ETV Bharat / bharat

বোরোল্যান্ড থেকে সরানো হবে সেনা : সেনাপ্রধান - Assam

27 জানুয়ারি কেন্দ্র ও অসম সরকারের সঙ্গে চুক্তি হয়েছিল বিচ্ছিন্নতাবাদী সংগঠন NDFB ৷ চুক্তি অনুযায়ী NDFB-র জঙ্গি কার্যকলাপ গুটিয়ে নেওয়ার কথা ৷ এবার বোরোল্যান্ড থেকে সেনা সরিয়ে নেওয়ার আশ্বাস দিলেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারওয়ানে ৷

Boroland
সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারওয়ানে
author img

By

Published : Jan 29, 2020, 12:23 PM IST

দিল্লি, 29 জানুয়ারি : বোরোল্যান্ড থেকে দুই ব্যাটেলিয়ন সেনা ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে ৷ বোরোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের নির্বাচন প্রক্রিয়া মিটে গেলেই আরও সেনা সড়িয়ে নেওয়া হবে বলে জানিয়ে দিলেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে ৷ পাশাপাশি আগামী দুই থেকে আড়াই বছর সময়ে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে সেনা কার্যকলাপ অনেকটাই শিথিল করে রাজ্যগুলির উন্নতির দিকে বাড়তি নজর দেওয়া হবে বলেও জানান সেনাপ্রধান নারাভানে ৷ একইসঙ্গে কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারে পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি ৷

দিন দু'য়েক আগেই ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বোরোল্যান্ডের (NDFB) সঙ্গে সোমবার চুক্তি স্বাক্ষর করে কেন্দ্রীয় সরকার ও অসম সরকার ৷ চুক্তি অনুযায়ী NDFB তাদের নিজেদের জঙ্গি কার্যকলাপ গুটিয়ে নেবে বলে প্রতিশ্রুতি দিলেও এখনও পর্যন্ত তারা অস্ত্র সমর্পণ করেনি ৷ এই পরিস্থিতিতে সেনাপ্রধান নারাভানের বোরোল্যান্ড থেকে সেনা সরিয়ে নেওয়ার আশ্বাস যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ ৷

  • Army Chief General Manoj Mukund Naravane on the security situation in Jammu and Kashmir: The situation has improved after the abrogation of article 370. (28.1.20) https://t.co/RYN5rMdUGQ

    — ANI (@ANI) January 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : "বোরো চুক্তি ঐতিহাসিক", স্বাক্ষরের পর মন্তব্য অমিত শাহের

সরকারের তরফে ইতিমধ্যে বোরোল্যান্ডের উন্নয়নের জন্য 1500 কোটি টাকা অনুদান দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ৷ আগামীকালের (30 জানুয়ারি) মধ্যে প্রায় 1500 জন NDFB সদস্যের আত্মসমর্পণ করবে বলে আগেই জানিয়েছিলেন অমিত শাহ ৷ যাদের অপরাধের কোনও রেকর্ড নেই তাদের আধাসামরিক-বাহিনীর অন্তর্ভুক্তও করা হবে বলে আশ্বাস দিয়েছে কেন্দ্র ৷ পাশাপাশি বোরো আন্দোলনের সময় যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারপিছু 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা হয়েছে ৷

দিল্লি, 29 জানুয়ারি : বোরোল্যান্ড থেকে দুই ব্যাটেলিয়ন সেনা ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে ৷ বোরোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের নির্বাচন প্রক্রিয়া মিটে গেলেই আরও সেনা সড়িয়ে নেওয়া হবে বলে জানিয়ে দিলেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে ৷ পাশাপাশি আগামী দুই থেকে আড়াই বছর সময়ে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে সেনা কার্যকলাপ অনেকটাই শিথিল করে রাজ্যগুলির উন্নতির দিকে বাড়তি নজর দেওয়া হবে বলেও জানান সেনাপ্রধান নারাভানে ৷ একইসঙ্গে কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারে পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি ৷

দিন দু'য়েক আগেই ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বোরোল্যান্ডের (NDFB) সঙ্গে সোমবার চুক্তি স্বাক্ষর করে কেন্দ্রীয় সরকার ও অসম সরকার ৷ চুক্তি অনুযায়ী NDFB তাদের নিজেদের জঙ্গি কার্যকলাপ গুটিয়ে নেবে বলে প্রতিশ্রুতি দিলেও এখনও পর্যন্ত তারা অস্ত্র সমর্পণ করেনি ৷ এই পরিস্থিতিতে সেনাপ্রধান নারাভানের বোরোল্যান্ড থেকে সেনা সরিয়ে নেওয়ার আশ্বাস যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ ৷

  • Army Chief General Manoj Mukund Naravane on the security situation in Jammu and Kashmir: The situation has improved after the abrogation of article 370. (28.1.20) https://t.co/RYN5rMdUGQ

    — ANI (@ANI) January 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : "বোরো চুক্তি ঐতিহাসিক", স্বাক্ষরের পর মন্তব্য অমিত শাহের

সরকারের তরফে ইতিমধ্যে বোরোল্যান্ডের উন্নয়নের জন্য 1500 কোটি টাকা অনুদান দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ৷ আগামীকালের (30 জানুয়ারি) মধ্যে প্রায় 1500 জন NDFB সদস্যের আত্মসমর্পণ করবে বলে আগেই জানিয়েছিলেন অমিত শাহ ৷ যাদের অপরাধের কোনও রেকর্ড নেই তাদের আধাসামরিক-বাহিনীর অন্তর্ভুক্তও করা হবে বলে আশ্বাস দিয়েছে কেন্দ্র ৷ পাশাপাশি বোরো আন্দোলনের সময় যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারপিছু 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা হয়েছে ৷

New Delhi, Jan 29 (ANI): Senior Indian diplomat Harsh Vardhan Shringla has been appointed as new Foreign Secretary of India. He will take charge of office on January 29. Addressing the mediapersons, he said, "I am as committed to the ministry's role in nation-building as I was 36 years ago when I entered these portals as a young professional. I look forward to work under the guidance of Prime Minister and External Affairs Minister."

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.