ETV Bharat / bharat

কুলগামে খতম 3 জঙ্গির মধ্যে একজন পাকিস্তানি : জম্মু ও কাশ্মীর পুলিশ - জাইশ-ই-মোহাম্মদ

কাশ্মীর পুলিশের IG বিজয় কুমার জানান, তিন জঙ্গি এলাকায় লুকিয়ে রয়েছে বলে বৃহস্পতিবার রাতে খবর পায় কুলগাম পুলিশ । এরপর যৌথ অভিযান চালিয়ে এলাকা ঘিরে ফেলে কুলগাম পুলিশ, সেনাবাহিনী এবং CRPF। শুরু হয় নিরাপত্তাবাহিনী-জঙ্গি গুলির লড়াই।

Kulgam
Kulgam
author img

By

Published : Jul 18, 2020, 4:14 AM IST

শ্রীনগর, 18 জুলাই : কুলগাম খতম তিন জঙ্গির মধ্যে একজন পাকিস্তানের নাগরিক। সে গত দেড় বছর ধরে জঙ্গি কার্যকলাপে সক্রিয় ভূমিকা গ্রহণ করে আসছিল।

কাশ্মীর পুলিশের IG বিজয় কুমার জানান, তিন জঙ্গি এলাকায় লুকিয়ে রয়েছে বলে বৃহস্পতিবার রাতে খবর পায় কুলগাম পুলিশ । এরপর যৌথ অভিযান চালিয়ে এলাকা ঘিরে ফেলে কুলগাম পুলিশ, সেনাবাহিনী এবং CRPF। শুরু হয় নিরাপত্তাবাহিনী-জঙ্গি গুলির লড়াই। তাতে তিন জওয়ান জখম হন। তাঁদের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অন্যদিকে তিন জঙ্গিকে খতম করা হয়৷

তিনি আরও জানান , কুলগামে খতম তিন জঙ্গির মধ্যে একজন পাকিস্তানি ৷ তাকে ওয়ালিদ বলে চিহ্নিত করা হয়েছে। সে চারবার আমাদের হেপাজত থেকে পালিয়েছে । মোস্ট ওয়ান্টেড জঙ্গি ছিল ও।

শুক্রবার কুলগামে এক IED এক্সপার্টসহ তিন জইশ ই মহম্মদ জঙ্গিকে খতম করেছে নিরাপত্তাবাহিনী৷ এমনই জানিয়েছেন DG দিলবাগ সিং৷

শ্রীনগর, 18 জুলাই : কুলগাম খতম তিন জঙ্গির মধ্যে একজন পাকিস্তানের নাগরিক। সে গত দেড় বছর ধরে জঙ্গি কার্যকলাপে সক্রিয় ভূমিকা গ্রহণ করে আসছিল।

কাশ্মীর পুলিশের IG বিজয় কুমার জানান, তিন জঙ্গি এলাকায় লুকিয়ে রয়েছে বলে বৃহস্পতিবার রাতে খবর পায় কুলগাম পুলিশ । এরপর যৌথ অভিযান চালিয়ে এলাকা ঘিরে ফেলে কুলগাম পুলিশ, সেনাবাহিনী এবং CRPF। শুরু হয় নিরাপত্তাবাহিনী-জঙ্গি গুলির লড়াই। তাতে তিন জওয়ান জখম হন। তাঁদের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অন্যদিকে তিন জঙ্গিকে খতম করা হয়৷

তিনি আরও জানান , কুলগামে খতম তিন জঙ্গির মধ্যে একজন পাকিস্তানি ৷ তাকে ওয়ালিদ বলে চিহ্নিত করা হয়েছে। সে চারবার আমাদের হেপাজত থেকে পালিয়েছে । মোস্ট ওয়ান্টেড জঙ্গি ছিল ও।

শুক্রবার কুলগামে এক IED এক্সপার্টসহ তিন জইশ ই মহম্মদ জঙ্গিকে খতম করেছে নিরাপত্তাবাহিনী৷ এমনই জানিয়েছেন DG দিলবাগ সিং৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.