ETV Bharat / bharat

লকডাউন আপডেট : কোরোনায় হার মানলেন, জন্মদিনেই মৃত্যু হল DMK-র বিধায়ক আনবালাগনের - আনলক ওয়ান

Graphics
গ্রাফিক্স
author img

By

Published : Jun 10, 2020, 7:36 AM IST

Updated : Jun 10, 2020, 9:50 AM IST

08:40 June 10

দিল্লি, 10 জুন : লকডাউনের আজ 78 তম দিন । দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক...

  • তামিলনাড়ুতে মৃত্যু হল DMK বিধায়ক আনবালাগনের । তিনি কোরোনায় আক্রান্ত হয়েছিলেন কিছুদিন আগে । চিকিৎসা চলছিল তামিলনাড়ুর একটি হাসপাতালে । আজ নিজের 62 তম জন্মদিনের দিন মৃত্যু হয়

06:14 June 10

  • গত 24 ঘণ্টায় দিল্লিতে নতুন করে কোরোনায় আক্রান্ত 1366 জন । এই নিয়ে দিল্লিতে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 31 হাজার 309-এ
  • কুয়েত থেকে মধ্যপ্রদেশ ফিরলেন 45 জন ভারতীয়
  • সামাজিক দূরত্ব শিকেয় তুলে মধ্যপ্রদেশের জব্বলপুরে মদের দোকানে ভিড়
  • অসমে গত 24 ঘণ্টায় নতুন করে কোরোনায় আক্রান্ত 215 জন
  • দিল্লির খান মার্কেটে খুলল দোকানপাট
  • এখনও পর্যন্ত পাঁচ মিলিয়ন RT- PCR টেস্ট হয়েছে দেশে । জানাল ICMR (ইন্ডিয়াল কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ)
  • ঝাড়খণ্ডে নতুন করে কোরোনায় আক্রান্ত 49 জন
  • মধ্যপ্রদেশে গত 24 ঘণ্টায় নতুন করে কোরোনায় আক্রান্ত 211 জন

08:40 June 10

দিল্লি, 10 জুন : লকডাউনের আজ 78 তম দিন । দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক...

  • তামিলনাড়ুতে মৃত্যু হল DMK বিধায়ক আনবালাগনের । তিনি কোরোনায় আক্রান্ত হয়েছিলেন কিছুদিন আগে । চিকিৎসা চলছিল তামিলনাড়ুর একটি হাসপাতালে । আজ নিজের 62 তম জন্মদিনের দিন মৃত্যু হয়

06:14 June 10

  • গত 24 ঘণ্টায় দিল্লিতে নতুন করে কোরোনায় আক্রান্ত 1366 জন । এই নিয়ে দিল্লিতে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 31 হাজার 309-এ
  • কুয়েত থেকে মধ্যপ্রদেশ ফিরলেন 45 জন ভারতীয়
  • সামাজিক দূরত্ব শিকেয় তুলে মধ্যপ্রদেশের জব্বলপুরে মদের দোকানে ভিড়
  • অসমে গত 24 ঘণ্টায় নতুন করে কোরোনায় আক্রান্ত 215 জন
  • দিল্লির খান মার্কেটে খুলল দোকানপাট
  • এখনও পর্যন্ত পাঁচ মিলিয়ন RT- PCR টেস্ট হয়েছে দেশে । জানাল ICMR (ইন্ডিয়াল কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ)
  • ঝাড়খণ্ডে নতুন করে কোরোনায় আক্রান্ত 49 জন
  • মধ্যপ্রদেশে গত 24 ঘণ্টায় নতুন করে কোরোনায় আক্রান্ত 211 জন
Last Updated : Jun 10, 2020, 9:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.