ETV Bharat / bharat

জল সংরক্ষণে দিশা দেখাচ্ছেন পদ্মশ্রী বলবীর সিং সিচেওয়াল

সন্ত বলবীর সিং সিচেওয়ালের 20 বছরের কঠোর পরিশ্রম দেশকে একটি সহজ এবং সাশ্রয়ী মডেল দিয়েছে ৷ এমনকী সেটা সরকারও করতে পারেনি ৷ তিনি এটি একটি গণ আন্দোলনের মাধ্যমে করেছেন ৷ আজ থেকে 20 বছর আগে 2000 সালের 15 জুলাই সিচেওয়াল জলন্ধরের কালী বেন নদী পরিষ্কারের কাজ শুরু করেন ৷

author img

By

Published : Aug 1, 2020, 9:53 AM IST

পদ্মশ্রী সন্ত বলবীর সিং সচওয়ালা
পদ্মশ্রী সন্ত বলবীর সিং সচওয়ালা

পাঞ্জাবি ভাষায় অব কথার অর্থ জল ৷ ঝিলুম, রবি, চেনাব, ব্যাস ও সুতলেজ এই পাঁচটি নদীতে পরিবেষ্টিত পঞ্জাব ৷ কিন্তু দেশভাগের সময় এই নদীগুলিও ভাগ হয়ে যায় ৷ কিন্তু যত দিন যাচ্ছে উন্নয়নের ফলে নদীগুলি দূষিত ও খালগুলি ময়লা হয়ে যাচ্ছে ৷ মাটির তলার জলের স্তরও নেমে যাচ্ছে ৷ ফলে একাধিক রোগের প্রার্দুভাব হচ্ছে ৷ কিন্তু এতকিছুর মধ্যেও পদ্মশ্রী সন্ত বলবীর সিং সিচেওয়াল আশার আলো জাগাচ্ছেন ৷

সন্ত বালবীর সিং সিচেওয়ালের 20 বছরের কঠোর পরিশ্রম দেশকে একটি সহজ এবং সাশ্রয়ী মডেল দিয়েছে ৷ এমনকী সেটা সরকারও করতে পারেনি ৷ তিনি এটি একটি গণ আন্দোলনের মাধ্যমে করেছেন ৷ আজ থেকে 20 বছর আগে 2000 সালের 15 জুলাই সিচেওয়াল জলন্ধরের কালী বেন নদী পরিষ্কারের কাজ শুরু করেন ৷ বর্তমানে তিনি নিজেই একটা উদাহরণ ৷

বলবীর সিং শুরু তো করেছিলেন ৷ কিন্তু কাজটা সহজ ছিল না ৷ তিনি নিজেই জলে নেমে আগাছা ও বন্য গাছ তুলে ফেলতে থাকেন ৷ তাঁকে দেখে প্রায় 12 টি গ্রামের লোকে নদী পরিষ্কারের কাজে নেমে পড়েন ৷ বর্তমানে এর ফলাফল আমাদের সবার সামনে ৷

জল সংরক্ষণে নতুন দিশা দেখাচ্ছেন বলবীর সিং সিচেওয়াল

কালী বেন নদী পরিষ্কারের পর সন্ত সিচেওয়ালের পরবর্তী মিশন জলের অপচয় বন্ধ করে মাটির নিচে জলস্তর বৃদ্ধি করা ৷ এরজন্য সুলতানপুর লোধি ড্রেনের পাশে খননকাজ করে বৃষ্টির জল সংরক্ষণ করার ব্যবস্থা করেছেন ৷

তিনি ময়লা জল পরিষ্কার করার জন্য একটি ট্রিটমেন্ট প্লান্ট করার জন্য আবেদন করেছেন ৷ প্লান্টগুলি তৈরি হওয়ার পর ময়লা জল চাষের কাজে ব্যবহার করা যাবে ৷ এমনকী কুয়ো খুঁড়ে তিনি নিজের গ্রামে জল সংরক্ষণ শুরু করেছেন ৷ যেটা ক্রমেই অন্য গ্রাম ও শহরে ছড়িয়ে পড়ছে ৷ পুকুরে জল জমা করার আগে কুয়োতেই প্রাথমিকভাবে জল পরিষ্কার করা হচ্ছে ৷ এভাবে কোনও মেশিনের ব্যবহার না করেই পরিষ্কার জল সংরক্ষণ করা যাচ্ছে ৷

