ETV Bharat / bharat

হিন্দিকে জাতীয় ভাষা করার পক্ষে সওয়াল অমিত শাহের

আজ হিন্দি দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "এক দেশ, এক ভাষা চালু করা অত্যন্ত জরুরি । বিশ্বের দরবারে একটি ভাষার মাধ্যমে নিজেদের পরিচিতি দৃঢ় করা প্রয়োজন । ভাষা হিসেবে একমাত্র হিন্দি পারে ভারতকে এক সূত্রে গাঁথতে ।"

author img

By

Published : Sep 14, 2019, 12:42 PM IST

হিন্দিকে জাতীয় ভাষা করার পক্ষে সওয়াল অমিত শাহের

দিল্লি, 14 সোপ্টেম্বর : হিন্দিকে জাতীয় ভাষা করার দাবি তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । আজ হিন্দি দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেন, "এক দেশ, এক ভাষা চালু করা অত্যন্ত জরুরি । বিশ্বের দরবারে একটি ভাষার মাধ্যমে নিজেদের পরিচিতি দৃঢ় করা প্রয়োজন । ভাষা হিসেবে একমাত্র হিন্দি পারে ভারতকে এক সূত্রে গাঁথতে ।"

স্বরাষ্ট্রমন্ত্রী নিজের দাবির স্বপক্ষে যুক্তি দিয়ে বলেন, "হিন্দি দিবসে আত্মসমীক্ষা করা উচিত । বিশ্বে অনেক দেশেই বহু ভাষা লুপ্ত হয়ে গেছে । যে দেশ নিজেদের ভাষা হারিয়ে ফেলে, সেই দেশ নিজেও হারিয়ে যায় । কারণ ভাষা ছাড়া সেই দেশ নিজেদের সংস্কৃতিকে সংরক্ষণ করতে পারে না ।"

  • भारत विभिन्न भाषाओं का देश है और हर भाषा का अपना महत्व है परन्तु पूरे देश की एक भाषा होना अत्यंत आवश्यक है जो विश्व में भारत की पहचान बने। आज देश को एकता की डोर में बाँधने का काम अगर कोई एक भाषा कर सकती है तो वो सर्वाधिक बोले जाने वाली हिंदी भाषा ही है। pic.twitter.com/hrk1ktpDCn

    — Amit Shah (@AmitShah) September 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে আজ সকালে এক দেশ, এক ভাষা-র পক্ষে অমিত শাহ টুইট করে লেখেন, "ভারত একাধিক ভাষার দেশ ৷ প্রতিটি ভাষারই নিজ নিজ ক্ষেত্রে গুরুত্ব রয়েছে ৷ কিন্তু দেশে একটি সাধারণ ভাষা থাকা উচিত ৷ বিশ্বের দরবারে দেশের পরিচিতির জন্য এটা জরুরি ৷ আজ যদি একটি ভাষা দেশকে একসূত্রে গাঁথতে পারে, তা হল হিন্দি ভাষা ৷"

হিন্দি দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও টুইট করেন । তিনি লেখেন, "হিন্দি দিবসে সবাইকে জানাই শুভেচ্ছা । আমাদের উচিত সব ভাষা ও সংস্কৃতিকে সমানভাবে সম্মান জানানো । আমরা অনেক ভাষাই শিখতে পারি, কিন্ত মাতৃভাষাকে কখনও ভোলা উচিত নয় ।"

  • হিন্দি দিবসে সবাইকে জানাই শুভেচ্ছা। আমাদের উচিত সব ভাষা ও সংস্কৃতিকে সমানভাবে সম্মান জানানো। আমরা অনেক ভাষাই শিখতে পারি কিন্ত মাতৃভাষাকে কখনোই ভোলা উচিত নয়

    — Mamata Banerjee (@MamataOfficial) September 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে জুন মাসে নতুন শিক্ষা নীতির খসড়া প্রকাশ করেছিল কেন্দ্র । ওই খসড়া প্রস্তাবে বলা হয়েছিল, দেশের প্রতিটি স্কুলে হিন্দি শিক্ষা বাধ্যতামূলক করা হবে । যা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক ৷ তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতের রাজ্যগুলি প্রতিবাদে বেশি সরব হয়েছিল ৷ পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র ও কর্নাটকেও প্রতিবাদ হয়েছিল৷ বিতর্কের মুখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক ।

