দিল্লি, ১২ মে : কংগ্রেসকে এড়িয়ে চলতে চাইছেন মায়া-মমতা । সঙ্গে রয়েছেন অখিলেশ যাদবও । ভোটের ফলের আগে কংগ্রেসের ডাকা অ-BJP দলগুলোর বৈঠকে উপস্থিত থাকবেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । জানা গেছে, মায়াবতী, অখিলেশ যাদবও রাহুল গান্ধির নেতৃত্বে বিরোধী দলের ডাকা বৈঠকে (21 মে) অংশগ্রহণ করবেন না ।
সূত্রের খূবর, 23 এপ্রিল অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর আলোচনার সময়ই এ বিষয়টি স্পষ্ট হয়ে যায় । জানা গেছে, ভোটের আগে মোদি বিরোধী আঞ্চলিক দলগুলোর একসঙ্গে বৈঠকের কোনও প্রয়োজনীয়তা নেই বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় । একই মত পোষণ করেন বসপা নেত্রী মায়াবতী ।
ভোটে BJP বিরোধী দলগুলো যদি আশানুরূপ ভোট পায়, তবে প্রধানমন্ত্রী কে হবেন সেই নিয়ে নতুন করে বিতর্ক শুরু হবে । আর বসপা ও তৃণমূল সুপ্রিমো দুজনেরই দিল্লি দখলের উচ্চাশা রয়েছে। ইতিমধ্যেই DMK প্রধান এম কে স্ট্যালিন রাহুল গান্ধিকে বিরোধী জোটের প্রধানমন্ত্রী হিসেবে যোগ্য বলে ঘোষণা করেছেন । এরপর থেকেই সুকৌশলে কংগ্রেসকে এড়িয়ে চলছেন বসপা ও তৃণমূল নেত্রী । এই কারণেই ভোটের ফলের আগে বৈঠক এড়িয়ে যেতে চাইছেন মায়া-মমতা ।