ETV Bharat / bharat

শ্রীনগরসহ ৯টি বিমানবন্দরে অসামরিক বিমান ওঠা-নামা চালু থাকবে : DGCA - militant

শ্রীনগরসহ ৯টি বিমানবন্দরে বিমান ওঠা-নামা চালু হল।

বিমান
author img

By

Published : Feb 27, 2019, 7:33 PM IST

দিল্লি, ২৭ ফেব্রুয়ারি : শ্রীনগরসহ ৯টি বিমানবন্দরে ফের চালু হল বিমান ওঠা-নামা। আজ ডিরেক্টরেট জেনেরাল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)-র এক মুখপাত্র একথা জানান।

আজ সকালেই এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (AAI) একটি নোটিশ দিয়ে জানিয়েছিল, জম্মু, শ্রীনগর, লেহ, পাঠানকোট, অমৃতসর, শিমলা, কাঙ্গরা, কুল্লু মানালি এবং পিথোরাগড়ের বিমানবন্দর থেকে অসামরিক বিমান ওঠা-নামা বন্ধ থাকবে। অনির্দিষ্টকালের জন্য এই পরিষেবা বন্ধ করার কথা বলা হয়েছিল। পরে DGCA-র তরফে জানানো হয়, আপাতত ওই বিমানবন্দরগুলিতে বিমান ওঠা নামা চালু থাকবে।

PTI সূত্রের খবর, জম্মু, শ্রীনগর ও লেহ বিমানবন্দরের দখল নিয়েছে ভারতীয় বায়ুসেনা। আজ সকালে রাজৌরির নৌসেরায় ভারতের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করে পাকিস্তানের যুদ্ধবিমান। তবে ভারতীয় বায়ুসেনার বাধায় তা সম্ভব হয়নি। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন ও সেনার শীর্ষকর্তারা। ভারত-পাকিস্তানের সীমান্তবর্তী বিমানবন্দর জম্মু, শ্রীনগর, লেহ, চণ্ডীগড়, দেহরাদুন, অমৃতসর বিমানবন্দর থেকে অসামরিক বিমান ওঠা-নামা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়।

গতকাল ভোররাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের বালাকোট, মুজ়াফ্ফরাবাদ ও চাকোঠিতে অভিযান চালায় বায়ুসেনা। ১০০০ কেজি বোমাবর্ষণ করে নিশ্চিহ্ন করে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাঁটি। নিকেশ করা হয় ৩০০-র বেশি পাকিস্তানি জঙ্গি।

undefined

দিল্লি, ২৭ ফেব্রুয়ারি : শ্রীনগরসহ ৯টি বিমানবন্দরে ফের চালু হল বিমান ওঠা-নামা। আজ ডিরেক্টরেট জেনেরাল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)-র এক মুখপাত্র একথা জানান।

আজ সকালেই এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (AAI) একটি নোটিশ দিয়ে জানিয়েছিল, জম্মু, শ্রীনগর, লেহ, পাঠানকোট, অমৃতসর, শিমলা, কাঙ্গরা, কুল্লু মানালি এবং পিথোরাগড়ের বিমানবন্দর থেকে অসামরিক বিমান ওঠা-নামা বন্ধ থাকবে। অনির্দিষ্টকালের জন্য এই পরিষেবা বন্ধ করার কথা বলা হয়েছিল। পরে DGCA-র তরফে জানানো হয়, আপাতত ওই বিমানবন্দরগুলিতে বিমান ওঠা নামা চালু থাকবে।

PTI সূত্রের খবর, জম্মু, শ্রীনগর ও লেহ বিমানবন্দরের দখল নিয়েছে ভারতীয় বায়ুসেনা। আজ সকালে রাজৌরির নৌসেরায় ভারতের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করে পাকিস্তানের যুদ্ধবিমান। তবে ভারতীয় বায়ুসেনার বাধায় তা সম্ভব হয়নি। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন ও সেনার শীর্ষকর্তারা। ভারত-পাকিস্তানের সীমান্তবর্তী বিমানবন্দর জম্মু, শ্রীনগর, লেহ, চণ্ডীগড়, দেহরাদুন, অমৃতসর বিমানবন্দর থেকে অসামরিক বিমান ওঠা-নামা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়।

গতকাল ভোররাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের বালাকোট, মুজ়াফ্ফরাবাদ ও চাকোঠিতে অভিযান চালায় বায়ুসেনা। ১০০০ কেজি বোমাবর্ষণ করে নিশ্চিহ্ন করে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাঁটি। নিকেশ করা হয় ৩০০-র বেশি পাকিস্তানি জঙ্গি।

undefined

Bhopal (Madhya Pradesh): After the Indian Air Force's (IAF) aerial strikes at Jaish-e-Mohammad (JeM) terror camps in Balakot on early morning of Tuesday; Priests of Adarsh Nav Durga Temple performed a 'Mahamrityunjay Jaap' for the Soldiers in Bhopal. Under the leadership of 'Sanskriti Bachao Manch', 11 priests performed prayers for good health and safety of soldiers and their families. The Mahamrityunjay Jaap will continue for the next 11 days.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.