ETV Bharat / bharat

কেরালার সেই হাতি খুনের ঘটনায় গ্রেপ্তার 1

কেরালার বনমন্ত্রী কে রাজু জানিয়েছেন, গর্ভবতী ওই হাতিটিকে খুনের ঘটনায় আজ একজনকে গ্রেপ্তার করা হয়েছে । কেরালার বনকর্মী মোহন কৃষ্ণান নামে এক ব্যক্তি সোশাল মিডিয়ায় খবরটি প্রকাশ্যে আনতেই প্রশাসন নড়েচড়ে বসে ।

Kerala
কেরালা
author img

By

Published : Jun 5, 2020, 12:05 PM IST

পাল্লাকড় , 5 জুন : কেরালায় হাতি খুনের ঘটনায় গ্রেপ্তার করা হল একজনকে । গতকালই খুনের ঘটনায় অভিযুক্তদের সম্পর্কে নতুন তথ্য হাতে পেয়েছিল বনদপ্তর । এরপর আজ এই ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে । এমনটাই জানালেন কেরালার বনমন্ত্রী কে রাজু ।

প্রসঙ্গত, পালাক্কড় জেলার সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যানে থেকে খাবারের সন্ধানে লোকালয়ে এসেছিল এক গর্ভবতী হাতি । গ্রামবাসীরা তাকে একটি আনারস খেতে দিয়েছিল । কিন্তু ওই আনরসে বাজি ভরে রাখা হয়েছিল বলে অভিযোগ । ওই আনারসটি খাওয়ার পর পেটেই বাজি ফেটে যায় । তীব্র জ্বালায় ছটফট করতে থাকে অন্তঃসত্ত্বা হাতিটি । যন্ত্রণা থেকে মুক্তি পেতে পাশেই একটি নদীতে নেমে যায় হাতিটি । কিন্তু অনেক চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি । চার ঘণ্টা জলে দাঁড়িয়ে থাকার পরও বাঁচাতে পারেনি সন্তানকে । বনকর্মীরা এলেও বাঁচাতে পারেনি হাতিটিকে । জলে দাঁড়িয়েই মৃত্যু হয় তার ।

কেরালার বনকর্মী মোহন কৃষ্ণান নামে এক ব্যক্তি এই পুরো ঘটনাটি সোশাল মিডিয়ায় জানান । খবরটি প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় নিন্দার ঝড় বয়ে যায় । নড়েচড়ে বসে প্রশাসন । ঘটনায় জড়িতদের কড়া শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছিলেন বনমন্ত্রী কে রাজু । ঘটনার তদন্ত শুরু করে কেরালার বনদপ্তর ও পুলিশ । স্থানীয় বাসিন্দা ও কৃষকদের জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন তথ্য একত্রিত করে পুলিশ । এরপরই ঘটনায় অভিযুক্ত একজনকে আজ গ্রেপ্তার করা হয় ।

পাল্লাকড় , 5 জুন : কেরালায় হাতি খুনের ঘটনায় গ্রেপ্তার করা হল একজনকে । গতকালই খুনের ঘটনায় অভিযুক্তদের সম্পর্কে নতুন তথ্য হাতে পেয়েছিল বনদপ্তর । এরপর আজ এই ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে । এমনটাই জানালেন কেরালার বনমন্ত্রী কে রাজু ।

প্রসঙ্গত, পালাক্কড় জেলার সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যানে থেকে খাবারের সন্ধানে লোকালয়ে এসেছিল এক গর্ভবতী হাতি । গ্রামবাসীরা তাকে একটি আনারস খেতে দিয়েছিল । কিন্তু ওই আনরসে বাজি ভরে রাখা হয়েছিল বলে অভিযোগ । ওই আনারসটি খাওয়ার পর পেটেই বাজি ফেটে যায় । তীব্র জ্বালায় ছটফট করতে থাকে অন্তঃসত্ত্বা হাতিটি । যন্ত্রণা থেকে মুক্তি পেতে পাশেই একটি নদীতে নেমে যায় হাতিটি । কিন্তু অনেক চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি । চার ঘণ্টা জলে দাঁড়িয়ে থাকার পরও বাঁচাতে পারেনি সন্তানকে । বনকর্মীরা এলেও বাঁচাতে পারেনি হাতিটিকে । জলে দাঁড়িয়েই মৃত্যু হয় তার ।

কেরালার বনকর্মী মোহন কৃষ্ণান নামে এক ব্যক্তি এই পুরো ঘটনাটি সোশাল মিডিয়ায় জানান । খবরটি প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় নিন্দার ঝড় বয়ে যায় । নড়েচড়ে বসে প্রশাসন । ঘটনায় জড়িতদের কড়া শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছিলেন বনমন্ত্রী কে রাজু । ঘটনার তদন্ত শুরু করে কেরালার বনদপ্তর ও পুলিশ । স্থানীয় বাসিন্দা ও কৃষকদের জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন তথ্য একত্রিত করে পুলিশ । এরপরই ঘটনায় অভিযুক্ত একজনকে আজ গ্রেপ্তার করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.