ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে বৃদ্ধার শেষকৃত্য করল পুলিশ - lockdown

লকডাউনে সাহারানপুরের পুলিশের মানবিক দিক সবার সামনে এল ৷ এক বৃদ্ধার শেষকৃত্য করতে এগিয়ে এল বদগাঁও থানার পুলিশ ৷

উত্তরপ্রদেশে বৃদ্ধার শেষকৃত্য করল কর্মরত পুলিশ
উত্তরপ্রদেশে বৃদ্ধার শেষকৃত্য করল কর্মরত পুলিশ
author img

By

Published : Apr 16, 2020, 9:57 PM IST

লখনউ, 16 এপ্রিল : লকডাউনে অনেক জায়গাতেই বাইরে বের হলে জুটেছে পুলিশের মার ৷ লাঠি নিয়েও তেড়ে যেতে দেখা গেছে । এবার উত্তরপ্রদেশের সাহারানপুরে এক বৃদ্ধার শেষকৃত্য করল বদগাঁও থানার পুলিশ ৷

সাহারানপুরের SSP দীনেশ কুমার প্রভু গতকাল একটি ভিডিয়ো টুইট করেন ৷ ওই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, কয়েকজন পুলিশকর্মী একজন বৃদ্ধার মৃতদেহ শেষকৃত্যের জন্য কাঁধে করে নিয়ে যাচ্ছেন ৷ ভিডিয়োটির সঙ্গে দীনেশ কুমার লেখেন, "আজ এক বৃদ্ধা মারা গিয়েছেন ৷ সাহারানপুরের বদগাঁও থানার পুলিশ কর্মীরা তাঁর মৃতদেহ কাঁধে করে নিয়ে যাচ্ছে ৷ ওই বৃদ্ধার পরিবারে কেউ নেই ৷ আমার ছেলেরা তাঁর পরিবার হয়ে উঠেছে ৷ তাঁর দেহ সৎকারের জন্য কাঁধে করে নিয়ে যাচ্ছে ৷ আমি আমার ছেলেদের জন্য গর্বিত ৷"

কোরোনা সংক্রমণের মতো কঠিন সময়ে দীনেশ কুমার জেলার পুলিশকে সবসময়ই অনুপ্রাণিত করে থাকেন ৷ এই লকডাউনে সাধারণ মানুষ যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, তাদের প্রতি যেন তারা সবসময় সংবেদনশীল থাকে ৷

পুলিশের এই কাজের প্রশংসা করেছে মুখ্যমন্ত্রীর তথ্য সেলও ৷ বর্তমানে এই ছবিটি সোশাল মিডিয়ায় ভাইরাল ৷

ঘটনাটি বদগাঁও থানা এলাকার কিষানপুর গ্রামের ৷ মৃত বৃদ্ধার নাম মীনা ৷ তাঁর স্বামী হরিয়া চার বছর আগেই মারা গিয়েছেন ৷ তাঁর পরিবারে বর্তমানে কেউ নেই ৷ বিগত কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন মীনা ৷ মঙ্গলবার তাঁকে কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রেও ভরতি করেছিল সাহারানপুর পুলিশ ৷ গতকাল তিনি মারা যান ৷ গ্রামবাসীদের সাহায্য নিয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন করে পুলিশ ৷

লখনউ, 16 এপ্রিল : লকডাউনে অনেক জায়গাতেই বাইরে বের হলে জুটেছে পুলিশের মার ৷ লাঠি নিয়েও তেড়ে যেতে দেখা গেছে । এবার উত্তরপ্রদেশের সাহারানপুরে এক বৃদ্ধার শেষকৃত্য করল বদগাঁও থানার পুলিশ ৷

সাহারানপুরের SSP দীনেশ কুমার প্রভু গতকাল একটি ভিডিয়ো টুইট করেন ৷ ওই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, কয়েকজন পুলিশকর্মী একজন বৃদ্ধার মৃতদেহ শেষকৃত্যের জন্য কাঁধে করে নিয়ে যাচ্ছেন ৷ ভিডিয়োটির সঙ্গে দীনেশ কুমার লেখেন, "আজ এক বৃদ্ধা মারা গিয়েছেন ৷ সাহারানপুরের বদগাঁও থানার পুলিশ কর্মীরা তাঁর মৃতদেহ কাঁধে করে নিয়ে যাচ্ছে ৷ ওই বৃদ্ধার পরিবারে কেউ নেই ৷ আমার ছেলেরা তাঁর পরিবার হয়ে উঠেছে ৷ তাঁর দেহ সৎকারের জন্য কাঁধে করে নিয়ে যাচ্ছে ৷ আমি আমার ছেলেদের জন্য গর্বিত ৷"

কোরোনা সংক্রমণের মতো কঠিন সময়ে দীনেশ কুমার জেলার পুলিশকে সবসময়ই অনুপ্রাণিত করে থাকেন ৷ এই লকডাউনে সাধারণ মানুষ যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, তাদের প্রতি যেন তারা সবসময় সংবেদনশীল থাকে ৷

পুলিশের এই কাজের প্রশংসা করেছে মুখ্যমন্ত্রীর তথ্য সেলও ৷ বর্তমানে এই ছবিটি সোশাল মিডিয়ায় ভাইরাল ৷

ঘটনাটি বদগাঁও থানা এলাকার কিষানপুর গ্রামের ৷ মৃত বৃদ্ধার নাম মীনা ৷ তাঁর স্বামী হরিয়া চার বছর আগেই মারা গিয়েছেন ৷ তাঁর পরিবারে বর্তমানে কেউ নেই ৷ বিগত কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন মীনা ৷ মঙ্গলবার তাঁকে কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রেও ভরতি করেছিল সাহারানপুর পুলিশ ৷ গতকাল তিনি মারা যান ৷ গ্রামবাসীদের সাহায্য নিয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন করে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.