দিল্লি, 12 জুন : লকডাউনের আজ 80 তম দিন । দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক...
- ইংল্যান্ডকে টপকে আক্রান্তের নিরিখে বিশ্বে চতুর্থ স্থানে উঠে এল ভারত
- তেলাঙ্গানায় গত 24 ঘণ্টায় নতুন করে কোরোনা আক্রান্ত 208 জন । এই নিয়ে এখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 4320-তে
- দিল্লিতে প্রতিটি কোরোনা হাসপাতালের প্রত্যেক বেডে অক্সিজেনের ব্যবস্থা করার জন্য নির্দেশিকা জারি করল দিল্লি সরকার
- ঝাড়খণ্ডে নতুন করে কোরোনা আক্রান্ত 48
- হিমাচলপ্রদেশে নতুন করে কোরোনা আক্রান্ত 6 জন । গতকালই 1282 জনের নমুনা পরীক্ষা করা হয়
- গত 24 ঘণ্টায় গোয়ায় নতুন করে কোরোনা আক্রান্ত 30 জন
- অসমে নতুন করে কোরোনা আক্রান্ত 145 জন । এই নিয়ে এরাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 3430