ETV Bharat / bharat

নিয়ন্ত্রণরেখার ওপার থেকে গুলি, শহিদ জওয়ান

বড়দিনেও অশান্ত হল নিয়ন্ত্রণরেখা । আজ সন্ধেয় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে নিয়ন্ত্রণরেখার ওপার থেকে একাধিক জায়গায় মর্টার ও গুলিবর্ষণ করে পাকিস্তান । যার যোগ্য জবাব দেয় ভারতীয় সেনা । তবে, পুঞ্চের সাহপুর-কিরনি সেক্টরে পাকিস্তানি সেনার গুলিতে শহিদ হন এক ভারতীয় জওয়ান । এছাড়া প্রাণ হারান এক গ্রামবাসী ।

ফাইল ফোটো
ফাইল ফোটো
author img

By

Published : Dec 25, 2019, 10:56 PM IST

শ্রীনগর, 25 ডিসেম্বর : সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে সীমান্তের ওপার থেকে গুলি-গোলা চালাল পাকিস্তান । এই ঘটনায় পুঞ্চে শহিদ হয়েছেন এক ভারতীয় জওয়ান । উরি সেক্টরে মৃত্যু হয়েছে এক গ্রামবাসীর ।

বড়দিনেও অশান্ত হল নিয়ন্ত্রণরেখা । আজ সন্ধেয় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে নিয়ন্ত্রণরেখার ওপার থেকে একাধিক জায়গায় মর্টার ও গুলিবর্ষণ করে পাকিস্তান । যার যোগ্য জবাব দেয় ভারতীয় সেনা । তবে, পুঞ্চের সাহপুর-কিরনি সেক্টরে পাকিস্তানি সেনার গুলিতে শহিদ হন এক ভারতীয় জওয়ান । এছাড়া প্রাণ হারান এক গ্রামবাসী ।

ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরে সাধারণ মানুষকে নিশানা করে বারবার গুলি-গোলা চালাচ্ছে পাকিস্তান । এর আগে চলতি বছরে জুলাইয়ে 296 বার, অগাস্টে 307 বার এবং সেপ্টেম্বরে 292 বার সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান ৷ চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত তারা প্রায় 2050 বার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে ৷ মৃত্যু হয়েছে একাধিক সেনা ও সাধারণ মানুষের ।

শ্রীনগর, 25 ডিসেম্বর : সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে সীমান্তের ওপার থেকে গুলি-গোলা চালাল পাকিস্তান । এই ঘটনায় পুঞ্চে শহিদ হয়েছেন এক ভারতীয় জওয়ান । উরি সেক্টরে মৃত্যু হয়েছে এক গ্রামবাসীর ।

বড়দিনেও অশান্ত হল নিয়ন্ত্রণরেখা । আজ সন্ধেয় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে নিয়ন্ত্রণরেখার ওপার থেকে একাধিক জায়গায় মর্টার ও গুলিবর্ষণ করে পাকিস্তান । যার যোগ্য জবাব দেয় ভারতীয় সেনা । তবে, পুঞ্চের সাহপুর-কিরনি সেক্টরে পাকিস্তানি সেনার গুলিতে শহিদ হন এক ভারতীয় জওয়ান । এছাড়া প্রাণ হারান এক গ্রামবাসী ।

ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরে সাধারণ মানুষকে নিশানা করে বারবার গুলি-গোলা চালাচ্ছে পাকিস্তান । এর আগে চলতি বছরে জুলাইয়ে 296 বার, অগাস্টে 307 বার এবং সেপ্টেম্বরে 292 বার সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান ৷ চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত তারা প্রায় 2050 বার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে ৷ মৃত্যু হয়েছে একাধিক সেনা ও সাধারণ মানুষের ।

Imphal (Manipur), Dec 25 (ANI): The first-ever Northeastern women drama festival kick started in Manipur's Imphal. The 10-day 'Nupi Drama Festival' was commenced from December 24, 2019 to January 02, 2019. Chief Minister of Manipur N Biren Singh inaugurated the drama festival. Prominent women theatre directors from different Northeastern states participated in the festival. They performed their art so efficiently during the first day of the festival. 'Northeastern Women Drama Festival' was organised by local theatre group 'Khenjonglang' in association with Sangeet Natak Akademi and Jawaharlal Nehru Manipur Dance Academy.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.