ETV Bharat / bharat

2600 ট্রেনে 35 লাখেরও বেশি শ্রমিককে ফেরানো হয়েছে, জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

author img

By

Published : May 23, 2020, 8:03 PM IST

এখনও পর্যন্ত 2600-র বেশি শ্রমিক স্পেশাল ট্রেন চালানো হয়েছে । আর 35 লাখেরও বেশি শ্রমিক এই ট্রেনের সুবিধা পেয়েছেন । পয়লা মে-র একটি নির্দেশে শ্রমিক স্পেশাল ট্রেনে ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফেরানোর উদ্যোগ নেওয়া হয় ।

MHA
MHA

দিল্লি, 23 মে: এখনও পর্যন্ত 2600টি শ্রমিক স্পেশাল ট্রেনে 35 লাখেরও বেশি শ্রমিককে বাড়ি ফেরানো হয়েছে । শনিবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্মসচিব পুন্যা সলিলা শ্রীবাস্তব ।

তিনি বলেন, "এখনও পর্যন্ত 2600-র বেশি শ্রমিক স্পেশাল ট্রেন চালানো হয়েছে । আর 35 লাখেরও বেশি শ্রমিক এই ট্রেনের সুবিধা পেয়েছেন । পয়লা মে-র একটি নির্দেশে শ্রমিক স্পেশাল ট্রেনে ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফেরানোর উদ্যোগ নেওয়া হয় । শ্রমিকদের নিজেদের রাজ্যে ফেরানোর বিষয়টিকে আরও মসৃণ করতে 19 মে আরও একটি নির্দেশ জারি হয় ।" তাঁর কথায়, ভারতে কোরোনার দাপট শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের জন্য ব্যবস্থা নেওয়া শুরু করেছিল কেন্দ্রীয় সরকার । যুগ্মসচিব আরও বলেছেন, "27 মার্চ স্বরাষ্ট্রমন্ত্রকের প্রকাশ করা নির্দেশিকায় ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের আশ্রয়, খাবার সহ প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার কথা জানানো হয়েছিল ।"

তাঁর মতে, 28-29 মার্চ হেল্পলাইন নম্বর এবং রিলিফ ক্যাম্পের ব্যবস্থা করা হয় । পাশাপাশি রাজ্যগুলিকে স্টেট ডিজ়াস্টার রেসপন্স ফান্ড (SRDF) ব্যবহার করার অনুমতি দেওয়া হয় । যাতে ওই অর্থ ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের আশ্রয়, খাবার ও অন্যান্য কাজে ব্যবহৃত হয় ।

দিল্লি, 23 মে: এখনও পর্যন্ত 2600টি শ্রমিক স্পেশাল ট্রেনে 35 লাখেরও বেশি শ্রমিককে বাড়ি ফেরানো হয়েছে । শনিবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্মসচিব পুন্যা সলিলা শ্রীবাস্তব ।

তিনি বলেন, "এখনও পর্যন্ত 2600-র বেশি শ্রমিক স্পেশাল ট্রেন চালানো হয়েছে । আর 35 লাখেরও বেশি শ্রমিক এই ট্রেনের সুবিধা পেয়েছেন । পয়লা মে-র একটি নির্দেশে শ্রমিক স্পেশাল ট্রেনে ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফেরানোর উদ্যোগ নেওয়া হয় । শ্রমিকদের নিজেদের রাজ্যে ফেরানোর বিষয়টিকে আরও মসৃণ করতে 19 মে আরও একটি নির্দেশ জারি হয় ।" তাঁর কথায়, ভারতে কোরোনার দাপট শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের জন্য ব্যবস্থা নেওয়া শুরু করেছিল কেন্দ্রীয় সরকার । যুগ্মসচিব আরও বলেছেন, "27 মার্চ স্বরাষ্ট্রমন্ত্রকের প্রকাশ করা নির্দেশিকায় ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের আশ্রয়, খাবার সহ প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার কথা জানানো হয়েছিল ।"

তাঁর মতে, 28-29 মার্চ হেল্পলাইন নম্বর এবং রিলিফ ক্যাম্পের ব্যবস্থা করা হয় । পাশাপাশি রাজ্যগুলিকে স্টেট ডিজ়াস্টার রেসপন্স ফান্ড (SRDF) ব্যবহার করার অনুমতি দেওয়া হয় । যাতে ওই অর্থ ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের আশ্রয়, খাবার ও অন্যান্য কাজে ব্যবহৃত হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.