পুলওয়ামা, 7 জুলাই : কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তারক্ষীদের গুলিতে নিকেশ এক জঙ্গি ৷ আজ সকাল থেকে পুলওয়ামার গুসু এলাকায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয় ৷ জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন এক সেনা জওয়ান ৷ জখম হয়েছেন দুই নিরাপত্তাকর্মী।
CRPF-এর 183 ব্যাটেলিয়ন, রাষ্ট্রীয় রাইফেল এবং জম্মু ও কাশ্মীরের পুলিশ আজ সকাল সাড়ে পাঁচটা থেকে পুলওয়ামায় অভিযান চালায় ৷ সেই সময় দুই পক্ষের গুলির লড়াই শুরু হয়। এনকাউন্টারে এক জওয়ান শহিদ হন, জখম হন এক জওয়ান ও এক পুলিশকর্মী।
এর আগে 4 জুলাই কুলগামে দুই জঙ্গিকে নিকেশ করেন নিরাপত্তারক্ষীরা ৷ তাদের পরিচয় জানা যায়নি ৷ ওই লড়াইয়ে এক সেনা জওয়ান আহত হয়েছিলেন ৷ 26 জুন জম্মু-কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে এক CRPF জওয়ান শহিদ হন ও ছ’বছরের এক শিশুর মৃত্যু হয় ৷ গত মাসে 48 জন জঙ্গিকে নিকেশ করেন নিরাপত্তাকর্মীরা ৷ চলতি বছরে এখনও পর্যন্ত 100-র বেশি জঙ্গি নিকেশ হয়েছে ৷ এদের মধ্যে 50 জন হিজবুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর ৷ প্রায় 20জন লস্কর ই তইবার ৷ জইশ ই মহম্মদের 20 জঙ্গি এবং বাকিরা আল বদর, আনসার গাজ়ওয়াতুল হিন্দের মতো জঙ্গি গোষ্ঠীর ৷