ETV Bharat / bharat

একটা পরিবারের ক্ষমতার লোভের জন্য জরুরি অবস্থা জারি হয়েছিল : অমিত শাহ - 45th year of imposing emergency in india

কংগ্রেসকে আক্রমণ করে টুইট করলেন অমিত শাহ । টুইটে তিনি লেখেন, "জরুরি অবস্থা চলাকালীন গরিবদের, দিন আনা দিন দিন খাওয়া মানুষের উপর অত্যাচার হয়েছিল । সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল ।"

অমিত শাহ
অমিত শাহ
author img

By

Published : Jun 25, 2020, 11:10 AM IST

দিল্লি, 25 জুন : 1975 সালে আজকের দিনে দেশজুড়ে জারি হয়েছিল জরুরি অবস্থা । যা চলেছিল 21 মাস । এই নিয়ে কংগ্রেসকে আক্রমণ করে টুইট করলেন অমিত শাহ । লিখলেন, একটা পরিবারের ক্ষমতার লোভের জন্য 45 বছর আগে আজকের দিনে দেশে জরুরি অবস্থা জারি হয় । সেই সময় দেশকে জেলখানায় পরিণত করা হয়েছিল । সংবাদমাধ্যম, আদালতের ক্ষমতা, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল । পায়ের তলায় পিষে দেওয়া হয়েছিল । গরিবদের উপর অত্যাচার হয়েছিল ।

  • On this day, 45 years ago one family’s greed for power led to the imposition of the Emergency. Overnight the nation was turned into a prison. The press, courts, free speech...all were trampled over. Atrocities were committed on the poor and downtrodden.

    — Amit Shah (@AmitShah) June 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

1977-এর 25 জুন জরুরি অবস্থা জারি করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি । যাতে সরকারিভাবে শিলমোহর দেন রাষ্ট্রপতি ফাখরুদ্দিন আলি আহমেদ । চলে টানা 21 মাস । আর তৎকালীন পরিস্থিতি তুলে ধরে কংগ্রেসকে আক্রমণ করলেন অমিত শাহ । টুইটে তিনি লেখেন, "জরুরি অবস্থা চলাকালীন গরিবদের, দিন আনা দিন দিন খাওয়া মানুষের উপর অত্যাচার হয়েছিল । সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল । শুধু একটা পরিবারের স্বার্থের জন্য দেশবাসীর স্বার্থ ক্ষুন্ন হয় সেই সময় । কংগ্রেসের এমন মনোভাব আজও রয়েছে ।" তিনি আরও লেখেন, "সাধারণ মানুষের চেষ্টায় পরে জরুরি অবস্থা তুলে নেওয়া হয় । গণতান্ত্রিক পরিকাঠামো স্বাভাবিক হয় । তবে তখন দেশে গণতান্ত্রিক পরিকাঠামো স্বাভাবিক হলেও আজও কংগ্রেসের অভ্যন্তরে গণতন্ত্র নেই ।"

  • Due to efforts of lakhs of people, the Emergency was lifted. Democracy was restored in India but it remained absent in the Congress. The interests of one family prevailed over party interests and national interests. This sorry state of affairs thrives in today’s Congress too!

    — Amit Shah (@AmitShah) June 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটে অমিত শাহ আরও লেখেন, দেশের অন্যতম প্রধান বিরোধী দল হিসেবে কংগ্রসের নিজেদের প্রশ্ন করা উচিত, এখনও কেন জরুরি পরিস্থিতি জারি করার সময়কার মানসিকতা রয়েছে । অমিত শাহ নাম না করে গান্ধি পরিবারকে আক্রমণ করে বলেন, যাঁরা ওই বংশের নয় তাঁরা কেন মুখ খুলতে পারেন না ? কথা বলতে পারেন না ? কংগ্রেসের নিজেদের প্রশ্ন করা উচিত, তাদের নেতারা কেন দলে থেকে বিরক্ত হয়ে পড়ছেন ।

  • During the recent CWC meet, senior members and younger members raised a few issues. But, they were shouted down.

