ETV Bharat / bharat

ভারত-অ্যামেরিকা বাণিজ্য সম্পর্ক দৃঢ় করতে আশাবাদী মোদি-ট্রাম্প - ডোনাল্ড ট্রাম্প

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে তিনি আশাবাদী ৷ একটি বড় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়ে দেন নরেন্দ্র মোদিও ৷

modi and trump
মোদি ও ট্রাম্প
author img

By

Published : Feb 25, 2020, 6:33 PM IST

Updated : Feb 25, 2020, 6:42 PM IST

দিল্লি, 25 ফেব্রুয়ারি : তাঁর ভারত সফরের আগেই সংশয় তৈরি হয়েছিল দু'দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে৷ কারণ এদেশে আসার আগেই অ্যামেরিকার প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছিলেন, তাঁর সফরে কোনও ছোটো মাপের বাণিজ্য চুক্তিও হবে না ৷ তার উপর ডোনাল্ড ট্রাম্পের সফরের আগেই ভারতে আসার কথা থাকলেও বাতিল হয়ে যায় সে দেশের বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটহাইজ়ারের সফর ৷ আর সেই পরিস্থিতিতেই আজ ট্রাম্প জানিয়ে দিলেন, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে তিনি আশাবাদী ৷

আজ প্রতিরক্ষা ক্ষেত্রে দু'দেশের মধ্যে 300 কোটি ডলারের চুক্তি হয়েছে ৷ প্রতিরক্ষা ছাড়াও নিরাপত্তা, প্রযুক্তি, তেল, গ্যাস সহ নানা বিষয়ে নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আলোচনা হয়েছে ৷ তার মধ্যে ছিল বাণিজ্য চুক্তির বিষয়টিও ৷ বৈঠকের পর নরেন্দ্র মোদি জানিয়েছেন, একটি বড় বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা হয়েছে ৷ আর একই সুর শোনা গেছে ডোনাল্ড ট্রাম্পের গলাতেও ৷ অর্থাৎ তাঁদের কথাতে কিছুটা হলেও সংশয় কেটেছে ৷

আজ ডোনাল্ড ট্রাম্প বলেন, "ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে অবাধ ও ভারসাম্যযুক্ত বাণিজ্য কেন্দ্রে পরিণত করতে আমরা রাজি হয়েছি এবং তার উপর কাজ করে চলেছি ৷ "

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেছেন, "ভারত ও অ্যামেরিকার সম্পর্কের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়েই হয়েছে আলোচনা । দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক উন্নত করতে আলোচনা চলছে ৷" সঙ্গে জানিয়ে দিয়েছেন, অ্যামেরিকা ও ভারতের সম্পর্ক একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় অংশীদারিত্ব ৷

বৈঠক শেষে ডোনাল্ড ট্রাম্প বলেন, দু'দেশের কাছেই এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ প্রতিরক্ষা চুক্তি সহ একাধিক বিষয়ে আলোচনা তাই প্রমাণ করছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশও ৷ আর বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্প ও মোদির মন্তব্য অনেককেই স্বস্তি দেবে বলেও মনে করছে তারা ৷

দিল্লি, 25 ফেব্রুয়ারি : তাঁর ভারত সফরের আগেই সংশয় তৈরি হয়েছিল দু'দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে৷ কারণ এদেশে আসার আগেই অ্যামেরিকার প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছিলেন, তাঁর সফরে কোনও ছোটো মাপের বাণিজ্য চুক্তিও হবে না ৷ তার উপর ডোনাল্ড ট্রাম্পের সফরের আগেই ভারতে আসার কথা থাকলেও বাতিল হয়ে যায় সে দেশের বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটহাইজ়ারের সফর ৷ আর সেই পরিস্থিতিতেই আজ ট্রাম্প জানিয়ে দিলেন, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে তিনি আশাবাদী ৷

আজ প্রতিরক্ষা ক্ষেত্রে দু'দেশের মধ্যে 300 কোটি ডলারের চুক্তি হয়েছে ৷ প্রতিরক্ষা ছাড়াও নিরাপত্তা, প্রযুক্তি, তেল, গ্যাস সহ নানা বিষয়ে নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আলোচনা হয়েছে ৷ তার মধ্যে ছিল বাণিজ্য চুক্তির বিষয়টিও ৷ বৈঠকের পর নরেন্দ্র মোদি জানিয়েছেন, একটি বড় বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা হয়েছে ৷ আর একই সুর শোনা গেছে ডোনাল্ড ট্রাম্পের গলাতেও ৷ অর্থাৎ তাঁদের কথাতে কিছুটা হলেও সংশয় কেটেছে ৷

আজ ডোনাল্ড ট্রাম্প বলেন, "ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে অবাধ ও ভারসাম্যযুক্ত বাণিজ্য কেন্দ্রে পরিণত করতে আমরা রাজি হয়েছি এবং তার উপর কাজ করে চলেছি ৷ "

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেছেন, "ভারত ও অ্যামেরিকার সম্পর্কের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়েই হয়েছে আলোচনা । দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক উন্নত করতে আলোচনা চলছে ৷" সঙ্গে জানিয়ে দিয়েছেন, অ্যামেরিকা ও ভারতের সম্পর্ক একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় অংশীদারিত্ব ৷

বৈঠক শেষে ডোনাল্ড ট্রাম্প বলেন, দু'দেশের কাছেই এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ প্রতিরক্ষা চুক্তি সহ একাধিক বিষয়ে আলোচনা তাই প্রমাণ করছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশও ৷ আর বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্প ও মোদির মন্তব্য অনেককেই স্বস্তি দেবে বলেও মনে করছে তারা ৷

Last Updated : Feb 25, 2020, 6:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.