ETV Bharat / bharat

ত্রাল এনকাউন্টারে নিকেশ জঙ্গি - ত্রাল এনকাউন্টার

মঙ্গলবার সকালে ত্রালের সাইমোহ এলাকায় একটি অভিযানে নামে পুলিশ ও নিরাপত্তারক্ষী ৷ তাতেই বাহিনীর গুলিতে মারা যায় এক জঙ্গি ৷

tral-encounter-one-militant-killed-operation-still-on
tral-encounter-one-militant-killed-operation-still-on
author img

By

Published : Jun 2, 2020, 9:14 AM IST

Updated : Jun 2, 2020, 1:15 PM IST

অবন্তিপোরা, 2 জুন: পুলিশ ও নিরাপত্তারক্ষীর যৌথ অভিযানে খতম এক জঙ্গি ৷ মঙ্গলবার সকালে ত্রালের সাইমোহ এলাকায় একটি অভিযানে নামে পুলিশ ও নিরাপত্তারক্ষী ৷ তাতেই বাহিনীর গুলিতে মারা যায় এক জঙ্গি ৷ এখনও ওই এলাকায় অপারেশন জারি রয়েছে বলে জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ ৷

গোপন সূত্রে খবর পেয়ে যৌথ অভিযান শুরু করে পুলিশ ও নিরাপত্তারক্ষীরা । এরপরই সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা । পাল্টা জবাব দেয় বাহিনী । তখনই নিকেশ হয় ওই জঙ্গি ।

গতকালই পাকিস্তানি জঙ্গিদের অনুপ্রবেশের ছক বানচাল করেছে সেনা ৷ গতকাল সকালে তিন পাকিস্তানি জঙ্গি LoC পার করে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে ৷ রাজৌরি জেলার নৌসেরা সেক্টর দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে তারা ৷ তিনজনকেই খতম করেন সেনাবাহিনীর সদস্যরা ।

  • One terrorist killed in an encounter that has begun at Saimoh area of Tral, Awantipora. Police and security forces are carrying out the operation. More details awaited: Jammu & Kashmir Police (Visuals deferred by unspecified time) pic.twitter.com/gjhkA7SeHi

    — ANI (@ANI) June 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অবন্তিপোরা, 2 জুন: পুলিশ ও নিরাপত্তারক্ষীর যৌথ অভিযানে খতম এক জঙ্গি ৷ মঙ্গলবার সকালে ত্রালের সাইমোহ এলাকায় একটি অভিযানে নামে পুলিশ ও নিরাপত্তারক্ষী ৷ তাতেই বাহিনীর গুলিতে মারা যায় এক জঙ্গি ৷ এখনও ওই এলাকায় অপারেশন জারি রয়েছে বলে জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ ৷

গোপন সূত্রে খবর পেয়ে যৌথ অভিযান শুরু করে পুলিশ ও নিরাপত্তারক্ষীরা । এরপরই সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা । পাল্টা জবাব দেয় বাহিনী । তখনই নিকেশ হয় ওই জঙ্গি ।

গতকালই পাকিস্তানি জঙ্গিদের অনুপ্রবেশের ছক বানচাল করেছে সেনা ৷ গতকাল সকালে তিন পাকিস্তানি জঙ্গি LoC পার করে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে ৷ রাজৌরি জেলার নৌসেরা সেক্টর দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে তারা ৷ তিনজনকেই খতম করেন সেনাবাহিনীর সদস্যরা ।

  • One terrorist killed in an encounter that has begun at Saimoh area of Tral, Awantipora. Police and security forces are carrying out the operation. More details awaited: Jammu & Kashmir Police (Visuals deferred by unspecified time) pic.twitter.com/gjhkA7SeHi

    — ANI (@ANI) June 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Jun 2, 2020, 1:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.