ETV Bharat / bharat

কাশ্মীর ইশুতে নিজের দুর্বলতা প্রকাশ করেছে ইসলামাবাদ : পাকিস্তানের মন্ত্রী - ইমরান খান

পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ বলেন, "আমি মনে করি এভাবে আমরা কাশ্মীর ইশুতে নিজেদের দুর্বলতা প্রকাশ করছি ৷ আমি কেবিনেট বৈঠকেও এ বিষয়ে কথা বলেছি ৷ "

Pakistan Railway Minister
শেখ রসিদ
author img

By

Published : Jan 19, 2020, 4:53 PM IST

লাহোর, 19 জানুয়ারি : কাশ্মীর ইশুতে পাকিস্তান "দুর্বলতা" প্রকাশ করেছে ৷ নিজের সরকারের সমালোচনা করে এই মন্তব্য করেন পাকিস্তানের রেলমন্ত্রী তথা প্রধানমন্ত্রী ইমরান খান ঘনিষ্ঠ শেখ রশিদ ৷

তিনি বলেন, কাশ্মীরের জনগণের পাশে রয়েছেন দেখাতে পাকিস্তানের শাসকদল আগামী 5 ফেব্রুয়ারি পর্যন্ত মিছিলের সিদ্ধান্ত নিয়েছে ৷ বলেন, "আমি মনে করি এভাবে আমরা কাশ্মীর ইশুতে নিজেদের দুর্বলতা প্রকাশ করছি ৷ আমি কেবিনেট বৈঠকেও এ বিষয়ে কথা বলেছি ৷ "

সম্প্রতি কাশ্মীরবাসীর পাশে আছি বলে পুনরায় আশ্বস্ত করেছিলেন ইমরান খান ৷ আর তার একদিন পরেই রশিদের এই মন্তব্য ৷

বৃহস্পতিবার একটি টুইট করে ইমরান খান লেখেন, "জম্মু-কাশ্মীর নিয়ে বিতর্কের সমাধান কাশ্মীরের জনগণের ইচ্ছা এবং রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপে হওয়া উচিত ৷ আমরা কাশ্মীরের জনগণের পাশে রয়েছি ৷ তাদের নৈতিক, রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে সহযোগিতা করব ৷"

উল্লেখ্য শুক্রবার ইমরান খান কাশ্মীর প্রসঙ্গে আলোচনার জন্য একটি বৈঠকের ডাক দিয়েছিলেন ৷ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী 5 ফেব্রুয়ারি কাশ্মীর দিবস পালন করা হবে ৷

লাহোর, 19 জানুয়ারি : কাশ্মীর ইশুতে পাকিস্তান "দুর্বলতা" প্রকাশ করেছে ৷ নিজের সরকারের সমালোচনা করে এই মন্তব্য করেন পাকিস্তানের রেলমন্ত্রী তথা প্রধানমন্ত্রী ইমরান খান ঘনিষ্ঠ শেখ রশিদ ৷

তিনি বলেন, কাশ্মীরের জনগণের পাশে রয়েছেন দেখাতে পাকিস্তানের শাসকদল আগামী 5 ফেব্রুয়ারি পর্যন্ত মিছিলের সিদ্ধান্ত নিয়েছে ৷ বলেন, "আমি মনে করি এভাবে আমরা কাশ্মীর ইশুতে নিজেদের দুর্বলতা প্রকাশ করছি ৷ আমি কেবিনেট বৈঠকেও এ বিষয়ে কথা বলেছি ৷ "

সম্প্রতি কাশ্মীরবাসীর পাশে আছি বলে পুনরায় আশ্বস্ত করেছিলেন ইমরান খান ৷ আর তার একদিন পরেই রশিদের এই মন্তব্য ৷

বৃহস্পতিবার একটি টুইট করে ইমরান খান লেখেন, "জম্মু-কাশ্মীর নিয়ে বিতর্কের সমাধান কাশ্মীরের জনগণের ইচ্ছা এবং রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপে হওয়া উচিত ৷ আমরা কাশ্মীরের জনগণের পাশে রয়েছি ৷ তাদের নৈতিক, রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে সহযোগিতা করব ৷"

উল্লেখ্য শুক্রবার ইমরান খান কাশ্মীর প্রসঙ্গে আলোচনার জন্য একটি বৈঠকের ডাক দিয়েছিলেন ৷ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী 5 ফেব্রুয়ারি কাশ্মীর দিবস পালন করা হবে ৷

Bareilly (UP), Jan 19 (ANI): RSS Chief Mohan Bhagwat attended "Bhavisya ka Bharat" event in Uttar Pradesh's Bareilly on Jan 19. Addressing the event, Bhagwat said that "'Hindutva' is living together despite diversity defined RSS Chief Mohan Bhagwat." "Constitution says we should try to bring emotional integration. But what is the emotion? That emotion is-this country belongs to us, we are descendant of our great ancestors and we have to live together despite our diversity. This is what we call Hindutva," said RSS Chief.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.