ETV Bharat / bharat

লিফলেট বিলির সঙ্গে জড়িত প্রমাণ দিলে ফাঁসিতে ঝুলব : গম্ভীর - Delhi

অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর দল যদি প্রমাণ করতে পারেন, আমি লিফলেট বিলির সঙ্গে জড়িত তবে জনসমক্ষে আমি ফাঁসিতে ঝুলব । টুইটে কেজরিওয়ালকে চ্যালেঞ্জ জানালেন গৌতম গম্ভীর ।

গৌতম গম্ভীর- ফাইল চিত্র
author img

By

Published : May 10, 2019, 11:51 PM IST

দিল্লি, ১০ মে : "লিফলেট বিক্রিতে আমি জড়িত ? কেজরিওয়াল প্রমাণ করতে পারলে জনসমক্ষে ফাঁসিতে ঝুলব ।" আপ প্রধানকে আজ চ্যালেঞ্জ জানালেন BJP প্রার্থী গৌতম গম্ভীর ।

আজ দিল্লিতে সাংবাদিক বৈঠকে গম্ভীর লিফলেট বিলি প্রসঙ্গ তুলে সরাসরি কেজরিওয়ালকে চ্যালেঞ্জ জানান । BJP নেতা একটি টুইটও করেন । লেখেন, অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর দল যদি প্রমাণ করতে পারেন, আমি লিফলেট বিলির সঙ্গে জড়িত তবে জনসমক্ষে ফাঁসিতে ঝুলব । প্রমাণ দিতে ব্যর্থ হলে কেজিরওয়ালকে রাজনীতি ছাড়তে হবে ।

গতকাল আপ প্রার্থী অতিসী সাংবাদিক বৈঠকে জানান, তাঁর বিরুদ্ধে লিফলেট বিক্রি করেছেন পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী গৌতম গম্ভীর । তিনি অভিযোগ করেন, সেই লিফলেটে অশ্লীল মন্তব্যও করা হয় । যদিও অতিসীর তোলা অভিযোগ নস্যাৎ করেছেন গম্ভীর । এই ঘটনার জন্য গতকালই অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়া ও অতিসীকে আইনি নোটিশ পাঠিয়েছেন গম্ভীর ।

যদিও আজ গম্ভীরের পাশে দাঁড়িয়েছেন ক্রিকেটার হরভজন সিং । তিনি গৌতমকে সমর্থন করে একটি টুইট করেন । টুইটে হরভজন লেখেন, গম্ভীরের বিরুদ্ধে ওঠা অভিযোগ শুনে আমি হতবাক । ওকে খুব ভালো করে চিনি । ও কোনও মহিলা প্রসঙ্গে খারাপ কিছু বলতেই পারে না । ভোটে জয় বা পরাজয় সেসব পরের কথা, কিন্তু গম্ভীর এসবের ঊর্ধ্বে ।"

গতকাল সাংবাদিক বৈঠকের পর মহিলা কমিশনে অভিযোগ দায়ের করেছেন অতিসী । মহিলা কমিশন পুলিশের কাছে এই বিষয়ে কোনও FIR দায়ের হয়েছে কি না জানতে চেয়েছে । রবিবার রাজধানীতে ভোট । তার আগে লিফলেট বিতর্কে দিল্লি পূর্ব লোকসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে ।

দিল্লি, ১০ মে : "লিফলেট বিক্রিতে আমি জড়িত ? কেজরিওয়াল প্রমাণ করতে পারলে জনসমক্ষে ফাঁসিতে ঝুলব ।" আপ প্রধানকে আজ চ্যালেঞ্জ জানালেন BJP প্রার্থী গৌতম গম্ভীর ।

আজ দিল্লিতে সাংবাদিক বৈঠকে গম্ভীর লিফলেট বিলি প্রসঙ্গ তুলে সরাসরি কেজরিওয়ালকে চ্যালেঞ্জ জানান । BJP নেতা একটি টুইটও করেন । লেখেন, অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর দল যদি প্রমাণ করতে পারেন, আমি লিফলেট বিলির সঙ্গে জড়িত তবে জনসমক্ষে ফাঁসিতে ঝুলব । প্রমাণ দিতে ব্যর্থ হলে কেজিরওয়ালকে রাজনীতি ছাড়তে হবে ।

গতকাল আপ প্রার্থী অতিসী সাংবাদিক বৈঠকে জানান, তাঁর বিরুদ্ধে লিফলেট বিক্রি করেছেন পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী গৌতম গম্ভীর । তিনি অভিযোগ করেন, সেই লিফলেটে অশ্লীল মন্তব্যও করা হয় । যদিও অতিসীর তোলা অভিযোগ নস্যাৎ করেছেন গম্ভীর । এই ঘটনার জন্য গতকালই অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়া ও অতিসীকে আইনি নোটিশ পাঠিয়েছেন গম্ভীর ।

যদিও আজ গম্ভীরের পাশে দাঁড়িয়েছেন ক্রিকেটার হরভজন সিং । তিনি গৌতমকে সমর্থন করে একটি টুইট করেন । টুইটে হরভজন লেখেন, গম্ভীরের বিরুদ্ধে ওঠা অভিযোগ শুনে আমি হতবাক । ওকে খুব ভালো করে চিনি । ও কোনও মহিলা প্রসঙ্গে খারাপ কিছু বলতেই পারে না । ভোটে জয় বা পরাজয় সেসব পরের কথা, কিন্তু গম্ভীর এসবের ঊর্ধ্বে ।"

গতকাল সাংবাদিক বৈঠকের পর মহিলা কমিশনে অভিযোগ দায়ের করেছেন অতিসী । মহিলা কমিশন পুলিশের কাছে এই বিষয়ে কোনও FIR দায়ের হয়েছে কি না জানতে চেয়েছে । রবিবার রাজধানীতে ভোট । তার আগে লিফলেট বিতর্কে দিল্লি পূর্ব লোকসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে ।


Onboard, May 10 (ANI): Amidst the Lok Sabha elections, while speaking to ANI on Prime Minister Narendra Modi's comment on INS Viraat, Congress leader Anand Sharma said, "Any Prime Minister (PM) would do so but this PM has no family, if he had family then he would also be going there, but he goes alone because he has no connect with a family or any respect for family values."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.