ETV Bharat / bharat

57.7 লাখের উপর কোরোনা পরীক্ষা করা হয়েছে : ICMR

দেশে মোট 57 লাখের বেশি কোরোনার স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে । যার মধ্যে গত 24 ঘণ্টায় 1 লাখ 15 হাজার 519 টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে ।

author img

By

Published : Jun 15, 2020, 1:19 PM IST

Corona
ছবিটির প্রতীকী

দিল্লি , ১৫ জুন : কোরোনা ভাইরাসে আক্রান্ত-মৃত্যু সংখ্যা দিন দিন বাড়ছে । এই অবস্থায় গত 24 ঘণ্টায় এক লাখের বেশি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে । আজ এমনটাই জানানো হয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR)-এর তরফে ।

এই প্রসঙ্গে ICMR জানিয়েছে, "সব মিলিয়ে 57 লাখ 74 হাজার 133 টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে । যার মধ্যে গত 24 ঘণ্টায় 1 লাখ 15 হাজার 519 টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে । "

উল্লেখ্য, দেশে প্রতিদিনই রেকর্ড সংক্রমণ । তবে গত 24 ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা গতকালের তুলনায় কিছুটা কম । 24 ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন 11 হাজার 502 জন । গতকালের চেয়ে 400-রও কম । এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 3 লাখ 32 হাজার 424 জন ।

কোরোনা ভাইরাসে জর্জরিত গোটা বিশ্ব । আক্রান্তের নিরিখে ভারত চতুর্থ স্থানে রয়েছে । দেশে সবথেকে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে । বর্তমানে এই রাজ্যে এক লাখের বেশি আক্রান্ত । এরপরেই রয়েছে তামিলনাড়ু , দিল্লি , গুজরাত ও উত্তরপ্রদেশ । অন্যদিকে , মৃত্যু সংখ্যার নিরিখে ভারত রয়েছে নবম স্থানে । কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 9 হাজার 520 জনের ।

অন্যদিকে, চিনের বেজিংয়ে ফের সংক্রমণ শুরু হয়েছে । গতকাল এদেশে আক্রান্ত হয়েছেন 57 জন । আজ ফের 39 জন আক্রান্তের খোঁজ পাওয়া গেছে । যার জেরে চিনে সমস্ত বাজার, স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে সরকারের তরফে ।

দিল্লি , ১৫ জুন : কোরোনা ভাইরাসে আক্রান্ত-মৃত্যু সংখ্যা দিন দিন বাড়ছে । এই অবস্থায় গত 24 ঘণ্টায় এক লাখের বেশি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে । আজ এমনটাই জানানো হয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR)-এর তরফে ।

এই প্রসঙ্গে ICMR জানিয়েছে, "সব মিলিয়ে 57 লাখ 74 হাজার 133 টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে । যার মধ্যে গত 24 ঘণ্টায় 1 লাখ 15 হাজার 519 টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে । "

উল্লেখ্য, দেশে প্রতিদিনই রেকর্ড সংক্রমণ । তবে গত 24 ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা গতকালের তুলনায় কিছুটা কম । 24 ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন 11 হাজার 502 জন । গতকালের চেয়ে 400-রও কম । এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 3 লাখ 32 হাজার 424 জন ।

কোরোনা ভাইরাসে জর্জরিত গোটা বিশ্ব । আক্রান্তের নিরিখে ভারত চতুর্থ স্থানে রয়েছে । দেশে সবথেকে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে । বর্তমানে এই রাজ্যে এক লাখের বেশি আক্রান্ত । এরপরেই রয়েছে তামিলনাড়ু , দিল্লি , গুজরাত ও উত্তরপ্রদেশ । অন্যদিকে , মৃত্যু সংখ্যার নিরিখে ভারত রয়েছে নবম স্থানে । কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 9 হাজার 520 জনের ।

অন্যদিকে, চিনের বেজিংয়ে ফের সংক্রমণ শুরু হয়েছে । গতকাল এদেশে আক্রান্ত হয়েছেন 57 জন । আজ ফের 39 জন আক্রান্তের খোঁজ পাওয়া গেছে । যার জেরে চিনে সমস্ত বাজার, স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে সরকারের তরফে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.