    A party spokesperson was unceremoniously sacked.

    The sad truth is- leaders are feeling suffocated in Congress. https://t.co/GEbdKpn7A8https://t.co/Efsa8HWN82

    — Amit Shah (@AmitShah) June 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি, 25 জুন : 1975 সালে আজকের দিনে দেশজুড়ে জারি হয়েছিল জরুরি অবস্থা । যা চলেছিল 21 মাস । এই নিয়ে কংগ্রেসকে আক্রমণ করে টুইট করলেন অমিত শাহ । লিখলেন, একটা পরিবারের ক্ষমতার লোভের জন্য 45 বছর আগে আজকের দিনে দেশে জরুরি অবস্থা জারি হয় । সেই সময় দেশকে জেলখানায় পরিণত করা হয়েছিল । সংবাদমাধ্যম, আদালতের ক্ষমতা, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল । পায়ের তলায় পিষে দেওয়া হয়েছিল । গরিবদের উপর অত্যাচার হয়েছিল ।

  • On this day, 45 years ago one family’s greed for power led to the imposition of the Emergency. Overnight the nation was turned into a prison. The press, courts, free speech...all were trampled over. Atrocities were committed on the poor and downtrodden.

    — Amit Shah (@AmitShah) June 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

1977-এর 25 জুন জরুরি অবস্থা জারি করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি । যাতে সরকারিভাবে শিলমোহর দেন রাষ্ট্রপতি ফাখরুদ্দিন আলি আহমেদ । চলে টানা 21 মাস । আর তৎকালীন পরিস্থিতি তুলে ধরে কংগ্রেসকে আক্রমণ করলেন অমিত শাহ । টুইটে তিনি লেখেন, "জরুরি অবস্থা চলাকালীন গরিবদের, দিন আনা দিন দিন খাওয়া মানুষের উপর অত্যাচার হয়েছিল । সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল । শুধু একটা পরিবারের স্বার্থের জন্য দেশবাসীর স্বার্থ ক্ষুন্ন হয় সেই সময় । কংগ্রেসের এমন মনোভাব আজও রয়েছে ।" তিনি আরও লেখেন, "সাধারণ মানুষের চেষ্টায় পরে জরুরি অবস্থা তুলে নেওয়া হয় । গণতান্ত্রিক পরিকাঠামো স্বাভাবিক হয় । তবে তখন দেশে গণতান্ত্রিক পরিকাঠামো স্বাভাবিক হলেও আজও কংগ্রেসের অভ্যন্তরে গণতন্ত্র নেই ।"

  • Due to efforts of lakhs of people, the Emergency was lifted. Democracy was restored in India but it remained absent in the Congress. The interests of one family prevailed over party interests and national interests. This sorry state of affairs thrives in today’s Congress too!

    — Amit Shah (@AmitShah) June 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটে অমিত শাহ আরও লেখেন, দেশের অন্যতম প্রধান বিরোধী দল হিসেবে কংগ্রসের নিজেদের প্রশ্ন করা উচিত, এখনও কেন জরুরি পরিস্থিতি জারি করার সময়কার মানসিকতা রয়েছে । অমিত শাহ নাম না করে গান্ধি পরিবারকে আক্রমণ করে বলেন, যাঁরা ওই বংশের নয় তাঁরা কেন মুখ খুলতে পারেন না ? কথা বলতে পারেন না ? কংগ্রেসের নিজেদের প্রশ্ন করা উচিত, তাদের নেতারা কেন দলে থেকে বিরক্ত হয়ে পড়ছেন ।

  • During the recent CWC meet, senior members and younger members raised a few issues. But, they were shouted down.

    A party spokesperson was unceremoniously sacked.

    The sad truth is- leaders are feeling suffocated in Congress. https://t.co/GEbdKpn7A8https://t.co/Efsa8HWN82

    — Amit Shah (@AmitShah) June 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.