ETV Bharat / bharat

প্রয়াত মহাকাশ বিজ্ঞানী রোদ্দাম নরশিমা - প্রয়াত মহাকাশ বিজ্ঞানী রোদ্দাম নরশিমা

আইআইএসসি-তে 37 বছর অধ্যাপনা করেছেন বিজ্ঞানী রোদ্দাম নরশিমা । মহাকাশ বিজ্ঞানে তাঁর অবদানের স্বীকৃতি স্বরূপ ভারত সরকার তাঁকে পদ্মবিভূষণে ভূষিত করে ।

scientist roddam narasimha dies
প্রয়াত বিজ্ঞানী রোদ্দাম নরশিমা
author img

By

Published : Dec 15, 2020, 11:11 AM IST

Updated : Dec 15, 2020, 11:30 AM IST

বেঙ্গালুরু, 15 ডিসেম্বর : প্রয়াত মহাকাশ বিজ্ঞানী পদ্মবিভূষণ প্রাপ্ত রোদ্দাম নরশিমা । মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে গত 8 ডিসেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 87 । ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি)-এর সঙ্গে একসময় যুক্ত ছিলেন তিনি । তাঁর মৃ্ত্যুতে টুইটে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

স্নায়ুরোগ বিশেষজ্ঞ সুনীল ভি ফুর্তাদো জানান, "বিজ্ঞানীকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়, তখন তাঁর অবস্থা অত্যন্ত খারাপ ছিল । তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছিল ।" চিকিৎসক ফুর্তাদো আরও জানান, 2018 সালে বিজ্ঞানী রোদ্দামের ব্রেনস্ট্রোক হয় । পাশাপাশি তাঁর হৃদযন্ত্রে বেশ কিছু সমস্যা ছিল । বেঙ্গালুরুর রামাইয়া মেমোরিয়াল হাসপাতালে গতকাল রাত সাড়ে আটটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিজ্ঞানী । তাঁর স্ত্রী ও মেয়ে রয়েছেন ।

  • Shri Roddam Narasimha personified the best of India’s tradition of knowledge and enquiry. He was an outstanding scientist, passionate about leveraging the power of science and innovation for India’s progress. Pained by his demise. Condolences to his family and friends. Om Shanti.

    — Narendra Modi (@narendramodi) December 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : বিশ্বের সেরা বিজ্ঞানী ও গবেষকদের তালিকায় ভারতের 1500

1933 সালের 20 জুলাই বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন রোদ্দাম নরশিমা । মহাকাশ বিজ্ঞানে তাঁর অবদান অনস্বীকার্য । 1962 থেকে 1999 সাল পর্যন্ত আইআইএসসি-তে মহাকাশ বিজ্ঞান বিষয়ে অধ্যাপনা করেছেন । ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরিজ়-এ 1984 থেকে 1993 সাল পর্যন্ত ডিরেক্টর পদে ছিলেন । 2004 তেকে 2014 পর্যন্ত বেঙ্গালুরুর জওহরলাল নেহরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিসার্চের ইঞ্জিনিয়ারিং মেকানিকসের চেয়ারপার্সনও ছিলেন রোদ্দাম ।

আরও পড়ুন : প্রয়াত বিজ্ঞানী গোবিন্দ স্বরূপ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

মহাকাশ বিজ্ঞানে তাঁর অবদানের স্বীকৃতি স্বরূপ 2013 সালে তাঁকে পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত করে ভারত সরকার । দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের কাছের মানুষদের অন্যতম ছিলেন । তাঁরা যৌথভাবে 'ডেভেলপমেন্টস ইন ফ্লুইড মেকানিকস অ্যান্ড স্পেস টেকনোলজি' নামে একটি বই লেখেন । ডঃ কালামের পাশাপাশি সি এন আর রাওয়েরও ঘনিষ্ঠ ছিলেন রোদ্দাম নরশিমা । ভারতের রকেট বিজ্ঞানী সতীশ ধাওয়ানের ছাত্রও ছিলেন তিনি ।

বেঙ্গালুরু, 15 ডিসেম্বর : প্রয়াত মহাকাশ বিজ্ঞানী পদ্মবিভূষণ প্রাপ্ত রোদ্দাম নরশিমা । মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে গত 8 ডিসেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 87 । ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি)-এর সঙ্গে একসময় যুক্ত ছিলেন তিনি । তাঁর মৃ্ত্যুতে টুইটে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

স্নায়ুরোগ বিশেষজ্ঞ সুনীল ভি ফুর্তাদো জানান, "বিজ্ঞানীকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়, তখন তাঁর অবস্থা অত্যন্ত খারাপ ছিল । তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছিল ।" চিকিৎসক ফুর্তাদো আরও জানান, 2018 সালে বিজ্ঞানী রোদ্দামের ব্রেনস্ট্রোক হয় । পাশাপাশি তাঁর হৃদযন্ত্রে বেশ কিছু সমস্যা ছিল । বেঙ্গালুরুর রামাইয়া মেমোরিয়াল হাসপাতালে গতকাল রাত সাড়ে আটটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিজ্ঞানী । তাঁর স্ত্রী ও মেয়ে রয়েছেন ।

  • Shri Roddam Narasimha personified the best of India’s tradition of knowledge and enquiry. He was an outstanding scientist, passionate about leveraging the power of science and innovation for India’s progress. Pained by his demise. Condolences to his family and friends. Om Shanti.

    — Narendra Modi (@narendramodi) December 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : বিশ্বের সেরা বিজ্ঞানী ও গবেষকদের তালিকায় ভারতের 1500

1933 সালের 20 জুলাই বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন রোদ্দাম নরশিমা । মহাকাশ বিজ্ঞানে তাঁর অবদান অনস্বীকার্য । 1962 থেকে 1999 সাল পর্যন্ত আইআইএসসি-তে মহাকাশ বিজ্ঞান বিষয়ে অধ্যাপনা করেছেন । ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরিজ়-এ 1984 থেকে 1993 সাল পর্যন্ত ডিরেক্টর পদে ছিলেন । 2004 তেকে 2014 পর্যন্ত বেঙ্গালুরুর জওহরলাল নেহরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিসার্চের ইঞ্জিনিয়ারিং মেকানিকসের চেয়ারপার্সনও ছিলেন রোদ্দাম ।

আরও পড়ুন : প্রয়াত বিজ্ঞানী গোবিন্দ স্বরূপ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

মহাকাশ বিজ্ঞানে তাঁর অবদানের স্বীকৃতি স্বরূপ 2013 সালে তাঁকে পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত করে ভারত সরকার । দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের কাছের মানুষদের অন্যতম ছিলেন । তাঁরা যৌথভাবে 'ডেভেলপমেন্টস ইন ফ্লুইড মেকানিকস অ্যান্ড স্পেস টেকনোলজি' নামে একটি বই লেখেন । ডঃ কালামের পাশাপাশি সি এন আর রাওয়েরও ঘনিষ্ঠ ছিলেন রোদ্দাম নরশিমা । ভারতের রকেট বিজ্ঞানী সতীশ ধাওয়ানের ছাত্রও ছিলেন তিনি ।

Last Updated : Dec 15, 2020, 11:30 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.