরান খান ঘনিষ্ঠ শেখ রশিদ ৷
তিনি বলেন, কাশ্মীরের জনগণের পাশে রয়েছেন দেখাতে পাকিস্তানের শাসকদল আগামী 5 ফেব্রুয়ারি পর্যন্ত মিছিলের সিদ্ধান্ত নিয়েছে ৷ বলেন, "আমি মনে করি এভাবে আমরা কাশ্মীর ইশুতে নিজেদের দুর্বলতা প্রকাশ করছি ৷ আমি কেবিনেট বৈঠকেও এ বিষয়ে কথা বলেছি ৷ "
সম্প্রতি কাশ্মীরবাসীর পাশে আছি বলে পুনরায় আশ্বস্ত করেছিলেন ইমরান খান ৷ আর তার একদিন পরেই রশিদের এই মন্তব্য ৷
বৃহস্পতিবার একটি টুইট করে ইমরান খান লেখেন, "জম্মু-কাশ্মীর নিয়ে বিতর্কের সমাধান কাশ্মীরের জনগণের ইচ্ছা এবং রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপে হওয়া উচিত ৷ আমরা কাশ্মীরের জনগণের পাশে রয়েছি ৷ তাদের নৈতিক, রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে সহযোগিতা করব ৷"
উল্লেখ্য শুক্রবার ইমরান খান কাশ্মীর প্রসঙ্গে আলোচনার জন্য একটি বৈঠকের ডাক দিয়েছিলেন ৷ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী 5 ফেব্রুয়ারি কাশ্মীর দিবস পালন করা হবে ৷