দিল্লি, 14 সোপ্টেম্বর : হিন্দিকে জাতীয় ভাষা করার দাবি তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । আজ হিন্দি দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেন, "এক দেশ, এক ভাষা চালু করা অত্যন্ত জরুরি । বিশ্বের দরবারে একটি ভাষার মাধ্যমে নিজেদের পরিচিতি দৃঢ় করা প্রয়োজন । ভাষা হিসেবে একমাত্র হিন্দি পারে ভারতকে এক সূত্রে গাঁথতে ।"

স্বরাষ্ট্রমন্ত্রী নিজের দাবির স্বপক্ষে যুক্তি দিয়ে বলেন, "হিন্দি দিবসে আত্মসমীক্ষা করা উচিত । বিশ্বে অনেক দেশেই বহু ভাষা লুপ্ত হয়ে গেছে । যে দেশ নিজেদের ভাষা হারিয়ে ফেলে, সেই দেশ নিজেও হারিয়ে যায় । কারণ ভাষা ছাড়া সেই দেশ নিজেদের সংস্কৃতিকে সংরক্ষণ করতে পারে না ।"

  • भारत विभिन्न भाषाओं का देश है और हर भाषा का अपना महत्व है परन्तु पूरे देश की एक भाषा होना अत्यंत आवश्यक है जो विश्व में भारत की पहचान बने। आज देश को एकता की डोर में बाँधने का काम अगर कोई एक भाषा कर सकती है तो वो सर्वाधिक बोले जाने वाली हिंदी भाषा ही है। pic.twitter.com/hrk1ktpDCn

    — Amit Shah (@AmitShah) September 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে আজ সকালে এক দেশ, এক ভাষা-র পক্ষে অমিত শাহ টুইট করে লেখেন, "ভারত একাধিক ভাষার দেশ ৷ প্রতিটি ভাষারই নিজ নিজ ক্ষেত্রে গুরুত্ব রয়েছে ৷ কিন্তু দেশে একটি সাধারণ ভাষা থাকা উচিত ৷ বিশ্বের দরবারে দেশের পরিচিতির জন্য এটা জরুরি ৷ আজ যদি একটি ভাষা দেশকে একসূত্রে গাঁথতে পারে, তা হল হিন্দি ভাষা ৷"

হিন্দি দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও টুইট করেন । তিনি লেখেন, "হিন্দি দিবসে সবাইকে জানাই শুভেচ্ছা । আমাদের উচিত সব ভাষা ও সংস্কৃতিকে সমানভাবে সম্মান জানানো । আমরা অনেক ভাষাই শিখতে পারি, কিন্ত মাতৃভাষাকে কখনও ভোলা উচিত নয় ।"

  • হিন্দি দিবসে সবাইকে জানাই শুভেচ্ছা। আমাদের উচিত সব ভাষা ও সংস্কৃতিকে সমানভাবে সম্মান জানানো। আমরা অনেক ভাষাই শিখতে পারি কিন্ত মাতৃভাষাকে কখনোই ভোলা উচিত নয়

    — Mamata Banerjee (@MamataOfficial) September 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে জুন মাসে নতুন শিক্ষা নীতির খসড়া প্রকাশ করেছিল কেন্দ্র । ওই খসড়া প্রস্তাবে বলা হয়েছিল, দেশের প্রতিটি স্কুলে হিন্দি শিক্ষা বাধ্যতামূলক করা হবে । যা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক ৷ তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতের রাজ্যগুলি প্রতিবাদে বেশি সরব হয়েছিল ৷ পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র ও কর্নাটকেও প্রতিবাদ হয়েছিল৷ বিতর্কের মুখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক ।

New Delhi, Sep 14 (ANI): Union Home Minister Amit Shah and Bharatiya Janata Party (BJP) working president JP Nadda met children admitted in Delhi's All India Institute of Medical Sciences (AIIMS) on September 14. They also gifted fruits to children as part of the party's 'Seva Saptah' campaign. 'Seva Saptah' campaign is launched by the party to celebrate Prime Minister Narendra Modi's birthday. PM Modi's birthday is on September 17.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.