ETV Bharat / bharat

53টি দেশে 3 হাজারের বেশি ভারতীয় কোরোনা আক্রান্ত, মৃত 25 - covid 19

53 টি দেশে 3 হাজার 336 জন কোরোনা আক্রান্তের মধ্যে 25 জনের মৃত্যু হয়েছে । তবে তাদের ফেরাতে এই মুহূর্তে কোনও পদক্ষেপ করছে না কেন্দ্রীয় সরকার ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 17, 2020, 12:28 AM IST

দিল্লি, 16 এপ্রিল : এই মুহূর্তে বিশ্বের 53টি দেশে মোট 3 হাজার 336 জন ভারতীয় কোরোনায় আক্রান্ত । মৃত্যু হয়েছে 25 জনের । সূত্রের খবর, বিদেশে আটকে থাকা এই ভারতীয়দের ফেরানোর জন্য এখনই কোনও পদক্ষেপ করছে না সরকার ।

কোরোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউনের পথে হাঁটছে বিশ্বের অধিকাংশ দেশ । বন্ধ সমস্ত পরিবহন পরিষেবা । ফলে বিশ্বের বহু দেশে আটকে রয়েছে ভারতীয়রা । এর মধ্যে 53টি দেশে প্রায় 3 হাজার 336 জন কোরোনায় আক্রান্ত । ইতিমধ্যে 25 জনের মৃত্যুও হয়েছে । সূ্ত্রের খবর, যেহেতু দিন দিন দেশে কোরোনা সংক্রমণ বেড়ে চলেছে, বাড়ছে মৃতের সংখ্য়াও তাই এই পরিস্থিতিতে বাইরে থাকা ভারতীয়দের আপাতত ধৈর্য ধরতে হবে। এখনই তাদের দেশে ফেরানো যাবে না । কারণ সংক্রমণের একটা বড়সড় আশঙ্কা রয়েছে ।

শুরুর দিকে অর্থাৎ লকডাউন ঘোষণা হওয়ার পূর্বে চিন ও ইরান থেকে ভারতীয়দের ফেরাতে বিমান পাঠানো হয়েছিল । তাদের আনার পর দেশের একাধিক কোয়ারান্টাইন সেন্টারে রাখা হয়েছিল । কিন্তু এই পরিস্থিতিতে বাইরে থাকা ভারতীয়দের আর দেশে ফেরানোর ঝুঁকি নিচ্ছে না সরকার । তবে, এই 55টি দেশে হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত । দক্ষিণ কোরিয়া, চিন, জার্মানি ও অ্যামেরিকা থেকে COVID19 টেস্টিং কিট ও চিকিৎসার সরঞ্জাম আমদানি করছে ভারত ।

দিল্লি, 16 এপ্রিল : এই মুহূর্তে বিশ্বের 53টি দেশে মোট 3 হাজার 336 জন ভারতীয় কোরোনায় আক্রান্ত । মৃত্যু হয়েছে 25 জনের । সূত্রের খবর, বিদেশে আটকে থাকা এই ভারতীয়দের ফেরানোর জন্য এখনই কোনও পদক্ষেপ করছে না সরকার ।

কোরোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউনের পথে হাঁটছে বিশ্বের অধিকাংশ দেশ । বন্ধ সমস্ত পরিবহন পরিষেবা । ফলে বিশ্বের বহু দেশে আটকে রয়েছে ভারতীয়রা । এর মধ্যে 53টি দেশে প্রায় 3 হাজার 336 জন কোরোনায় আক্রান্ত । ইতিমধ্যে 25 জনের মৃত্যুও হয়েছে । সূ্ত্রের খবর, যেহেতু দিন দিন দেশে কোরোনা সংক্রমণ বেড়ে চলেছে, বাড়ছে মৃতের সংখ্য়াও তাই এই পরিস্থিতিতে বাইরে থাকা ভারতীয়দের আপাতত ধৈর্য ধরতে হবে। এখনই তাদের দেশে ফেরানো যাবে না । কারণ সংক্রমণের একটা বড়সড় আশঙ্কা রয়েছে ।

শুরুর দিকে অর্থাৎ লকডাউন ঘোষণা হওয়ার পূর্বে চিন ও ইরান থেকে ভারতীয়দের ফেরাতে বিমান পাঠানো হয়েছিল । তাদের আনার পর দেশের একাধিক কোয়ারান্টাইন সেন্টারে রাখা হয়েছিল । কিন্তু এই পরিস্থিতিতে বাইরে থাকা ভারতীয়দের আর দেশে ফেরানোর ঝুঁকি নিচ্ছে না সরকার । তবে, এই 55টি দেশে হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত । দক্ষিণ কোরিয়া, চিন, জার্মানি ও অ্যামেরিকা থেকে COVID19 টেস্টিং কিট ও চিকিৎসার সরঞ্জাম আমদানি করছে ভারত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.