চাঁইবাসা, 31 মে : মাওবাদী হামলায় প্রাণ হারালেন এক পুলিশ কর্মী ও এক নাগরিক । ঝাড়খণ্ডের কড়াইকেল্লা এলাকায় আজ মাওবাদীরা হামলা চালায় । স্থানীয় একটি বাড়িতে তারা লুকিয়ে ছিল বলে পুলিশ সূত্রে খবর ।
ঝাড়খন্ডে পুলিশের ওপর ফের মাওবাদী হামলা । কড়াইকেল্লা থানার পুলিশের একটি দলকে লক্ষ্য করে বেশ কয়েকজন মাওবাদী হামলা চালায় । চাঁইবাসার SP ইন্দ্রজিৎ মাহাতো জানান, এলাকায় মাওবাদীরা লুকিয়ে থাকার খবর এসেছিল তাঁঁদের কাছে । এরপর কড়াইকেল্লা এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ ও CRPF । আজ সকালে স্থানীয় বাসিন্দাদের মাওবাদীদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছিলেন নিরাপত্তারক্ষীরা । সেই সময় মাওবাদীরা আচমকা গুলি ছুঁঁড়তে শুরু করে । ঘটনাস্থানে মৃত্যু হয় এক পুলিশকর্মী ও এক নাগরিকের । মৃত পুলিশ কর্মী তল্লাশি দলের ছিলেন বলে জানা গেছে ।
পুলিশ আধিকারিক আরও জানান, মাওবাদীরা কোনও নাগরিকের বাড়িতে লুকিয়ে ছিল । এলাকাটি জনবহুল হওয়ায় যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হয় পুলিশকে । ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয় মাওবাদীরা । তাদের ধরতে তল্লাশি জারি আছে ।