দিল্লি, 7 জুন : লকডাউনের আজ 75 তম দিন । দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক...
- স্বাস্থ্যকর্মী, চিকিৎসক ও পুলিশকে শ্রদ্ধা জানাতে রাজস্থানের একটি মেডিকেল কলেজের দেওয়ালে ছবি আঁকলেন শিল্পী । দিলেন সচেতনতার বার্তাও
- কেরালায় বাড়িছে সংক্রমণ । কোচির আডলাক্স কনভেনশন সেন্টার তৈরি হল কোরোনা সেন্টারে
- মোরাদাবাদে বিয়ের অনুষ্ঠানে সামাজিক দূরত্ব । হল থার্মাল স্ক্যানিংও
- লকডাউনে হায়দরাবাদে আটকে পড়েছিলেন সোমালিয়ার 128 জন । আজ সকালে রাজীব গান্ধি বিমান বন্দর থেকে দেশের উদ্দেশে রওনা দিলেন তাঁরা