ETV Bharat / bharat

চিদম্বরমকে গ্রেপ্তার করল CBI, আগামীকাল আদালতে পেশ - undefined

27 ঘণ্টা খোঁজ পাওয়া যাচ্ছিল না প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের ৷ অবশেষে সামনে আসেন তিনি ৷ কিছুক্ষণ পরই তাঁর বাড়িতে পৌঁছান CBI আধিকারিকরা ৷ গ্রেপ্তার করা হয় তাঁকে ৷

চিদম্বরম
author img

By

Published : Aug 21, 2019, 8:52 PM IST

Updated : Aug 22, 2019, 12:54 AM IST

দিল্লি, 21 অগাস্ট : দিনের শুরুটা দেখে হয়তো রাতের অন্ধকারের আভাস পাওয়া যায় ৷ দিনের আলো-ই হয়তো রাতের অন্ধকারের গাঢ়ত্ব জানান দেয় ৷ সম্ভবত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের গ্রেপ্তারির নাটকে এটাই হতে পারে দিনের ট্যাগ লাইন ৷

নাটক-প্রতিবাদ-জল্পনা-27 ঘণ্টা পর আত্মপ্রকাশ কিছুই বাকি রইল না চিদম্বরম-ঘটনাপ্রবাহে ৷ অবশেষে CBI-র হাতে গ্রেপ্তার হলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী পি চিদম্বরম ৷ যেন ইতিহাসেরই বৃত্ত সম্পূর্ণ হল ৷ 2010 সাল সোহরাবউদ্দিন মামলায় গ্রেপ্তার করা হয়েছিল অমিত শাহকে ৷ তখন পি চিদম্বরম ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ আর আজ চিদম্বরমকে গ্রেপ্তার করা হল, যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

P Chidambaram
সাংবাদিক বৈঠকে চিদম্বরম

INX মিডিয়া দুর্নীতি মামলায় খাঁড়াটা ঝুলছিল বেশ কিছুদিন ধরেই ৷ অভিযোগ ছিল, 4.5 কোটির বদলে 350 কোটি টাকা বেআইনি পথে দেশে আনার মূল ষড়যন্ত্রী ছিলেন প্রাক্তন এই অর্থমন্ত্রী ৷ নিজের ছেলে কার্তি চিদম্বরমের সংস্থাকে বেআইনিভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে ৷ এই অভিযোগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে নিজেদের হেপাজতে নিয়ে তদন্ত করার আর্জি জানিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI ৷ এই আর্জির বিরুদ্ধে আগাম জামিনের আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টে গেছিলেন চিদম্বরম ৷ কিন্তু মঙ্গলবারই সেই আর্জি খারিজ করে দিয়ে চিদম্বরমকেই মূল চক্রান্তকারী বলে উল্লেখ করে আদালত ৷ তারপরই তাঁর বাড়িতে পৌঁছান CBI ও ED-র আধিকারিকরা ৷ কিন্তু বাড়িতে পাওয়া তো দূরের কথা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মোবাইল টাওয়ারের হদিশ পর্যন্ত পাননি তাঁরা ৷ এরপর বেশ কয়েক দফায় অভিযান চালানোর পর চিদম্বরমের বাড়িতেই লুকআউট নোটিশ লাগিয়ে দিয়ে আসে CBI ৷ দু'ঘণ্টার মধ্যে CBI দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে ৷

মঙ্গলবার যেখানে শেষ হয়েছিল বুধবার সকাল যেন সেখান থেকেই শুরু হল চিদম্বরম-পর্ব ৷ মঙ্গলবারই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে গেছিলেন চিদম্বরমের আইনজীবী কপিল সিব্বল ও অভিষেক মনু সিংভিরা ৷ জরুরি ভিত্তিতে প্রধান বিচারপতির এজলাসে মামলার শুনানির আবেদন জানিয়েছিলেন তাঁরা ৷ কিন্তু অযোধ্যা মামলার দৈনিক শুনানিতে ব্যস্ত প্রধান বিচারপতি রঞ্জন গগৈর তরফে জানানো হয়, কোনও ভাবেই এই আবেদন রক্ষা করা সম্ভব নয় ৷ পাশাপাশি শুক্রবার শুনানির দিন ঘোষণা করা হয় ৷ পরিস্থিতি যা দাঁড়ায় তাতে যেকোনও মুহূর্তে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল ৷

