ETV Bharat / bharat

রাহুলের ডাকা বৈঠক এড়াচ্ছেন মমতা-মায়া !

ভোটের ফলের আগে কংগ্রেসের ডাকা অ-BJP দলগুলোর বৈঠকে উপস্থিত থাকবেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । মায়াবতী, অখিলেশও বৈঠকে অংশগ্রহণ করবেন না বলে জানা গেছে ।

মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : May 12, 2019, 7:07 PM IST

দিল্লি, ১২ মে : কংগ্রেসকে এড়িয়ে চলতে চাইছেন মায়া-মমতা । সঙ্গে রয়েছেন অখিলেশ যাদবও । ভোটের ফলের আগে কংগ্রেসের ডাকা অ-BJP দলগুলোর বৈঠকে উপস্থিত থাকবেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । জানা গেছে, মায়াবতী, অখিলেশ যাদবও রাহুল গান্ধির নেতৃত্বে বিরোধী দলের ডাকা বৈঠকে (21 মে) অংশগ্রহণ করবেন না ।

সূত্রের খূবর, 23 এপ্রিল অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর আলোচনার সময়ই এ বিষয়টি স্পষ্ট হয়ে যায় । জানা গেছে, ভোটের আগে মোদি বিরোধী আঞ্চলিক দলগুলোর একসঙ্গে বৈঠকের কোনও প্রয়োজনীয়তা নেই বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় । একই মত পোষণ করেন বসপা নেত্রী মায়াবতী ।

ভোটে BJP বিরোধী দলগুলো যদি আশানুরূপ ভোট পায়, তবে প্রধানমন্ত্রী কে হবেন সেই নিয়ে নতুন করে বিতর্ক শুরু হবে । আর বসপা ও তৃণমূল সুপ্রিমো দুজনেরই দিল্লি দখলের উচ্চাশা রয়েছে। ইতিমধ্যেই DMK প্রধান এম কে স্ট্যালিন রাহুল গান্ধিকে বিরোধী জোটের প্রধানমন্ত্রী হিসেবে যোগ্য বলে ঘোষণা করেছেন । এরপর থেকেই সুকৌশলে কংগ্রেসকে এড়িয়ে চলছেন বসপা ও তৃণমূল নেত্রী । এই কারণেই ভোটের ফলের আগে বৈঠক এড়িয়ে যেতে চাইছেন মায়া-মমতা ।

দিল্লি, ১২ মে : কংগ্রেসকে এড়িয়ে চলতে চাইছেন মায়া-মমতা । সঙ্গে রয়েছেন অখিলেশ যাদবও । ভোটের ফলের আগে কংগ্রেসের ডাকা অ-BJP দলগুলোর বৈঠকে উপস্থিত থাকবেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । জানা গেছে, মায়াবতী, অখিলেশ যাদবও রাহুল গান্ধির নেতৃত্বে বিরোধী দলের ডাকা বৈঠকে (21 মে) অংশগ্রহণ করবেন না ।

সূত্রের খূবর, 23 এপ্রিল অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর আলোচনার সময়ই এ বিষয়টি স্পষ্ট হয়ে যায় । জানা গেছে, ভোটের আগে মোদি বিরোধী আঞ্চলিক দলগুলোর একসঙ্গে বৈঠকের কোনও প্রয়োজনীয়তা নেই বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় । একই মত পোষণ করেন বসপা নেত্রী মায়াবতী ।

ভোটে BJP বিরোধী দলগুলো যদি আশানুরূপ ভোট পায়, তবে প্রধানমন্ত্রী কে হবেন সেই নিয়ে নতুন করে বিতর্ক শুরু হবে । আর বসপা ও তৃণমূল সুপ্রিমো দুজনেরই দিল্লি দখলের উচ্চাশা রয়েছে। ইতিমধ্যেই DMK প্রধান এম কে স্ট্যালিন রাহুল গান্ধিকে বিরোধী জোটের প্রধানমন্ত্রী হিসেবে যোগ্য বলে ঘোষণা করেছেন । এরপর থেকেই সুকৌশলে কংগ্রেসকে এড়িয়ে চলছেন বসপা ও তৃণমূল নেত্রী । এই কারণেই ভোটের ফলের আগে বৈঠক এড়িয়ে যেতে চাইছেন মায়া-মমতা ।


New Delhi, May 11 (ANI): Bachan Singh, a 111-year-old resident of New Delhi is setting example and is inspiration for many in today's time. Bachan Singh is excited to cast his vote tomorrow in the sixth phase of Lok Sabha Elections 2019. Age is just a number for enthusiastic Bachan. While speaking to ANI, Bachan Singh's grandson Gurcharan Singh said, "My grandfather always told us that not a single vote should go waste."

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.