2006 সালে তৎকালীন রাষ্ট্রপতি ডঃ এপিজে আবদুল কালাম সিচেওয়ালের সঙ্গে দেখা করতে আসেন ৷ তিনি সিচেওয়ালের উদ্যোগকে একটি মহৎ কাজ বলে বর্ণনা করেন ৷ সিচেওয়ালের এই মহৎ কাজ কালী বেন নদীকে একটি নতুন রূপ দিয়েছে ৷ তাঁর এই মহৎ কাজ দেখে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করে ৷

পাঞ্জাবি ভাষায় অব কথার অর্থ জল ৷ ঝিলুম, রবি, চেনাব, ব্যাস ও সুতলেজ এই পাঁচটি নদীতে পরিবেষ্টিত পঞ্জাব ৷ কিন্তু দেশভাগের সময় এই নদীগুলিও ভাগ হয়ে যায় ৷ কিন্তু যত দিন যাচ্ছে উন্নয়নের ফলে নদীগুলি দূষিত ও খালগুলি ময়লা হয়ে যাচ্ছে ৷ মাটির তলার জলের স্তরও নেমে যাচ্ছে ৷ ফলে একাধিক রোগের প্রার্দুভাব হচ্ছে ৷ কিন্তু এতকিছুর মধ্যেও পদ্মশ্রী সন্ত বলবীর সিং সিচেওয়াল আশার আলো জাগাচ্ছেন ৷

সন্ত বালবীর সিং সিচেওয়ালের 20 বছরের কঠোর পরিশ্রম দেশকে একটি সহজ এবং সাশ্রয়ী মডেল দিয়েছে ৷ এমনকী সেটা সরকারও করতে পারেনি ৷ তিনি এটি একটি গণ আন্দোলনের মাধ্যমে করেছেন ৷ আজ থেকে 20 বছর আগে 2000 সালের 15 জুলাই সিচেওয়াল জলন্ধরের কালী বেন নদী পরিষ্কারের কাজ শুরু করেন ৷ বর্তমানে তিনি নিজেই একটা উদাহরণ ৷

বলবীর সিং শুরু তো করেছিলেন ৷ কিন্তু কাজটা সহজ ছিল না ৷ তিনি নিজেই জলে নেমে আগাছা ও বন্য গাছ তুলে ফেলতে থাকেন ৷ তাঁকে দেখে প্রায় 12 টি গ্রামের লোকে নদী পরিষ্কারের কাজে নেমে পড়েন ৷ বর্তমানে এর ফলাফল আমাদের সবার সামনে ৷

জল সংরক্ষণে নতুন দিশা দেখাচ্ছেন বলবীর সিং সিচেওয়াল

কালী বেন নদী পরিষ্কারের পর সন্ত সিচেওয়ালের পরবর্তী মিশন জলের অপচয় বন্ধ করে মাটির নিচে জলস্তর বৃদ্ধি করা ৷ এরজন্য সুলতানপুর লোধি ড্রেনের পাশে খননকাজ করে বৃষ্টির জল সংরক্ষণ করার ব্যবস্থা করেছেন ৷

তিনি ময়লা জল পরিষ্কার করার জন্য একটি ট্রিটমেন্ট প্লান্ট করার জন্য আবেদন করেছেন ৷ প্লান্টগুলি তৈরি হওয়ার পর ময়লা জল চাষের কাজে ব্যবহার করা যাবে ৷ এমনকী কুয়ো খুঁড়ে তিনি নিজের গ্রামে জল সংরক্ষণ শুরু করেছেন ৷ যেটা ক্রমেই অন্য গ্রাম ও শহরে ছড়িয়ে পড়ছে ৷ পুকুরে জল জমা করার আগে কুয়োতেই প্রাথমিকভাবে জল পরিষ্কার করা হচ্ছে ৷ এভাবে কোনও মেশিনের ব্যবহার না করেই পরিষ্কার জল সংরক্ষণ করা যাচ্ছে ৷

2006 সালে তৎকালীন রাষ্ট্রপতি ডঃ এপিজে আবদুল কালাম সিচেওয়ালের সঙ্গে দেখা করতে আসেন ৷ তিনি সিচেওয়ালের উদ্যোগকে একটি মহৎ কাজ বলে বর্ণনা করেন ৷ সিচেওয়ালের এই মহৎ কাজ কালী বেন নদীকে একটি নতুন রূপ দিয়েছে ৷ তাঁর এই মহৎ কাজ দেখে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.