ETV Bharat / bharat

বুদগামে গুলির লড়াই, খতম জঙ্গি - security forces of india

টানা 12 ঘণ্টা গুলির লড়াই চলার পর বুদগামে মৃত্যু হল এক জঙ্গির ৷

Jammu kashmir millitant killed
বডগামে সেনার গুলিতে খতম এক অজ্ঞাত পরিচয় জঙ্গি
author img

By

Published : Sep 22, 2020, 10:32 AM IST

শ্রীনগর, 22 সেপ্টেম্বর : বুদগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল এক জঙ্গির ৷ সেখানকার ছরার-ই-শরিফ এলাকায় গতরাত থেকেই দু'পক্ষের মধ্যে গুলির লড়াই চলছিল ৷ টানা 12 ঘণ্টা গুলির লড়াই চলার পর আজ এক জঙ্গিকে খতম করেন জওয়ানরা ৷

এক পুলিশ আধিকারিক জানান, ছরার-ই-শরিফ এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে এই খবর পেয়ে সেখানে তল্লাশি চালায় পুলিশ, সেনা ও CRPF ।

  • Jammu and Kashmir: Encounter under between security forces and terrorists since last 12 hours at Chrar-i-Sharief area of Budgam. (Visuals deferred by unspecified time) pic.twitter.com/7EIa5PC8Jo

    — ANI (@ANI) September 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিযান চালানোর সময় একটি বাড়িতে লুকিয়ে থাকা কয়েকজন জঙ্গি তাদের উপর গুলি চালাতে শুরু করে । জবাব দেয় নিরাপত্তাবাহিনীও । এক জওয়ান জখম হন । তাঁকে সেনা হাসপাতালে ভরতি করা হয় ৷

শ্রীনগর, 22 সেপ্টেম্বর : বুদগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল এক জঙ্গির ৷ সেখানকার ছরার-ই-শরিফ এলাকায় গতরাত থেকেই দু'পক্ষের মধ্যে গুলির লড়াই চলছিল ৷ টানা 12 ঘণ্টা গুলির লড়াই চলার পর আজ এক জঙ্গিকে খতম করেন জওয়ানরা ৷

এক পুলিশ আধিকারিক জানান, ছরার-ই-শরিফ এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে এই খবর পেয়ে সেখানে তল্লাশি চালায় পুলিশ, সেনা ও CRPF ।

  • Jammu and Kashmir: Encounter under between security forces and terrorists since last 12 hours at Chrar-i-Sharief area of Budgam. (Visuals deferred by unspecified time) pic.twitter.com/7EIa5PC8Jo

    — ANI (@ANI) September 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিযান চালানোর সময় একটি বাড়িতে লুকিয়ে থাকা কয়েকজন জঙ্গি তাদের উপর গুলি চালাতে শুরু করে । জবাব দেয় নিরাপত্তাবাহিনীও । এক জওয়ান জখম হন । তাঁকে সেনা হাসপাতালে ভরতি করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.