কোচি (কেরালা) , 14 নভেম্বর :কান্নুর বিমানবন্দর থেকে উদ্ধার প্রায় 1 কেজি 600 গ্রাম সোনা ৷ বিমানবন্দরের গোয়েন্দা ইউনিট বিভাগ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ৷
কোচি কমিশনারেট সূত্রে খবর, দুবাই থেকে কোচি বিমানবন্দরে নেমেছিল অভিযুক্ত ৷ তখনই তার ব্যাগ থেকে বাজেয়াপ্ত হয় 1678. 5 গ্রাম সোনা ৷
বিমান ইন্টালিজেন্ট ইউনিট ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ৷