ETV Bharat / bharat

লকডাউন আপডেট : দেশে একদিনে কোরোনায় সংক্রমিত 18 হাজার 522 জন - Coronavirus update

unlock 2.0
লকডাউন
author img

By

Published : Jun 30, 2020, 6:53 AM IST

Updated : Jun 30, 2020, 12:31 PM IST

11:50 June 30

দিল্লি, 30 জুন : লকডাউনের আজ 98 তম দিন । দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক...

  • 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 18 হাজার 522 জন । এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 5 লাখ 66 হাজার 840 ।

07:30 June 30

দিল্লি, 30 জুন : লকডাউনের আজ 98 তম দিন । দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক...

  • তেলাঙ্গানায় নতুন করে সংক্রমিত 975 জন । মৃত্যু হয়েছে 6 জনের ।

06:09 June 30

  • কোরোনা পরিস্থিতি খতিয়ে দেখতে তেলাঙ্গানার গান্ধি হাসপাতাল , কনটেনমেন্ট জ়োনগুলি পরিদর্শন করল কেন্দ্রীয় দল ।
  • তামিলনাড়ুতে লকডাউন বাড়ল 31 জুলাই পর্যন্ত ।
  • ভারতের প্রথম কোরোনা ভাইরাসের প্রতিষেধক COVAXIN-কে মানুষের শরীরে পরীক্ষা করার ছাড়পত্র দিল DCGI ।
  • 1 জুলাই থেকে লাগু হচ্ছে আনলক 2 ৷ কনটেনমেন্ট জ়োনগুলিতে 31 জুলাই পর্যন্ত বজায় থাকবে লকডাউন ৷ জারি থাকবে নাইট কারফিউ ।
  • 31 জুলাই পর্যন্ত লকডাউন বাড়ল মহারাষ্ট্রে ।

11:50 June 30

দিল্লি, 30 জুন : লকডাউনের আজ 98 তম দিন । দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক...

  • 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 18 হাজার 522 জন । এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 5 লাখ 66 হাজার 840 ।

07:30 June 30

দিল্লি, 30 জুন : লকডাউনের আজ 98 তম দিন । দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক...

  • তেলাঙ্গানায় নতুন করে সংক্রমিত 975 জন । মৃত্যু হয়েছে 6 জনের ।

06:09 June 30

  • কোরোনা পরিস্থিতি খতিয়ে দেখতে তেলাঙ্গানার গান্ধি হাসপাতাল , কনটেনমেন্ট জ়োনগুলি পরিদর্শন করল কেন্দ্রীয় দল ।
  • তামিলনাড়ুতে লকডাউন বাড়ল 31 জুলাই পর্যন্ত ।
  • ভারতের প্রথম কোরোনা ভাইরাসের প্রতিষেধক COVAXIN-কে মানুষের শরীরে পরীক্ষা করার ছাড়পত্র দিল DCGI ।
  • 1 জুলাই থেকে লাগু হচ্ছে আনলক 2 ৷ কনটেনমেন্ট জ়োনগুলিতে 31 জুলাই পর্যন্ত বজায় থাকবে লকডাউন ৷ জারি থাকবে নাইট কারফিউ ।
  • 31 জুলাই পর্যন্ত লকডাউন বাড়ল মহারাষ্ট্রে ।
Last Updated : Jun 30, 2020, 12:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.