ETV Bharat / bharat

শোবেন খাটে, খাবেন ডাল-রুটি ; তিহার-'যাত্রার' পথেও অর্থনীতি নিয়ে চিন্তিত চিদম্বরম ! - তিহার জেলে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম

আদালতের নির্দেশের পরই দিল্লি পুলিশের কনভয় রওনা দেয় তিহারের উদ্দেশে । ভ্যানে একাই ছিলেন চিদম্বরম । আগামী 14 দিন (19 সেপ্টেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেপাজত দেওয়া হয়েছে) জেলের ডাল-রুটিই খেতে হবে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ।

তিহার জেলের পথে প্রাক্তন অর্থমন্ত্রী
author img

By

Published : Sep 6, 2019, 2:35 AM IST

দিল্লি, 6 সেপ্টেম্বর : কিছুক্ষণ আগেই শুনেছেন তাঁকে তিহার জেলে যেতে হবে । মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলেন । সন্ধ্যার দিকে আদালতের বাইরে এলেন । সাংবাদিকরা একপ্রকার ঝাঁপিয়ে পড়ল । ধেয়ে এল প্রশ্ন । কিছুটা হাসলেন । নির্লিপ্ত হাসি নিয়েই বললেন, "দেশের অর্থনীতি নিয়েই বেশি চিন্তিত ।"

INX দুর্নীতি মামলায় এতদিন ছিলেন CBI হেপাজতে । গতকাল সন্ধ্যার পর থেকে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের ঠাঁই হল তিহার জেল । আইনজীবীরা চেষ্টা করেছিলেন । বয়সের 'দোহাই'ও দেওয়া হয়েছিল । কিছুতেই কিছু হয়নি । আপাতত আগামী দু'সপ্তাহ তিহার জেলেই কাটবে চিদম্বরমের ।

74-এর চিদম্বরম থাকবেন 7 নম্বর জেলের নয় নম্বর ওয়ার্ডে । 7 নম্বর জেলে বন্দী আছে 600-700 । বেশিরভাগই মহিলাদের উপর অত্যাচারের ঘটনায় অভিযুক্ত । যদিও এই ব্লক আর্থিক তছরুপে অভিযুক্তদেরই জায়গা । একসময় এই তিহার জেলেই রাত কেটেছে পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমের ।

P Chidambaram, Tihar Jail
আদালতের পথে

গতকাল CBI-এর বিশেষ আদালতে চিদম্বরমের 'তিহার-যাত্রা' রুখতে অনেক চেষ্টা করেন আইনজীবী কপিল সিব্বল । শেষপর্যন্ত কিছু বিশেষ সুবিধা আদায় করে নেন । এর মধ্যে রয়েছে চিদম্বরমের জন্য আলাদা সেল, একটি খাট (তিনি মাটিতে শুতে পারেন না আবার তিহার জেলে অন্য বন্দীদের খাটে শোওয়ার অনুমতি নেই), ওয়েস্টার্ন-স্টাইল বাথরুম, নিরাপত্তা ও ওষুধ ।

আদালতের নির্দেশের পরই দিল্লি পুলিশের কনভয় রওনা দেয় তিহারের উদ্দেশে । ভ্যানে একাই ছিলেন চিদম্বরম । মাঝে মাঝে চেনা-পরিচিত সাংবাদিকদের দেখে হেসেছেন ।

এত বড় একজন রাজনীতিবিদ জেলে আসছেন । স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে চিন্তিত সকলে । যদিও তিহার জেলের ডিরেক্টর জেনেরাল সন্দীপ গোয়েল বলেন, "জেল জেলই । আমরা শুধু আদালতের নির্দেশ মানব । কাউকে অতিরিক্ত সুবিধা দেওয়া হবে না ।" তিনি জানান, অন্য বন্দীদের মতোই চিদম্বরমকে দেখা হবে ।

P Chidambaram, Tihar Jail
কীসের ইঙ্গিত ?

আগামী 14 দিন (19 সেপ্টেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেপাজত দেওয়া হয়েছে) জেলের ডাল-রুটিই খেতে হবে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে । জেল ক্যান্টিন থেকেও খেতে পারেন । সকালে উঠে অন্য বন্দীদের মতো প্রার্থনায় অংশ নিতে হবে ।

এর আগে মোট 15 দিন CBI হেপাজতে ছিলেন চিদম্বরম । সূত্রের খবর, 90 ঘণ্টায় তাঁকে 400-র বেশি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে । বেশিরভাগই INX দুর্নীতি সংক্রান্ত । শেষ দু'দিন শুধু তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়নি ।

P Chidambaram, Tihar Jail
তিহার জেলেই কাটবে সময়

পি চিদম্বরমের বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন 2007 সালে বিদেশ থেকে 305 কোটি টাকার তহবিল পাওয়ার জন্য INX মিডিয়াকে বিশেষ সুবিধা পাইয়ে দিয়েছিলেন তিনি । এর বিনিময়ে তাঁর ছেলে কার্তি চিদম্বরমের সংস্থাকে বিরাট অঙ্কের ঘুষ দেয় INX মিডিয়া । যদিও চিদম্বরম ও তাঁর ছেলে সব অভিযোগ অস্বীকার করে আসছেন । তাঁদের দাবি ধোপে টেকেনি । 21 অগাস্ট রাতে গ্রেপ্তার করা হয় চিদম্বরম । আগেই গ্রেপ্তার হয়েছিলেন কার্তি ।

