ETV Bharat / bharat

লাদাখের কাছে বিমানহানার সরঞ্জাম মজুত পাকিস্তানের , নজর রাখছে ভারত

370 ধারা বাতিল নিয়ে উত্তেজনার মধ্যেই লাদাখের ওপারে স্কর্দু ঘাঁটিতে বিমানহানার সরঞ্জাম মজুত করছে পাকিস্তান বায়ুসেনা । সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা ANI জানিয়েছে । পাকিস্তান বায়ুসেনার এই ফরোয়ার্ড অপারেটিং বেসে বিমানহানায় সাহায্য করার জন্য সরঞ্জামগুলি আনা হতে পারে । এছাড়াও সূত্র জানিয়েছে, পাকিস্তান খুব সম্ভবত তাদের JF যুদ্ধবিমান স্কর্দু বিমান ঘাঁটিতে এনে রাখতে পারে ।

পাকিস্তান বায়ুসেনার JF-Thunder (ফাইল ফোটো)
author img

By

Published : Aug 12, 2019, 1:12 PM IST

দিল্লি, 12 অগাস্ট : 370 ধারা বাতিল নিয়ে উত্তেজনার মধ্যেই লাদাখের ওপারে স্কর্দু ঘাঁটিতে বিমানহানার সরঞ্জাম মজুত করছে পাকিস্তান বায়ুসেনা । সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা ANI জানিয়েছে, "শনিবার পাকিস্তান বায়ুসেনার তিনটি সি -130 বিমান কেন্দ্রশাসিত লাদাখের ওপারে স্কর্দু বিমান ঘাঁটিতে সরঞ্জাম আনতে ব্যবহার করা হয় । ভারতীয় এজেন্সিগুলি সীমান্তবর্তী অঞ্চলগুলিতে পাকিস্তানিদের চলাফেরার উপর নজর রাখছে ।"

সূত্র আরও জানিয়েছে, পাকিস্তান বায়ুসেনার এই ফরোয়ার্ড অপারেটিং বেসে বিমানহানায় সাহায্য করার জন্য সরঞ্জামগুলি আনা হতে পারে । এছাড়াও সূত্র জানিয়েছে, পাকিস্তান খুব সম্ভবত তাদের JF যুদ্ধবিমান স্কর্দু বিমান ঘাঁটিতে এনে রাখতে পারে । ভারতের বায়ুসেনা ও সেনার সঙ্গে গোয়েন্দা সংস্থাগুলি পাকিস্তানের বায়ুসেনার গতিবিধির উপর কড়া নজর রাখছে ।

জানা যাচ্ছে, পাকিস্তান দীর্ঘদিন আগে অ্যামেরিকার সরবরাহ করা সি -130 ট্রান্সপোর্ট বিমানের পুরানো সংস্করণ ব্যবহার করে । 1988 সালের অগাস্টে একটি সি-130 ট্রান্সপোর্ট বিমানে বোমা বিস্ফোরণ হয় । তাতে মৃত্যু হয় পাকিস্তানের সামরিক শাসক জ়িয়া উল হকের । সূত্র জানাচ্ছে, পাকিস্তান বিমান বাহিনী স্কর্দু বিমানঘাঁটিতে মহড়া চালানোর পরিকল্পনা করছে । সেই কারণে ঘাঁটিতে যুদ্ধবিমান আনা হতে পারে । স্কর্দু হল পাকিস্তান বিমান বাহিনীর একটি ফরোয়ার্ড অপারেটিং বেস ।

দিল্লি, 12 অগাস্ট : 370 ধারা বাতিল নিয়ে উত্তেজনার মধ্যেই লাদাখের ওপারে স্কর্দু ঘাঁটিতে বিমানহানার সরঞ্জাম মজুত করছে পাকিস্তান বায়ুসেনা । সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা ANI জানিয়েছে, "শনিবার পাকিস্তান বায়ুসেনার তিনটি সি -130 বিমান কেন্দ্রশাসিত লাদাখের ওপারে স্কর্দু বিমান ঘাঁটিতে সরঞ্জাম আনতে ব্যবহার করা হয় । ভারতীয় এজেন্সিগুলি সীমান্তবর্তী অঞ্চলগুলিতে পাকিস্তানিদের চলাফেরার উপর নজর রাখছে ।"

সূত্র আরও জানিয়েছে, পাকিস্তান বায়ুসেনার এই ফরোয়ার্ড অপারেটিং বেসে বিমানহানায় সাহায্য করার জন্য সরঞ্জামগুলি আনা হতে পারে । এছাড়াও সূত্র জানিয়েছে, পাকিস্তান খুব সম্ভবত তাদের JF যুদ্ধবিমান স্কর্দু বিমান ঘাঁটিতে এনে রাখতে পারে । ভারতের বায়ুসেনা ও সেনার সঙ্গে গোয়েন্দা সংস্থাগুলি পাকিস্তানের বায়ুসেনার গতিবিধির উপর কড়া নজর রাখছে ।

জানা যাচ্ছে, পাকিস্তান দীর্ঘদিন আগে অ্যামেরিকার সরবরাহ করা সি -130 ট্রান্সপোর্ট বিমানের পুরানো সংস্করণ ব্যবহার করে । 1988 সালের অগাস্টে একটি সি-130 ট্রান্সপোর্ট বিমানে বোমা বিস্ফোরণ হয় । তাতে মৃত্যু হয় পাকিস্তানের সামরিক শাসক জ়িয়া উল হকের । সূত্র জানাচ্ছে, পাকিস্তান বিমান বাহিনী স্কর্দু বিমানঘাঁটিতে মহড়া চালানোর পরিকল্পনা করছে । সেই কারণে ঘাঁটিতে যুদ্ধবিমান আনা হতে পারে । স্কর্দু হল পাকিস্তান বিমান বাহিনীর একটি ফরোয়ার্ড অপারেটিং বেস ।

Sangli (Maharashtra), Aug 12 (ANI): Ahead of the Hindu festival Rakshabandhan, women in Maharashtra's Sangli district were seen tying 'rakhis' on the wrist of Indian Army personnel, Navy and Police officials. The women expressed their gratitude to the soldiers for rescue operations in the flood-hit region. The soldiers in response expressed their gratitude for sharing the celebrations with them. They were also singing a song for them and chanted 'Bharat Mata Ki Jai'.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.