ETV Bharat / bharat

লকডাউন আপডেট : একদিনে সর্বোচ্চ, দিল্লিতে 24 ঘণ্টায় আক্রান্ত 3947

author img

By

Published : Jun 24, 2020, 6:46 AM IST

Updated : Jun 24, 2020, 11:18 AM IST

গ্রাফিক্স
গ্রাফিক্স

11:09 June 24

দিল্লি, 24 জুন : লকডাউনের আজ 92 তম দিন । দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক...

ওড়িশায় গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত 282 জন 

10:44 June 24

  • মেলবোর্ন থেকে দেশে ফিরলেন 229 জন ভারতীয়
  • একদিনে সর্বোচ্চ আক্রান্ত রাজধানীতে । গত 24 ঘণ্টায় সংক্রমিত 3 হাজার 947 জন
  • দেশেও একদিনে সর্বোচ্চ আক্রান্ত গত 24 ঘণ্টায় । সংক্রমিত হয়েছেন 15968

08:23 June 24

  • বন্দে ভারত অভিযানে একদিনে দেশে ফিরলেন 6 হাজার 37 জন

06:02 June 24

  • দিল্লিতে একদিনে আক্রান্ত প্রায় 4 হাজার । মোট আক্রান্তের সংখ্যা 66,602 ।
  • উত্তর মুম্বইয়ে বেড়েছে কোরোনা আক্রান্তের সংখ্যা, জানাল পুলিশ
  • লকডাউনে স্কুল বন্ধ । মিলছে না বেতন । প্রাইভেট টিউশনেও আসছে না কেউ । এমন অবস্থায় বিকল্প পথ বাছলেন একজন স্কুল শিক্ষক । দিল্লিতে সবজি বিক্রি করছেন এক বেসরকারি স্কুলের চুক্তিভিত্তিক ইংরাজি শিক্ষক
  • লকডাউনের ভারতে 247 মিলিয়ন স্কুল পড়ুয়ার উপর প্রভাব পড়বে বলে মনে করছে UNICEF
  • মহারাষ্ট্রে দেড় লাখের কাছাকাছি কোরোনা আক্রান্তের সংখ্যা । বেড কমছে হাসপাতালগুলিতে । মিলছে না অক্সিজেন সাপোর্ট । এই পরিস্থিতিতে বিনামূল্যে অক্সিজেন বিতরণ করছেন মুম্বইয়ের দুই যুবক
  • ঝাড়খণ্ডে নতুন করে কোরোনায় আক্রান্ত 53 জন
  • মহারাষ্ট্রের থানেতে গত 24 ঘণ্টায় আক্রান্ত 925 জন
  • পুনেতে নতুন করে আক্রান্ত 820 জন
  • ছত্তিশগড়ে গত 24 ঘণ্টায় আক্রান্ত 54 জন । নতুন করে মৃত্যু হয়েছে 13 জন
  • তেলাঙ্গানায় নতুন করে কোরোনায় সংক্রমিত 879 জন । মৃত্যু হয়েছে তিন জনের
  • মধ্যপ্রদেশে গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 183 জন । মৃত্যু হয়েছে 4 জনের
  • সিকিমে নতুন করে সংক্রমিত 79 জন
  • গোয়ায় নতুন করে আক্রান্ত 45 জন
  • বিহারে নতুন করে আক্রান্ত 157 জন
  • মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত 3214 জন
  • মুম্বইয়ে গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত 846 জন । মৃত্যু হয়েছে 46 জনের
  • পুদুচেরিতে নতুন করে আক্রান্ত 15 জন
  • ত্রিপুরায় গত 24 ঘণ্টায় আক্রান্ত 23 জন

11:09 June 24

দিল্লি, 24 জুন : লকডাউনের আজ 92 তম দিন । দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক...

ওড়িশায় গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত 282 জন 

10:44 June 24

  • মেলবোর্ন থেকে দেশে ফিরলেন 229 জন ভারতীয়
  • একদিনে সর্বোচ্চ আক্রান্ত রাজধানীতে । গত 24 ঘণ্টায় সংক্রমিত 3 হাজার 947 জন
  • দেশেও একদিনে সর্বোচ্চ আক্রান্ত গত 24 ঘণ্টায় । সংক্রমিত হয়েছেন 15968

08:23 June 24

  • বন্দে ভারত অভিযানে একদিনে দেশে ফিরলেন 6 হাজার 37 জন

06:02 June 24

  • দিল্লিতে একদিনে আক্রান্ত প্রায় 4 হাজার । মোট আক্রান্তের সংখ্যা 66,602 ।
  • উত্তর মুম্বইয়ে বেড়েছে কোরোনা আক্রান্তের সংখ্যা, জানাল পুলিশ
  • লকডাউনে স্কুল বন্ধ । মিলছে না বেতন । প্রাইভেট টিউশনেও আসছে না কেউ । এমন অবস্থায় বিকল্প পথ বাছলেন একজন স্কুল শিক্ষক । দিল্লিতে সবজি বিক্রি করছেন এক বেসরকারি স্কুলের চুক্তিভিত্তিক ইংরাজি শিক্ষক
  • লকডাউনের ভারতে 247 মিলিয়ন স্কুল পড়ুয়ার উপর প্রভাব পড়বে বলে মনে করছে UNICEF
  • মহারাষ্ট্রে দেড় লাখের কাছাকাছি কোরোনা আক্রান্তের সংখ্যা । বেড কমছে হাসপাতালগুলিতে । মিলছে না অক্সিজেন সাপোর্ট । এই পরিস্থিতিতে বিনামূল্যে অক্সিজেন বিতরণ করছেন মুম্বইয়ের দুই যুবক
  • ঝাড়খণ্ডে নতুন করে কোরোনায় আক্রান্ত 53 জন
  • মহারাষ্ট্রের থানেতে গত 24 ঘণ্টায় আক্রান্ত 925 জন
  • পুনেতে নতুন করে আক্রান্ত 820 জন
  • ছত্তিশগড়ে গত 24 ঘণ্টায় আক্রান্ত 54 জন । নতুন করে মৃত্যু হয়েছে 13 জন
  • তেলাঙ্গানায় নতুন করে কোরোনায় সংক্রমিত 879 জন । মৃত্যু হয়েছে তিন জনের
  • মধ্যপ্রদেশে গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 183 জন । মৃত্যু হয়েছে 4 জনের
  • সিকিমে নতুন করে সংক্রমিত 79 জন
  • গোয়ায় নতুন করে আক্রান্ত 45 জন
  • বিহারে নতুন করে আক্রান্ত 157 জন
  • মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত 3214 জন
  • মুম্বইয়ে গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত 846 জন । মৃত্যু হয়েছে 46 জনের
  • পুদুচেরিতে নতুন করে আক্রান্ত 15 জন
  • ত্রিপুরায় গত 24 ঘণ্টায় আক্রান্ত 23 জন
Last Updated : Jun 24, 2020, 11:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.