দিল্লি , 18 সেপ্টেম্বর : দেশে মোট আক্রান্তের সংখ্যা 52 লাখ ছাড়িয়েছে ৷ কিন্তু সক্রিয় আক্রান্তের 60 শতাংশই রয়েছে দেশের পাঁচটি রাজ্যে ৷ আজ স্বাস্থ্যমন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে ৷
আজ সকালে স্বাস্থ্যমন্ত্রকের তরফে টুইটারে জানানো হয় , "সক্রিয় আক্রান্তের প্রায় 60 শতাংশই রয়েছে পাঁচটি রাজ্যে ৷" সঙ্গে জানানো হয়, "দেশে এরকম 13টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে যেখানে আজও পাঁচ হাজারের কম সক্রিয় আক্রান্ত রয়েছে ৷ "
-
#IndiaFightsCorona
— Ministry of Health (@MoHFW_INDIA) September 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Around 60% of the Active Cases are concentrated in only 5 most affected States.
There are 13 States and UTs that even today have less than 5000 Active Cases. pic.twitter.com/K0ZwC5yQGS
">#IndiaFightsCorona
— Ministry of Health (@MoHFW_INDIA) September 18, 2020
Around 60% of the Active Cases are concentrated in only 5 most affected States.
There are 13 States and UTs that even today have less than 5000 Active Cases. pic.twitter.com/K0ZwC5yQGS#IndiaFightsCorona
— Ministry of Health (@MoHFW_INDIA) September 18, 2020
Around 60% of the Active Cases are concentrated in only 5 most affected States.
There are 13 States and UTs that even today have less than 5000 Active Cases. pic.twitter.com/K0ZwC5yQGS
আরও একটি টুইট করে স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, "সহায়তা প্রদানের জন্য বেশ কয়েকটি কেন্দ্রীয় দলকে মনোনীত করা হয়েছে । AIIMS-এর তরফে টেলিযোগাযোগের মাধ্যমে ICU চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে । পর্যাপ্ত অক্সিজেন নিশ্চিত করতে সক্রিয় পদক্ষেপ করা হচ্ছে ৷"
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বৃহস্পতিবার বলেছিলেন, সরকার কোরোনায় মৃত্যুর হারকে এক শতাংশেরও নিচে নামিয়ে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ সেখানে বর্তমানে দেশের মৃত্যুর হার 1.64 শতাংশ ৷ যা বিশ্বের মধ্যে সবথেকে কম ৷