ETV Bharat / bharat

লকডাউন আপডেট : কোভ্যাক্সিনের প্রথম পর্যায়ের প্রথম ধাপের ট্রায়াল সম্পন্ন - আনলক দেশ

unlock india
আনলক দেশ
author img

By

Published : Jul 26, 2020, 7:15 AM IST

06:56 July 26

দিল্লি, 26 জুলাই : চলছে আনলক 2.0 । দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । কোরোনার সংক্রমণ রুখতে কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু হয়েছে ৷ এই অবস্থায় দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক...

  • অসমে কোরোনায় আক্রান্তের সংখ্যা পৌঁছাল 31 হাজার 86-তে ৷ মৃত্যু হয়েছে 77 জনের ।

06:56 July 26

  • ঝাড়খণ্ডে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে 7 হাজার 841 ৷ মৃত্যু হয়েছে 83 জনের ।

06:55 July 26

  • মহারাষ্ট্রে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে 66 হাজার 965 ৷ মৃত্যু হয়েছে 1 হাজার 672 জনের ।

06:55 July 26

  • কোরোনা পরীক্ষার জন্য আধার কার্ডের নম্বর জমা করা বাধ্যতামূলক করল রাজস্থান সরকার ।

06:00 July 26

  • কোভ্যাক্সিনের ট্রায়ালের প্রথম পর্যায়ের প্রথম ধাপ সম্পন্ন ।

06:56 July 26

দিল্লি, 26 জুলাই : চলছে আনলক 2.0 । দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । কোরোনার সংক্রমণ রুখতে কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু হয়েছে ৷ এই অবস্থায় দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক...

  • অসমে কোরোনায় আক্রান্তের সংখ্যা পৌঁছাল 31 হাজার 86-তে ৷ মৃত্যু হয়েছে 77 জনের ।

06:56 July 26

  • ঝাড়খণ্ডে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে 7 হাজার 841 ৷ মৃত্যু হয়েছে 83 জনের ।

06:55 July 26

  • মহারাষ্ট্রে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে 66 হাজার 965 ৷ মৃত্যু হয়েছে 1 হাজার 672 জনের ।

06:55 July 26

  • কোরোনা পরীক্ষার জন্য আধার কার্ডের নম্বর জমা করা বাধ্যতামূলক করল রাজস্থান সরকার ।

06:00 July 26

  • কোভ্যাক্সিনের ট্রায়ালের প্রথম পর্যায়ের প্রথম ধাপ সম্পন্ন ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.