শ্রীনগর, 27 সেপ্টেম্বর : সন্ত্রাসবাদ বিরুদ্ধে পুলিশ ও আধাসামরিক বাহিনীকে আরও জোরদার অভিযান চালানোর নির্দেশ দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ৷ জম্মু ও কাশ্মীরের কয়েকটি এলাকায় এখনও সক্রিয় থাকা জঙ্গিদেরও উপড়ে ফেলার নির্দেশ দেন ৷
আজ রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার আগে কাশ্মীরে কোনও হিংসা বা সংঘর্ষের ঘটনা আন্তর্জাতিক স্তরে ভারতকে যথেষ্ট বেকায়দায় ফেলে দেবে মত কূটনৈতিক মহলের ৷ তাই কাশ্মীরে শান্তি বজায় রাখতে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷ এক সিনিয়র অফিসার জানান, প্রধানমন্ত্রীর বক্তৃতার আগে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে খবর দেবেন খোদ ডোভাল ৷ তাই দু'দিনের জম্মু ও কাশ্মীরে সফরে গিয়ে সেখানকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন ৷ পাশাপাশি কীভাবে আগামীদিনে ধাপে ধাপে কাশ্মীর থেকে বিধিনিষেধ তুলে দেওয়া হবে, সে বিষয়েও একাধিক বৈঠক করেন ৷ এক সরকারি মুখপাত্র জানান, গত দেড় মাসে কাশ্মীরের কোথাও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ না ওঠায় সন্তোষ প্রকাশ করেছেন ডোভাল ৷ ধাপে ধাপে ফোনের সংযোগ চালু করার বিষয়েও আলোচনা করেছেন তিনি ৷
প্রায় 60 জন জঙ্গি গত দু'মাসে আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা পার করেছে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন গোয়েন্দারা । ভারতে অনুপ্রবেশের জন্য নিয়ন্ত্রণরেখা বরাবর প্রায় 500 জঙ্গি অপেক্ষায় রয়েছে বলে সেনা সূত্রে জানানো হয়েছিল । সে কথা মাথায় রেখে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনা ও BSF-কে কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন ডোভাল ৷ অনুপ্রবেশের চেষ্টা হলেই কড়া পদক্ষেপেরও নির্দেশ দিয়েছেন তিনি ৷