INX দুর্নীতি কাণ্ডে চিদম্বরমের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ দায়ের করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) । এই মামলার শুনানিও চলছে জোরকদমে ।

দিল্লি, 6 সেপ্টেম্বর : কিছুক্ষণ আগেই শুনেছেন তাঁকে তিহার জেলে যেতে হবে । মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলেন । সন্ধ্যার দিকে আদালতের বাইরে এলেন । সাংবাদিকরা একপ্রকার ঝাঁপিয়ে পড়ল । ধেয়ে এল প্রশ্ন । কিছুটা হাসলেন । নির্লিপ্ত হাসি নিয়েই বললেন, "দেশের অর্থনীতি নিয়েই বেশি চিন্তিত ।"

INX দুর্নীতি মামলায় এতদিন ছিলেন CBI হেপাজতে । গতকাল সন্ধ্যার পর থেকে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের ঠাঁই হল তিহার জেল । আইনজীবীরা চেষ্টা করেছিলেন । বয়সের 'দোহাই'ও দেওয়া হয়েছিল । কিছুতেই কিছু হয়নি । আপাতত আগামী দু'সপ্তাহ তিহার জেলেই কাটবে চিদম্বরমের ।

74-এর চিদম্বরম থাকবেন 7 নম্বর জেলের নয় নম্বর ওয়ার্ডে । 7 নম্বর জেলে বন্দী আছে 600-700 । বেশিরভাগই মহিলাদের উপর অত্যাচারের ঘটনায় অভিযুক্ত । যদিও এই ব্লক আর্থিক তছরুপে অভিযুক্তদেরই জায়গা । একসময় এই তিহার জেলেই রাত কেটেছে পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমের ।

P Chidambaram, Tihar Jail
আদালতের পথে

গতকাল CBI-এর বিশেষ আদালতে চিদম্বরমের 'তিহার-যাত্রা' রুখতে অনেক চেষ্টা করেন আইনজীবী কপিল সিব্বল । শেষপর্যন্ত কিছু বিশেষ সুবিধা আদায় করে নেন । এর মধ্যে রয়েছে চিদম্বরমের জন্য আলাদা সেল, একটি খাট (তিনি মাটিতে শুতে পারেন না আবার তিহার জেলে অন্য বন্দীদের খাটে শোওয়ার অনুমতি নেই), ওয়েস্টার্ন-স্টাইল বাথরুম, নিরাপত্তা ও ওষুধ ।

আদালতের নির্দেশের পরই দিল্লি পুলিশের কনভয় রওনা দেয় তিহারের উদ্দেশে । ভ্যানে একাই ছিলেন চিদম্বরম । মাঝে মাঝে চেনা-পরিচিত সাংবাদিকদের দেখে হেসেছেন ।

এত বড় একজন রাজনীতিবিদ জেলে আসছেন । স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে চিন্তিত সকলে । যদিও তিহার জেলের ডিরেক্টর জেনেরাল সন্দীপ গোয়েল বলেন, "জেল জেলই । আমরা শুধু আদালতের নির্দেশ মানব । কাউকে অতিরিক্ত সুবিধা দেওয়া হবে না ।" তিনি জানান, অন্য বন্দীদের মতোই চিদম্বরমকে দেখা হবে ।

P Chidambaram, Tihar Jail
কীসের ইঙ্গিত ?

আগামী 14 দিন (19 সেপ্টেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেপাজত দেওয়া হয়েছে) জেলের ডাল-রুটিই খেতে হবে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে । জেল ক্যান্টিন থেকেও খেতে পারেন । সকালে উঠে অন্য বন্দীদের মতো প্রার্থনায় অংশ নিতে হবে ।

এর আগে মোট 15 দিন CBI হেপাজতে ছিলেন চিদম্বরম । সূত্রের খবর, 90 ঘণ্টায় তাঁকে 400-র বেশি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে । বেশিরভাগই INX দুর্নীতি সংক্রান্ত । শেষ দু'দিন শুধু তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়নি ।

P Chidambaram, Tihar Jail
তিহার জেলেই কাটবে সময়

পি চিদম্বরমের বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন 2007 সালে বিদেশ থেকে 305 কোটি টাকার তহবিল পাওয়ার জন্য INX মিডিয়াকে বিশেষ সুবিধা পাইয়ে দিয়েছিলেন তিনি । এর বিনিময়ে তাঁর ছেলে কার্তি চিদম্বরমের সংস্থাকে বিরাট অঙ্কের ঘুষ দেয় INX মিডিয়া । যদিও চিদম্বরম ও তাঁর ছেলে সব অভিযোগ অস্বীকার করে আসছেন । তাঁদের দাবি ধোপে টেকেনি । 21 অগাস্ট রাতে গ্রেপ্তার করা হয় চিদম্বরম । আগেই গ্রেপ্তার হয়েছিলেন কার্তি ।

INX দুর্নীতি কাণ্ডে চিদম্বরমের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ দায়ের করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) । এই মামলার শুনানিও চলছে জোরকদমে ।

Ahmedabad (Gujarat), Sep 05 (ANI): A three-storey building collapsed in Gujarat's Ahmedabad on September 05. The incident took place in Amraiwadi area of Ahmedabad. As per the information given by Chief Fire Officer of Gujarat MF Dastoor, around three persons have lost their life in this mishappening. Rescue operation and further investigation is still underway.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.