শ্রীনগর, 31 মে : জম্মু ও কাশ্মীরের শোপিয়ানের দ্রাগাদ সুগান এলাকায় সেনা-জঙ্গি গুলির লড়াই । নিকেশ তিন জঙ্গি । লুকিয়ে থাকা আরও কয়েকজন জঙ্গির সঙ্গে গুলি লড়াই জারি রয়েছে । গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী ।
আজ সকালে দুপক্ষের মধ্যে এনকাউন্টার শুরু হয় । গতকাল সোপোরের ডাঙ্গিপোড়ায় সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে নিকেশ করা হয় তিন জঙ্গিকে । সেখান থেকে উদ্ধার হয় অস্ত্র ।