ETV Bharat / bharat

মুম্বইয়ে বহুতলে আগুন, মৃত 1

author img

By

Published : Oct 13, 2019, 3:33 PM IST

মুম্বইয়ের চারণি রোড এলাকায় আদিত্য আরকেড বিল্ডিংয়ে আজ সকালে আগুন লাগে ৷ ঘটনায় একজনের মৃত্যু হয় ৷ দমকলের দু'জন কর্মী সহ মোট 5 জন আহত ৷ এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে দমকল এক আধিকারিক সূত্রের খবর ৷

ছবি

মুম্বই, 13 অক্টোবর : আজ সকালে মুম্বইয়ের চারণি রোড এলাকায় আদিত্য আরকেড বিল্ডিংয়ে আগুন লাগে ৷ আগুন লাগার ঘটনাটি প্রথম নজরে আসে সকাল 6টা নাগাদ ৷ আগুন খুব দ্রুত বাড়তে থাকে ৷ 8টা 50 মিনিট নাগাদ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে ৷

ঘটনায় একজনের মৃত্যু হয় ৷ দমকলের দু'জন কর্মী সহ মোট 5 জন আহত ৷ PTI সূত্রের খবর, "একজন দমকল কর্মী সহ পাঁচজন গুরুতর শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছেন ৷ অন্য একজন দমকল কর্মী উদ্ধারকাজ চালানোর সময় আহত হন ৷ তাঁদের সকলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ "

photo
বিল্ডিং-এর ভিতরের আগুন নেভানোর চেষ্টা চলছে

ঘটনাস্থানে এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ৷ বিল্ডিংয়ের ভিতরের ধোঁয়া এবং তাপের কারণে আগুন নেভানোর কাজে সমস্যা হচ্ছে বলে দমকল এক আধিকারিক সূত্রের খবর ৷ বিল্ডিংজুড়ে গাঢ় ধোঁয়ার জন্য দমকল কর্মীদের শ্বাসকষ্টও হচ্ছে বলে জানা যাচ্ছে ৷

পাশাপাশি বিল্ডিং-এর চারতলায় অচেতন অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয় ৷ তাঁকে জে জে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান ওই দমকল আধিকারিক ৷

photo
আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মী

দমকলের 10টি ইঞ্জিন, 4টি কুইক রেসপন্স যান, 1টি দমকলের উদ্ধারকারী গাড়ি, 10টি জাম্বো ট্যাঙ্কার, 15টি জলের ট্যাঙ্কার ও 2টি মই ঘটনাস্থানে নিয়ে যাওয়া হয়েছে ৷

মুম্বই, 13 অক্টোবর : আজ সকালে মুম্বইয়ের চারণি রোড এলাকায় আদিত্য আরকেড বিল্ডিংয়ে আগুন লাগে ৷ আগুন লাগার ঘটনাটি প্রথম নজরে আসে সকাল 6টা নাগাদ ৷ আগুন খুব দ্রুত বাড়তে থাকে ৷ 8টা 50 মিনিট নাগাদ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে ৷

ঘটনায় একজনের মৃত্যু হয় ৷ দমকলের দু'জন কর্মী সহ মোট 5 জন আহত ৷ PTI সূত্রের খবর, "একজন দমকল কর্মী সহ পাঁচজন গুরুতর শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছেন ৷ অন্য একজন দমকল কর্মী উদ্ধারকাজ চালানোর সময় আহত হন ৷ তাঁদের সকলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ "

photo
বিল্ডিং-এর ভিতরের আগুন নেভানোর চেষ্টা চলছে

ঘটনাস্থানে এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ৷ বিল্ডিংয়ের ভিতরের ধোঁয়া এবং তাপের কারণে আগুন নেভানোর কাজে সমস্যা হচ্ছে বলে দমকল এক আধিকারিক সূত্রের খবর ৷ বিল্ডিংজুড়ে গাঢ় ধোঁয়ার জন্য দমকল কর্মীদের শ্বাসকষ্টও হচ্ছে বলে জানা যাচ্ছে ৷

পাশাপাশি বিল্ডিং-এর চারতলায় অচেতন অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয় ৷ তাঁকে জে জে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান ওই দমকল আধিকারিক ৷

photo
আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মী

দমকলের 10টি ইঞ্জিন, 4টি কুইক রেসপন্স যান, 1টি দমকলের উদ্ধারকারী গাড়ি, 10টি জাম্বো ট্যাঙ্কার, 15টি জলের ট্যাঙ্কার ও 2টি মই ঘটনাস্থানে নিয়ে যাওয়া হয়েছে ৷

Mumbai, Oct 13 (ANI): Film director Vikram Bhatt is ready with yet another horror film 'Ghost'. The film's trailer has been released which has received good response from the audience. Film's music has also been topping the charts ever since its release. The film stars Sanaya Irani and Shivam Bhaargava in lead roles. Speaking to ANI about the film, the filmmaker said, "We are lucky that people are liking the trailer, and the music of 'Ghost' is also a hit. There are almost 40 million streams and views. It's a big deal for a small film." Speaking about the plot of the film, Vikram added, "Ghost is based on a true story. Usually, my stories are imaginary but this is the first time that I have made a film based on true story."

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.