রাজৌরি, ১৮ মার্চ : লাইন অফ কন্ট্রোল বরাবর ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। তার জেরে শহিদ হলেন এক জওয়ান।
আজ সকাল সাড়ে ৫টা নাগাদ রাজৌরির সুন্দরবানি সেক্টরের কেরি বাট্টালে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। ভারতের দিকে মর্টার ছোড়া হয়। পাশাপাশি ছোটো আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানো হয়। পালটা জবাব দেয় ভারতীয় সেনা। গুলির লড়াইয়ে শহিদ হন এক জওয়ান। প্রায় ঘণ্টাদুয়েক পর ৭টা ১৫ মিনিটে গোলাগুলি বন্ধ হয়।
রাজৌরিতে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, শহিদ জওয়ান - India
রাজৌরিতে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। শহিদ এক জওয়ান।
![রাজৌরিতে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, শহিদ জওয়ান](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2724358-2-ea6ed5b3-e43d-42a0-95e1-351c8644f3c8.jpg?imwidth=3840)
ছবিটি প্রতীকী
রাজৌরি, ১৮ মার্চ : লাইন অফ কন্ট্রোল বরাবর ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। তার জেরে শহিদ হলেন এক জওয়ান।
আজ সকাল সাড়ে ৫টা নাগাদ রাজৌরির সুন্দরবানি সেক্টরের কেরি বাট্টালে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। ভারতের দিকে মর্টার ছোড়া হয়। পাশাপাশি ছোটো আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানো হয়। পালটা জবাব দেয় ভারতীয় সেনা। গুলির লড়াইয়ে শহিদ হন এক জওয়ান। প্রায় ঘণ্টাদুয়েক পর ৭টা ১৫ মিনিটে গোলাগুলি বন্ধ হয়।
Panaji (Goa), Mar 18 (ANI): Manohar Parrikar, four-time Goa chief minister and former defence minister, passed away on Sunday evening after a prolonged battle with pancreatic cancer. The senior BJP leader will be accorded a state funeral with full military honours. Goa had also announced seven-day mourning after the chief minister's death. Parrikar's mortal remains are being taken to BJP office in Panaji. His body will be kept for public viewing until 4 pm, after which the funeral procession to Miramar area in the capital will be held. Home Minister Rajnath Singh will be in Goa for the funeral.