P Chidambaram
চিদম্বরমের বাড়িরে সামনে কড়া নিরাপত্তা

ইতিমধ্যেই সহ-যোদ্ধার পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন রাহুল গান্ধি-প্রিয়াঙ্কা গান্ধিরা ৷ সুপ্রিম কোর্টে শুনানির দিন শুক্রবার ঘোষণা হওয়ার পরই মাত্র আধঘণ্টার নোটিশে সাংবাদিক সম্মেলন ডাকে কংগ্রেস ৷ জানানো হয় সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকবেন অভিষেক মনু সিংভি, কপিল সিব্বলরা ৷ শুরু হয় সাংবাদিক বৈঠক ৷ ঠিক তখনই নাটকীয় মোড় নেয় চিদম্বরম-পর্ব ৷ 27 ঘণ্টা পর প্রকাশ্যে আসেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম ৷ দাবি করেন তিনি নির্দোষ ৷ তাঁর কথায়, "আমি কোথাও পালিয়ে যাইনি ৷ দিল্লিতেই ছিলাম ৷ আইনজীবীদের সঙ্গে আলোচনা করছিলাম ৷"

দেখুন ভিডিয়ো

সাংবাদিক বৈঠক সেরে তড়িঘড়ি নিজের জোরবাগের বাড়িতে ফেরেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ প্রায় একই সঙ্গে তাঁকে ধাওয়া করে বাড়ি পৌঁছায় 15-20 জনের CBI আধিকারিকদের দল ৷ তখন প্রাক্তন মন্ত্রীর বাড়ির দরজা বন্ধ ছিল ৷ পাঁচিল টপকে ভিতরে ঢোকেন কয়েকজন ৷ ভিতর থেকে তাঁরা দরজা খোলেন ৷ বাড়ির ভিতরে ঢোকেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা ৷ ঠিক তখনই বাড়ির অপর প্রান্তে উপস্থিত ED-র আধিকারিকরা ৷ দফায় দফায় চলে চিদম্বরমকে জেরা ৷ 28 ঘণ্টা পর গ্রেপ্তার করা হয় প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ৷ নিজেদের গাড়িতে করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে দপ্তরে নিয়ে যায় CBI ৷ আগামীকাল সম্ভবত তাঁকে আদালতে পেশ করা হবে ৷

P Chidambaram
চিদম্বরমের গাড়িতে কংগ্রেস সমর্থক

চিদম্বরমকে যখন গ্রেপ্তার করতে তাঁর জোরবাগের বাড়ির সামনে হাজির CBI-ED এবং দিল্লি পুলিশের শীর্ষ কর্তারা ৷ তখন তাঁর বাড়ির সামনে বিক্ষোভে কংগ্রেস সমর্থকরা ৷ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৈষম্যমূলক নীতির প্রতিবাদ জানিয়ে সরব হন তাঁরা ৷ রাস্তায় বসে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা ৷ যদিও সব বাধা উপেক্ষা করেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে নিজেদের গাড়িতে করে দপ্তরের দিকে রওনা দেয় CBI ৷

দিল্লি, 21 অগাস্ট : দিনের শুরুটা দেখে হয়তো রাতের অন্ধকারের আভাস পাওয়া যায় ৷ দিনের আলো-ই হয়তো রাতের অন্ধকারের গাঢ়ত্ব জানান দেয় ৷ সম্ভবত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের গ্রেপ্তারির নাটকে এটাই হতে পারে দিনের ট্যাগ লাইন ৷

নাটক-প্রতিবাদ-জল্পনা-27 ঘণ্টা পর আত্মপ্রকাশ কিছুই বাকি রইল না চিদম্বরম-ঘটনাপ্রবাহে ৷ অবশেষে CBI-র হাতে গ্রেপ্তার হলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী পি চিদম্বরম ৷ যেন ইতিহাসেরই বৃত্ত সম্পূর্ণ হল ৷ 2010 সাল সোহরাবউদ্দিন মামলায় গ্রেপ্তার করা হয়েছিল অমিত শাহকে ৷ তখন পি চিদম্বরম ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ আর আজ চিদম্বরমকে গ্রেপ্তার করা হল, যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

P Chidambaram
সাংবাদিক বৈঠকে চিদম্বরম

INX মিডিয়া দুর্নীতি মামলায় খাঁড়াটা ঝুলছিল বেশ কিছুদিন ধরেই ৷ অভিযোগ ছিল, 4.5 কোটির বদলে 350 কোটি টাকা বেআইনি পথে দেশে আনার মূল ষড়যন্ত্রী ছিলেন প্রাক্তন এই অর্থমন্ত্রী ৷ নিজের ছেলে কার্তি চিদম্বরমের সংস্থাকে বেআইনিভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে ৷ এই অভিযোগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে নিজেদের হেপাজতে নিয়ে তদন্ত করার আর্জি জানিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI ৷ এই আর্জির বিরুদ্ধে আগাম জামিনের আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টে গেছিলেন চিদম্বরম ৷ কিন্তু মঙ্গলবারই সেই আর্জি খারিজ করে দিয়ে চিদম্বরমকেই মূল চক্রান্তকারী বলে উল্লেখ করে আদালত ৷ তারপরই তাঁর বাড়িতে পৌঁছান CBI ও ED-র আধিকারিকরা ৷ কিন্তু বাড়িতে পাওয়া তো দূরের কথা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মোবাইল টাওয়ারের হদিশ পর্যন্ত পাননি তাঁরা ৷ এরপর বেশ কয়েক দফায় অভিযান চালানোর পর চিদম্বরমের বাড়িতেই লুকআউট নোটিশ লাগিয়ে দিয়ে আসে CBI ৷ দু'ঘণ্টার মধ্যে CBI দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে ৷

