দিল্লি, ২৭ ফেব্রুয়ারি : শ্রীনগরসহ ৯টি বিমানবন্দরে ফের চালু হল বিমান ওঠা-নামা। আজ ডিরেক্টরেট জেনেরাল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)-র এক মুখপাত্র একথা জানান।
আজ সকালেই এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (AAI) একটি নোটিশ দিয়ে জানিয়েছিল, জম্মু, শ্রীনগর, লেহ, পাঠানকোট, অমৃতসর, শিমলা, কাঙ্গরা, কুল্লু মানালি এবং পিথোরাগড়ের বিমানবন্দর থেকে অসামরিক বিমান ওঠা-নামা বন্ধ থাকবে। অনির্দিষ্টকালের জন্য এই পরিষেবা বন্ধ করার কথা বলা হয়েছিল। পরে DGCA-র তরফে জানানো হয়, আপাতত ওই বিমানবন্দরগুলিতে বিমান ওঠা নামা চালু থাকবে।
PTI সূত্রের খবর, জম্মু, শ্রীনগর ও লেহ বিমানবন্দরের দখল নিয়েছে ভারতীয় বায়ুসেনা। আজ সকালে রাজৌরির নৌসেরায় ভারতের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করে পাকিস্তানের যুদ্ধবিমান। তবে ভারতীয় বায়ুসেনার বাধায় তা সম্ভব হয়নি। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন ও সেনার শীর্ষকর্তারা। ভারত-পাকিস্তানের সীমান্তবর্তী বিমানবন্দর জম্মু, শ্রীনগর, লেহ, চণ্ডীগড়, দেহরাদুন, অমৃতসর বিমানবন্দর থেকে অসামরিক বিমান ওঠা-নামা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়।
গতকাল ভোররাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের বালাকোট, মুজ়াফ্ফরাবাদ ও চাকোঠিতে অভিযান চালায় বায়ুসেনা। ১০০০ কেজি বোমাবর্ষণ করে নিশ্চিহ্ন করে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাঁটি। নিকেশ করা হয় ৩০০-র বেশি পাকিস্তানি জঙ্গি।