কোঝিকোড়, 8 অগাস্ট : কেরালার কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় পিছলে যায় দুবাই থেকে আসা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান IX- 1344 । দু’টুকরো হয়ে যায় বিমানটি । গতকালের এই দুর্ঘটনায় দুই বিমান চালকসহ 18 জনের মৃত্যু হয়েছে । জখম বহু । মৃতদের মধ্যে একজনের কোরোনা পজ়িটিভ রিপোর্ট এসেছে ।
মৃত 18 জনের প্রত্যেকের নমুনাই সংগ্রহ করে পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য । দ্রুত পরীক্ষার পর আজ তাঁদের রিপোর্ট আসে । জানা যায়, 18 জনের মধ্যে একজন কোরোনায় আক্রান্ত ছিলেন । ফলে, দুর্ঘটনার পর যাঁরা উদ্ধারকাজে হাত লাগিয়েছিলেন তাঁদের প্রত্যেককেই দ্রুত স্বাস্থ্যবিভাগে দেখা করার নির্দেশ দিয়েছেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা । পাশাপাশি তিনি সকলকেই কাজ শেষ করে সেল্ফ কোয়ারানটিনে যেতে বলেছেন ।
গতরাতে 184 জন যাত্রী নিয়ে কেরালার কোঝিকোড়ে অবতরণের সময় বিমানটির চাকা পিছলে যায় । ফলে, সেটি 35 ফুট নিচে খাদে পড়ে যায় । চালক বিমানটিকে আর থামাতে পারেননি । যার জেরে দু’টুকরো হয়ে যায় বিমানটি । কেবিনের দিকের অংশে আগুন লেগে দুই চালকেরই মৃত্যু হয় । বিমানে আটকে পড়েন বহু । 16 জনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি করা হয় ।