দিল্লি, 18 জুন : লকডাউনের আজ 86 তম দিন । দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক...
- মধ্যপ্রদেশে নতুন করে কোরোনা আক্রান্ত 57 জন
- গত 24 ঘণ্টায় মহারাষ্ট্র পুলিশে আক্রান্ত হয়েছেন 28 জন । মৃত্যু হয়েছে তিন জনের
- গুজরাতে নতুন করে আক্রান্ত 520 জন । মৃত্যু হয়েছে 27 জনের
- ছত্তিশগড়ে গত 24 ঘণ্টায় আক্রান্ত 71 জন । সুস্থ হয়েছে 148 জন
- ত্রিপুরায় নতুন করে আক্রান্ত 43 জন
- এপর্যন্ত একদিনে সর্বোচ্চ । দিল্লিতে কোরোনা আক্রান্ত 2 হাজার 414 জন । শেষ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 67 জনের
- ঝাড়খণ্ডে নতুন করে আক্রান্ত 56 জন । মৃত্যু হয়েছে এক জনের
- সংক্রমণ বাড়ছে তেলাঙ্গানায় । শেষ 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত 269 জন । এর মধ্যে 216 জনই গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপালিটির বাসিন্দা । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে একজনের
- হিমাচলপ্রদেশে নতুন করে আক্রান্ত 25 জন
- শেষ 24 ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে কোরোনা সংক্রমিত 391 জন । মৃত্যু হয়েছে 11 জনের । এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 12 হাজার 300 । এপর্যন্ত মৃত্যু হয়েছে 506 জনের