মঙ্গলবার যেখানে শেষ হয়েছিল বুধবার সকাল যেন সেখান থেকেই শুরু হল চিদম্বরম-পর্ব ৷ মঙ্গলবারই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে গেছিলেন চিদম্বরমের আইনজীবী কপিল সিব্বল ও অভিষেক মনু সিংভিরা ৷ জরুরি ভিত্তিতে প্রধান বিচারপতির এজলাসে মামলার শুনানির আবেদন জানিয়েছিলেন তাঁরা ৷ কিন্তু অযোধ্যা মামলার দৈনিক শুনানিতে ব্যস্ত প্রধান বিচারপতি রঞ্জন গগৈর তরফে জানানো হয়, কোনও ভাবেই এই আবেদন রক্ষা করা সম্ভব নয় ৷ পাশাপাশি শুক্রবার শুনানির দিন ঘোষণা করা হয় ৷ পরিস্থিতি যা দাঁড়ায় তাতে যেকোনও মুহূর্তে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল ৷

P Chidambaram
চিদম্বরমের বাড়িরে সামনে কড়া নিরাপত্তা

ইতিমধ্যেই সহ-যোদ্ধার পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন রাহুল গান্ধি-প্রিয়াঙ্কা গান্ধিরা ৷ সুপ্রিম কোর্টে শুনানির দিন শুক্রবার ঘোষণা হওয়ার পরই মাত্র আধঘণ্টার নোটিশে সাংবাদিক সম্মেলন ডাকে কংগ্রেস ৷ জানানো হয় সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকবেন অভিষেক মনু সিংভি, কপিল সিব্বলরা ৷ শুরু হয় সাংবাদিক বৈঠক ৷ ঠিক তখনই নাটকীয় মোড় নেয় চিদম্বরম-পর্ব ৷ 27 ঘণ্টা পর প্রকাশ্যে আসেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম ৷ দাবি করেন তিনি নির্দোষ ৷ তাঁর কথায়, "আমি কোথাও পালিয়ে যাইনি ৷ দিল্লিতেই ছিলাম ৷ আইনজীবীদের সঙ্গে আলোচনা করছিলাম ৷"

দেখুন ভিডিয়ো

সাংবাদিক বৈঠক সেরে তড়িঘড়ি নিজের জোরবাগের বাড়িতে ফেরেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ প্রায় একই সঙ্গে তাঁকে ধাওয়া করে বাড়ি পৌঁছায় 15-20 জনের CBI আধিকারিকদের দল ৷ তখন প্রাক্তন মন্ত্রীর বাড়ির দরজা বন্ধ ছিল ৷ পাঁচিল টপকে ভিতরে ঢোকেন কয়েকজন ৷ ভিতর থেকে তাঁরা দরজা খোলেন ৷ বাড়ির ভিতরে ঢোকেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা ৷ ঠিক তখনই বাড়ির অপর প্রান্তে উপস্থিত ED-র আধিকারিকরা ৷ দফায় দফায় চলে চিদম্বরমকে জেরা ৷ 28 ঘণ্টা পর গ্রেপ্তার করা হয় প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ৷ নিজেদের গাড়িতে করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে দপ্তরে নিয়ে যায় CBI ৷ আগামীকাল সম্ভবত তাঁকে আদালতে পেশ করা হবে ৷

P Chidambaram
চিদম্বরমের গাড়িতে কংগ্রেস সমর্থক

চিদম্বরমকে যখন গ্রেপ্তার করতে তাঁর জোরবাগের বাড়ির সামনে হাজির CBI-ED এবং দিল্লি পুলিশের শীর্ষ কর্তারা ৷ তখন তাঁর বাড়ির সামনে বিক্ষোভে কংগ্রেস সমর্থকরা ৷ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৈষম্যমূলক নীতির প্রতিবাদ জানিয়ে সরব হন তাঁরা ৷ রাস্তায় বসে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা ৷ যদিও সব বাধা উপেক্ষা করেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে নিজেদের গাড়িতে করে দপ্তরের দিকে রওনা দেয় CBI ৷


New Delhi, Aug 21 (ANI): India's ace boxer and Rajya Sabha Member of Parliament Mary Kom on August 21 commented on abrogation of Article 370. The pugilist feels that the move will help Centre in facilitating sportspersons in the state. "Any athlete from Jammu and Kashmir will get good facility from Centre now. Players will be benefited more and they will perform better for the country. I believe that Centre will provide good infrastructure to them now," said Mary Kom.
Last Updated : Aug 22, 2019, 12:54 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.