ETV Bharat / bharat

লকডাউন আপডেট : অসমে একদিনে আক্রান্ত 613 জন - দেশের কোরোনা পরিস্থিতি

গ্রাফিক্স
গ্রাফিক্স
author img

By

Published : Jul 1, 2020, 7:45 AM IST

Updated : Jul 1, 2020, 2:02 PM IST

13:39 July 01

দিল্লি, 1 জুলাই : লকডাউনের আজ 99 তম দিন । দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক...

  • অন্ধ্রপ্রদেশে নতুন করে আক্রান্ত 657 । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে ছ'জনের 
  • রাজস্থানে নতুন করে কোরোনা আক্রান্ত 78 জন

09:07 July 01

  • অসমে একদিনে আক্রান্ত 613 জন, এপর্যন্ত একদিনে আক্রান্তের নিরিখে এটাই সর্বোচ্চ

06:18 July 01

রোবোট বেসড রেসকিউ অ্যাম্বুলেন্স
  • চার দিনেই দেশে আক্রান্ত প্রায় 60 হাজার । মোট সংক্রমিতের সংখ্যা 5 লাখ 66 হাজার 840
  • জুলাইয়ের 5 তারিখ থেকে রবিবার করে সম্পূর্ণ লকডাউন কর্নাটকে
  • দিল্লি পুলিশের স্পেশাল সেলের আধিকারিক সঞ্জীব যাদবের মৃত্যু । তিনি কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । চিকিৎসা চলছিল দিল্লির একটি হাসপাতালে
  • মহারাষ্ট্রের ভিথোবা মন্দিরে পুজো দিতে গেলেন সস্ত্রীক মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে
  • কোনও ব্যক্তির সাহায্য ছাড়াই সম্পন্ন হবে কোরোনায় মৃতের শেষকৃত্য । চেন্নাইয়ের একটি কম্পানি তৈরি করল রোবোট বেসড রেসকিউ অ্যাম্বুলেন্স
  • মুম্বইয়ে নতুন করে কোরোনা আক্রান্ত 903 জন
  • ছত্তিশগড়ে নতুন করে আক্রান্ত 63 জন
  • দিল্লিতে গত 24 ঘণ্টায় আক্রান্ত 2199 জন । মৃত্যু হয়েছে 62 জনের
  • জম্মু ও কাশ্মীরে নতুন করে আক্রান্ত 260 জন । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে ছ'জনের
  • আহমেদাবাদে নতুন করে আক্রান্ত 197 জন
  • একদিনে সর্বোচ্চ, গত 24 ঘণ্টায় পশ্চিমবঙ্গে আক্রান্ত 652 জন

13:39 July 01

দিল্লি, 1 জুলাই : লকডাউনের আজ 99 তম দিন । দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক...

  • অন্ধ্রপ্রদেশে নতুন করে আক্রান্ত 657 । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে ছ'জনের 
  • রাজস্থানে নতুন করে কোরোনা আক্রান্ত 78 জন

09:07 July 01

  • অসমে একদিনে আক্রান্ত 613 জন, এপর্যন্ত একদিনে আক্রান্তের নিরিখে এটাই সর্বোচ্চ

06:18 July 01

রোবোট বেসড রেসকিউ অ্যাম্বুলেন্স
  • চার দিনেই দেশে আক্রান্ত প্রায় 60 হাজার । মোট সংক্রমিতের সংখ্যা 5 লাখ 66 হাজার 840
  • জুলাইয়ের 5 তারিখ থেকে রবিবার করে সম্পূর্ণ লকডাউন কর্নাটকে
  • দিল্লি পুলিশের স্পেশাল সেলের আধিকারিক সঞ্জীব যাদবের মৃত্যু । তিনি কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । চিকিৎসা চলছিল দিল্লির একটি হাসপাতালে
  • মহারাষ্ট্রের ভিথোবা মন্দিরে পুজো দিতে গেলেন সস্ত্রীক মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে
  • কোনও ব্যক্তির সাহায্য ছাড়াই সম্পন্ন হবে কোরোনায় মৃতের শেষকৃত্য । চেন্নাইয়ের একটি কম্পানি তৈরি করল রোবোট বেসড রেসকিউ অ্যাম্বুলেন্স
  • মুম্বইয়ে নতুন করে কোরোনা আক্রান্ত 903 জন
  • ছত্তিশগড়ে নতুন করে আক্রান্ত 63 জন
  • দিল্লিতে গত 24 ঘণ্টায় আক্রান্ত 2199 জন । মৃত্যু হয়েছে 62 জনের
  • জম্মু ও কাশ্মীরে নতুন করে আক্রান্ত 260 জন । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে ছ'জনের
  • আহমেদাবাদে নতুন করে আক্রান্ত 197 জন
  • একদিনে সর্বোচ্চ, গত 24 ঘণ্টায় পশ্চিমবঙ্গে আক্রান্ত 652 জন
Last Updated : Jul 1, 2020, 2:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.